| ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

অবশেষে জানা গেল যে কারণে দুবাইয়ে এশিয়া কাপে আপত্তি বিসিবির

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মে ১২ ১১:৫০:৩৯
অবশেষে জানা গেল যে কারণে দুবাইয়ে এশিয়া কাপে আপত্তি বিসিবির

আসন্ন এশিয়া কাপের ভেন্যু নিয়ে নাটকীয়তা যেন থামছেই না। কাগজে-কলমে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান; তবে সেখানে খেলা হবে কি না, তা নিয়েই শঙ্কা রয়েছে। আর নতুন ভেন্যু কোথায় হচ্ছে, তা-ও এখনও নিশ্চিত না।

পাকিস্তানে যাওয়া নিয়ে ভারতের কিছু বিধিনিষেধ আছে। যার কারণে দেশটিতে খেলতে যেতে রাজি না ভারতীয়রা। অন্যদিকে পাকিস্তানও নিজেদের দেশের বাইরে এশিয়া কাপ আয়োজনে সম্মত না। যদিও হাইব্রিড মডেলের এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তৃতীয় দেশটিতে শুধুমাত্র ভারতের ম্যাচগুলো হবে, আর বাকি সব ম্যাচই পাকিস্তানে আয়োজিত হবে। আর এশিয়া কাপের ভেন্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এক প্রকার ধোঁয়াশায় রয়েছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ডের চেমসফোর্ডে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে বৃহস্পতিবার (১১ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

এশিয়া কাপের ভেন্যুর বিষয়ে তার (জালাল ইউনুস) ভাষ্য, ৫০ ওভারের ম্যাচ আমরা দুবাইতে খেলতে চাচ্ছিলাম না। কারণ, অনেক গরম সেখানে। এইটাই আর কিছু না। আমরা ভেন্যু নিয়ে কিছু বলিনি। আমাদের সামনে বিশ্বকাপ আছে। আমাদের ক্রিকেটারদের চোটের ব্যাপারে চিন্তা-ভাবনা করেই আমরা চাচ্ছিলাম না ৫০ ওভারের ম্যাচ দুবাইতে খেলতে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের দাবি, ৫০ ওভারের ম্যাচ আমরা সেখানে (দুবাই) খেলতে চাচ্ছি না। যদি ২০ ওভারের টি-টোয়েন্টি ম্যাচ হত, সেটা ঠিক ছিল। ৫০ ওভারের ম্যাচ আমরা খেলতে চাচ্ছি না সেখানে (দুবাইতে), সেটা আমরা জানিয়ে দিয়েছি আগেই।

তিনি আরও যোগ করেন, এশিয়া কাপ হবে, আমার মনে হয় হবে। কোনো একটা জায়গায় তো কম্প্রোমাইজিং জায়গায় আসতে হবে। তো সেই জায়গাটা কোথায়, তা নিয়ে আলোচনা তাদের মধ্যে চলছে, ভেন্যু নিয়ে আলোচনা চলছে। এখন ফাইনালি কোথায় (আয়োজন) করবে, এটা তো এখনও তারাই (এসিসি) সিদ্ধান্ত নেয়নি।

এদিকে এশিয়া কাপের আয়োজক হিসেবে শ্রীলঙ্কার নামও এসেছে। এ বিষয়ে জালাল ইউনুসের ভাষ্য, দুবাইতে গরমের কারণে খেলতে রাজি না বিসিবি। বাকিসব ব্যাপারেই রাজি আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

জালাল আরও যোগ করলেন, আসলে বাংলাদেশের চাওয়া ছিল, আমরা গরমে খেলতে চাই না। এখন কোথায় গিয়ে খেলা হয়, কীভাবে হয়; তা এসিসি সিদ্ধান্ত নিবে। দুবাইতে খেলার সমস্যাটা জন্য হচ্ছে গরমের জন্য। আমরা চাই না ক্রিকেটাররা সেখানে খেলে চোটে পড়ুক। এগুলা এড়ানোর জন্যই আমরা সেখানে (খেলতে) চাচ্ছিলাম না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

তাসকিনের বিরুদ্ধে করা মারধরের অভিযোগ, এবার যে সিদ্ধান্ত নিলেন সৌরভ

তাসকিনের বিরুদ্ধে করা মারধরের অভিযোগ, এবার যে সিদ্ধান্ত নিলেন সৌরভ

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে করা মারধরের অভিযোগ অবশেষে প্রত্যাহার করে নিয়েছেন তার ...

তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস

তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ সফরে আসার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ গ্রহণ করেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। সব কিছু ...

ফুটবল

‘বিদ্রুপ থেকে নায়ক’: এভারালদোর জোড়া গোলে ইন্টারকে দাপুটে জয়

‘বিদ্রুপ থেকে নায়ক’: এভারালদোর জোড়া গোলে ইন্টারকে দাপুটে জয়

নিজস্ব প্রতিবেদক : এক সময় ব্যর্থতার প্রতীক ছিলেন। ক্লাব বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে নিজ দলের ...

ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন চমক, আসল কারণ জানালেন কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন চমক, আসল কারণ জানালেন কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুম সফরের দ্বিতীয় ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে দলে নেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেওস কুনহা। ওয়েস্ট ...

Scroll to top

রে
Close button