| ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

ঘরের মাঠে দিল্লির অসহায় আত্মসমর্পণ, আইপিএল থেকে বিদয়

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মে ১৪ ১১:৪৩:২০
ঘরের মাঠে দিল্লির অসহায় আত্মসমর্পণ, আইপিএল থেকে বিদয়

ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৬ তম আসরে গতকাল ১৩ মে দিনের দ্বিতীয় ম্যাচের আসরের ৫৯ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল শক্তিশালী পাঞ্জাব সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটলস। এই ম্যাচটি অনুষ্ঠিত হয় দিল্লির ঘরের মাঠে।

এই দিন পাঞ্জাব কিংসের কাছে হেরে এ বারের আইপিএল থেকে বিদায় নিল দিল্লি ক্যাপিটলস। পাঞ্জাবের প্রভসিমরন সিংহের শতরানের দৌলতে পাঞ্জাব ৩১ রানে হারিয়ে দিল দিল্লিকে। একই সঙ্গে নিজেদের প্লে-অফে ওঠার আশা জিইয়ে রাখল। ১২ ম্যাচে ১২ পয়েন্ট হল পাঞ্জাবের। অন্য দিকে, সমসংখ্যক ম্যাচে আট পয়েন্ট পেয়ে বিদায় নিতে হল অধিনায়ক ডেভিড ওর্নারের দিল্লি।

এই ম্যাচে শুধু প্রভসিমরন নয়, দিল্লির বিরুদ্ধে জয়ে অবদান রয়েছে হরপ্রীত ব্রারেরও। বল হাতে চার ওভারে ৩০ রানে চারটি উইকেট নিয়েছেন তিনি। অন্য দিকে, ব্যাট হাতে শতরান রয়েছে প্রভসিমরনের। দুই ঘরের ছেলের দাপটে জিতল পাঞ্জাব। দিল্লি ডুবল সেই ঘরের ছেলেদের ব্যর্থতার জন্যেই। প্রথমে ব্যাট করে ১৬৭-৭ তোলে পাঞ্জাব। দিল্লি থামল ১৩৬-৮ স্কোরে।

আইপিএলে শনিবার (১৩ মে) আরও একটি শতরান দেখতে পাওয়া গেল। ৬৫ বলে ১০৩ রানের ইনিংস খেললেন প্রভসিমরন। তা সত্ত্বেও পাঞ্জাবের রান ১৬৭-র বেশি উঠল না। সেটা মূলত বাকি ব্যাটারদের চরম ব্যর্থতার কারণেই। এ দিন পাঞ্জাবের ইনিংস আক্ষরিক অর্থের ‘ওয়ান ম্যান শো’। প্রভসিমরনের শতরানের পর দ্বিতীয় সর্বোচ্চ রান ২০! সেই রান করেন স্যাম কারেন। এ ছাড়া পাঞ্জাবের বাকি আর কোনো ব্যাটার ভালো খেলতে পারেননি।

দিল্লির বোলারদের সামনে শুরু থেকেই নড়বড় করছিল পাঞ্জাবের ব্যাটিং। অধিনায়ক শিখর ধাওয়ান ফেরেন দ্বিতীয় ওভারেই। ৫ বলে ৭ রান করে আউট হন ইশান্ত শর্মার বলে। লিয়াম লিভিংস্টোনকেও আউট করেন ইশান্ত। এগিয়ে গিয়ে মারতে গিয়েছিলেন লিভিংস্টোন। অফস্টাম্প উড়ে যায়।

পাঞ্জাবের হয়ে এ মরসুমে ভাল খেলা জিতেশ শর্মাও ৫ রানের বেশি করতে পারেননি। প্রভসিমরনের সঙ্গে কিছুটা জুটি গড়ার চেষ্টা করেছিলেন কারেন। কিন্তু বেশি দূর যায়নি সেই জুটি। কারেনের ইনিংস ছিল খুবই ধীরগতির।

ঘরের মাঠে এই রান তাড়া করা দিল্লির কাছে সহজ হবে বলেই মনে হয়েছিল। কিন্তু তাদের অবস্থা পাঞ্জাবের থেকেও খারাপ। ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নার এবং ফিল সল্ট ৬৯ তুলে দেন মাত্র ৬.২ ওভারে। তার পরেই ব্যাটিং বিপর্যের মুখে পড়ে দিল্লি। ওয়ার্নার বাদে বাকি ব্যাটাররা এলেন আর গেলেন। বহু দিন পরে মারমুখী ইনিংস খেললেন ওয়ার্নার। ২৭ বলে ৫৪ রান করলেন। তিনি ফিরতেই দিল্লির আশা শেষ হয়ে যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

তাসকিনের বিরুদ্ধে করা মারধরের অভিযোগ, এবার যে সিদ্ধান্ত নিলেন সৌরভ

তাসকিনের বিরুদ্ধে করা মারধরের অভিযোগ, এবার যে সিদ্ধান্ত নিলেন সৌরভ

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে করা মারধরের অভিযোগ অবশেষে প্রত্যাহার করে নিয়েছেন তার ...

তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস

তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ সফরে আসার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ গ্রহণ করেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। সব কিছু ...

ফুটবল

‘বিদ্রুপ থেকে নায়ক’: এভারালদোর জোড়া গোলে ইন্টারকে দাপুটে জয়

‘বিদ্রুপ থেকে নায়ক’: এভারালদোর জোড়া গোলে ইন্টারকে দাপুটে জয়

নিজস্ব প্রতিবেদক : এক সময় ব্যর্থতার প্রতীক ছিলেন। ক্লাব বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে নিজ দলের ...

ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন চমক, আসল কারণ জানালেন কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন চমক, আসল কারণ জানালেন কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুম সফরের দ্বিতীয় ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে দলে নেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেওস কুনহা। ওয়েস্ট ...

Scroll to top

রে
Close button