| ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

শীর্ষে ওঠা পাকিস্তানের ভুল ধরিয়ে দিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মে ০৭ ২২:২৫:০৫
শীর্ষে ওঠা পাকিস্তানের ভুল ধরিয়ে দিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার

চলতিবছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বস্তে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপ শুরুর আগে দারুণ ফর্মে আছে পাকিস্তান। ওয়ানডে ফরম্যাটে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে বাবর আজমের দল।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের সেরা দশেই আছে পাকিস্তান ক্রিকেট দলের তিন ব্যাটার। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত তাদের বোলিং লাইনআপও। কিউইদের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম চার ম্যাচেই জয় পাওয়া পাকিস্তানের সামনে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার সুযোগ। তারপরও দলটায় খুঁত খুঁজে পেয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার মার্ক বুচার।

দিন কয়েক আগেই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে দারুণ ফর্মে পাকিস্তানের ব্যাটাররা। তাদের অসাধারণ নৈপুণ্যের কারণে পাত্তাই পাচ্ছে না নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম চার ম্যাচই জিতে নিয়েছে পাকিস্তান। গোটা সিরিজেই ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়েছেন ফখর জামান, বাবর আজমরা।

পাকিস্তানের ওয়ানডে দলে ওপেনিংয়ের স্লটে জায়গা নিশ্চিত ফখর জামান-ইমাম উল হকের। ওয়ানডাউনে নামা বাবর আজম তো এই ফরম্যাটের সেরাদের তালিকার একদম ওপরের দিকে থাকবেন। ৫০ ওভারের সংস্করণের সবশেষ ১৭ ইনিংসের মধ্যে ১৪টিতেই বাবর ৫০ বা তার চেয়ে বেশি রান করেছেন। সম্প্রতি তো হাশিম আমলার রেকর্ড ভেঙে গড়েছেন ওয়ানডের দ্রুততম পাঁচ হাজার রানের রেকর্ড। এই মুহূর্তে টপঅর্ডার নিয়ে পাকিস্তানের চেয়ে নির্ভাবনায় আর কে থাকতে পারে!

তবে চিন্তার জায়গাটা মিডলঅর্ডার। উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ছাড়া কেউই এই জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। আগা সালমান, শান মাসুদরা এখনও আছেন দলে আসা-যাওয়ার মধ্যেই। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মার্ক বুচারও ঠিকই ধরতে পেরেছেন পাকিস্তানের সমস্যার জায়গাটা।

উইজডেনের সাপ্তাহিক পডকাস্টে বুচার বলেন, 'পাকিস্তান বিস্ফোরক দল। তাদের টপঅর্ডার দুর্দান্ত। ফখর, বাবর, ইমাম সবাই ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে আছেন। তবে তাদের মিডলঅর্ডার নিখুঁত নয়। পাঁচ, ছয় ও সাত নম্বর এবং ফিনিশার রোলে ও অলরাউন্ডার হিসেবে কাদের খেলাবে, সেটা এখনও তারা ঠিক করতে পারেনি।'

মিডলঅর্ডার বাদে পাকিস্তান দলে অবশ্য আর কোনো সমস্যা দেখেন না বুচার। নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সিরিজে ধারাভাষ্য দিতে এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করা ইংল্যান্ডের হয়ে ৭১ টেস্ট খেলা বুচার আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের ভালো সম্ভাবনাই দেখছেন। প্রশংসা করলেন পাকিস্তানের বোলিং অ্যাটাকেরও।

তিনি বলেন, 'পাকিস্তানের বোলিংটাও বিস্ফোরক, পেসারদের যে কম্বিনেশনই তারা খেলাক না কেন। লেগ স্পিনিং অলরাউন্ডার হিসেবে শাদাব খানও দুর্দান্ত। নিজেদের দিনে তারা যে কাউকে হারাতে পারে। আমার মনে হয়, বিশ্বকাপে তাদের ভালো সুযোগ আছে।'

ক্রিকেট

মহারাজ ও ম্লাবার বড় জয়, সিএসএ বর্ষসেরা পুরস্কার পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ

মহারাজ ও ম্লাবার বড় জয়, সিএসএ বর্ষসেরা পুরস্কার পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (CSA) ২০২৪-২৫ মৌসুমের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলো ছড়ালেন দুই ...

ইংল্যান্ড বনাম ভারত ৫ম টেস্ট : ভারতের স্কোর আপডেট

ইংল্যান্ড বনাম ভারত ৫ম টেস্ট : ভারতের স্কোর আপডেট

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছে ইংল্যান্ড বনাম ভারতের মধ্যকার ৫ম ও শেষ ...

ফুটবল

‘বিদ্রুপ থেকে নায়ক’: এভারালদোর জোড়া গোলে ইন্টারকে দাপুটে জয়

‘বিদ্রুপ থেকে নায়ক’: এভারালদোর জোড়া গোলে ইন্টারকে দাপুটে জয়

নিজস্ব প্রতিবেদক : এক সময় ব্যর্থতার প্রতীক ছিলেন। ক্লাব বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে নিজ দলের ...

ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন চমক, আসল কারণ জানালেন কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন চমক, আসল কারণ জানালেন কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুম সফরের দ্বিতীয় ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে দলে নেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেওস কুনহা। ওয়েস্ট ...

Scroll to top

রে
Close button