দিল্লির কাছে হতাশজনক হারের পর সরাসরি যাকে দায়ী করেন পাঞ্জাব অধিনায়ক ধাওয়ান

দেখতে দেখতে শেষ হয়ে এসেছে ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডীয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৬ তম আসর। গতকাল ১৭ মে আসরের ৬৪ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস। ইতিমধ্যেই এই আসরে থেকে ছিটকে গেছেন দিল্লি ক্যাপিটালস তবুও নিয়ম রক্ষা ম্যাচে মুখোমুখি হয়েছিল ডেভিড ওর্নার-এর দল।
এই ম্যাচে পাঞ্জাব কিংসকে ১৫ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। ধর্মশালায় খেলা এই ম্যাচে প্লে-অফের জন্য লড়াই করা পাঞ্জাবকে ডুবিয়ে দেয় ক্যাপিটালস। প্রথমে ব্যাট করে দিল্লি ২১৩ রানের বড় স্কোর করে। কিংস অধিনায়ক শিখর ধাওয়ান স্পিনার হারপ্রীত ব্রারকে শেষ ওভারটি বোলিং করতে দেন এবং সেই ওভারে ২৩ রান নেয় দিল্লি। দুই ওভার বাকি থাকতেও ডেথ ওভারে আরশদীপ সিংয়ের বদলে ব্রারকে দেন ধাওয়ান। ধাওয়ানের এই সিদ্ধান্তে সমালোচনার মুখে পড়তে হয়েছে। যদিও ম্যাচ শেষে নিজের ভুল মেনে নেন অধিনায়ক।
শিখর ধাওয়ান বলেছেন, “এই পরাজয় হতাশাজনক। আমার মনে হয় না আমরা প্রথম ছয় ওভারে ভালো বোলিং করেছি। বল যেভাবে সুইং করছিল, তাতে আমাদের কয়েকটি উইকেট নেওয়া উচিত ছিল।” ধাওয়ান আরও বলেছেন, “শেষ ওভারে স্পিন বোলিং করার আমার সিদ্ধান্ত উল্টে যায়। আমাদের হাত থেকে ম্যাচটা বেরিয়ে যায়। এর আগে আমার ফাস্ট বোলাররা ১৮-২০ রান কম দিয়েছিল। ওই দুই ওভার আমাদের অনেক দামি। আমাদের বোলাররা পাওয়ারপ্লেতে বল পিচ আপ করেনি। এটা ছিল আমাদের পরিকল্পনা এবং দুর্ভাগ্যবশত তারা তা বাস্তবায়ন করতে পারেনি।”
ধাওয়ান বলেছেন, “এই ধরনের উইকেটে আমরা উইকেট নিই বা না নিই, আমাদের সঠিক জায়গায় বল করা উচিত যা আমরা দীর্ঘদিন ধরে করছি না। এতে আমাদের ক্ষতি হচ্ছে। আমরা প্রতিটি পাওয়ারপ্লেতে ৫০-৬০ রান দিচ্ছি। আমরা জানতাম প্রথম দুই-তিন ওভারে সুইং হবে। আমরা দ্বিতীয় ওভারে আমাদের প্রথম উইকেট হারিয়েছিলাম এবং প্রথম ওভারটিও একটি মেডেন ছিল। আমরা সেখানে ছয় বল হারিয়েছি। এটা খুব করা ম্যাচ ছিল। আমরা নো বলের পর জয়ের আশা করেছিলাম। লিভিংস্টোন দুর্দান্ত ইনিংস খেলেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ম্যাচ জিততে পারিনি।”
লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৯৮ রান করতে পারে কিংস। কিংস ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন ৪৮ বলে ৫ চার ও ৯ ছক্কায় অপরাজিত ৯৪ রান করলেও তিনি তার দলকে জেতাতে পারেননি। এই পরাজয়ের পর ১৩ ম্যাচে ১২ পয়েন্ট করে অষ্টম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস দল। এখন তার জন্য প্লে অফে যোগ্যতা অর্জন করা খুবই কঠিন হয়ে পড়েছে।
- হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে শেষ হলো আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফুটবল ম্যাচ
- চরম দু:সংবাদ : অল্পের জন্য রক্ষা পেলো বিমান বাংলাদেশের ৪০০ যাত্রী নিয়ে উড়া বিমান
- শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা নিয়ে আসলো যে সিদ্ধান্ত
- সকলেই সাবধান : আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি
- প্রবাসীরা সাবধান : হতে পারে তিন মাস জেল ও মোটা অঙ্কের জরিমানা
- শিক্ষকদের জন্য দারুন সুখবর : এখন থেকে যত হাজার টাকা বেতন পাবেন শিক্ষকরা
- পিতা যদি সব সম্পত্তি এক সন্তানকে লিখে দেন, তাহলে বাকি সন্তানদের করণীয় কী,জেনেনিন
- প্রকাশ করা হলো জুলাই জাতীয় সনদের খসড়া
- ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার
- সৌদিতে প্রবাসীদের জন্য বড় সুখবর
- ওয়ানডে ক্রিকেট র্যাংকিংয়ে নতুন চমক
- চিরপ্রতিদ্বন্দ্বী দলেই পাড়ি দিচ্ছেন নেইমার
- ছুটি কমছে প্রাথমিক ও মাধ্যমিকের
- নতুন করে আবেদন করলেন বেগম খালেদা জিয়া
- সাব্বিরকে ভুলে যাচ্ছে বিসিবি, ফিরবেন কি এশিয়া কাপে