| ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

‘আমাকে বেশি দৌড়াতে বাধ্য করো না’

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মে ১১ ১৪:৫৫:৩১
‘আমাকে বেশি দৌড়াতে বাধ্য করো না’

এই তারকা ক্রিকেটাররের বয়স এখন ৪১। গত আইপিএল খেলেই অবসরে যাওয়ার পরিকল্পনা ছিল হয়তো তিনি। এ কারণে নেতৃত্বও ছেড়ে দিয়েছিলেন ভারতের অন্যতম সেরা তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজার হাতে। যদিও জাদেজার টানা ব্যর্থতায় আবারও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

এই ভারতীয় সাবেক দলপতি খেলছেন এবারের আইপিএলও। ৮ নম্বরে নেমে প্রায়ই ঝড় তুলছেন এই টুর্নামেন্টের অন্যতম সফল এই অধিনায়ক। যদিও ফিটনেস এবং বয়সের ভার চাইলেও এড়িয়ে যেতে পারছেন না এই উইকেটরক্ষক। আর তাই সতীর্থদের সঙ্গে আলোচনা করে দলের কৌশল এবং নিজের ভূমিকাও ঠিক করে নিয়েছেন তিনি।

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচেও স্বল্প সময়ে নিজের জাত চিনিয়েছেন ধোনি। লো স্কোরিং এই উইকেটে ১২৬ রান তুলতেই ছয় উইকেট হারায় চেন্নাই। আটে নেমে ৯ বলে ২০ রানের ক্যামিও খেলেন ধোনি।

আর তাতে ২০ ওভারে আট উইকেটে ১৬৭ রান তোলে চেন্নাই। এমন পারফরম্যান্সের পর দিল্লিকে ১৪০ রানের বেশি করতেও দেয়নি চেন্নাই। ম্যাচ শেষে তাই আলোচনায় চলে আসে ধোনির সেই ক্যামিও। এই আসরে যা হরহামেশাই করতে দেখা যাচ্ছে তাকে।

আইপিএলের যেকোনো মাঠেই 'ধোনি..ধোনি...' রব তুলছেন ভারতের দর্শকরা। যেকোনো দলের সমর্থকই চাইছেন ধোনির ব্যাটিং দেখতে। অথচ ধোনি নামছেন একদম শেষ ব্যাটার হিসেবে।

এমনটা কেন হচ্ছে, এই প্রশ্নের জবাবে ধোনি ইঙ্গিত দিলেন বয়স, ফিটনেসের বাস্তবতা এবং কৌশলকেই, ‘এটাই আমার কাজ। আমি সবাইকে বলেছি, আমি কী করতে যাচ্ছি। আমাকে বেশি দৌড়াতে বাধ্য কোরো না এবং এটা কাজে লাগছে। দলের জন্য এ কাজই আমার করা প্রয়োজন, অবদান রাখতে পেরে খুশি।’

দলের কৌশলগত পজিশনে ব্যাটিং করে অবশ্য দারুণ সফল বলা যায় ধোনিকে। এখন পর্যন্ত ৮ ইনিংস ব্যাটিং করে ধোনি রান করেছেন ৪৮ গড় আর ২০২ স্ট্রাইক রেটে!

এদিকে ধোনি একেবারে শেষের দিকে ব্যাটিং করায় মধুর সমস্যায় আছেন চেন্নাইয়ের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও। ব্যাটিং অর্ডারে ধোনির ঠিক আগেই ব্যাটিংয়ে নামেন জাদেজা। তাই জাদেজা উইকেটে আসতে আসতেই গ্যালারি থেকে ‘ধোনি...ধোনি...’ রব আরও বেড়ে যায়।

দিল্লির বিপক্ষে জয়ের পর তিনি বলেন, ‘আমি যখন সাত নম্বরে ব্যাটিং করি, দর্শকেরা হতাশ হয়ে মাহি (ধোনি) ভাইয়ের নামে স্লোগান তোলে। কল্পনা করুন, আমি যদি আরও আগে ব্যাটিং করি, তাহলে তারা শুধু আমার আউট হওয়ার অপেক্ষায় থাকবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

তাসকিনের বিরুদ্ধে করা মারধরের অভিযোগ, এবার যে সিদ্ধান্ত নিলেন সৌরভ

তাসকিনের বিরুদ্ধে করা মারধরের অভিযোগ, এবার যে সিদ্ধান্ত নিলেন সৌরভ

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে করা মারধরের অভিযোগ অবশেষে প্রত্যাহার করে নিয়েছেন তার ...

তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস

তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ সফরে আসার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ গ্রহণ করেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। সব কিছু ...

ফুটবল

‘বিদ্রুপ থেকে নায়ক’: এভারালদোর জোড়া গোলে ইন্টারকে দাপুটে জয়

‘বিদ্রুপ থেকে নায়ক’: এভারালদোর জোড়া গোলে ইন্টারকে দাপুটে জয়

নিজস্ব প্রতিবেদক : এক সময় ব্যর্থতার প্রতীক ছিলেন। ক্লাব বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে নিজ দলের ...

ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন চমক, আসল কারণ জানালেন কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন চমক, আসল কারণ জানালেন কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুম সফরের দ্বিতীয় ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে দলে নেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেওস কুনহা। ওয়েস্ট ...

Scroll to top

রে
Close button