| ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

জানলে অবাক হবেনঃ আইপিএলের বেঞ্চে পড়ে আছে ২৬ কোটির বশি দামের ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মে ০৭ ১৬:৪৬:১৭
জানলে অবাক হবেনঃ আইপিএলের বেঞ্চে পড়ে আছে ২৬ কোটির বশি দামের ক্রিকেটার

মানুষের দৈনন্দিন জীবনে ২৬ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার ৭৭০ টাকা—অঙ্কটা মোটেই ছোট নয়। তবে এই টাকা যদি হয় আইপিএলের মতো আসরে এই টাকাটা আর এমন কী! আপাতদৃষ্টিতে কিন্তু তাই মনে হচ্ছে। আর সেই কারণেই বোধ হয় এবারের আইপিএলে এখন পর্যন্ত ‘বেঞ্চে’ই রাখা আছে এত টাকা দরের এক ক্রিকেটার!

আইপিএলের এবারের ১৬ তম আসরে এখন পর্যন্ত দর্শক হয়ে থাকতে হয়েছে কুইন্টন ডি কক, জো রুটের মতো তারকা ক্রিকেটারদের। শুধু এই দুজনই নন, এখন পর্যন্ত মাঠেই নামেননি আরও ১০ জন বিদেশি ক্রিকেটার।

যাঁদের অনেককেই আবার মোটামুটি বড় অঙ্কের টাকা দিয়ে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। ডি কক, রুটের মতো কারা এখনো মাঠে নামতে পারেননি, সেই নামগুলো একটু দেখে নেওয়া যাক—ম্যাথু ওয়েড, ড্যানিয়েল স্যামস, ওডিন স্মিথ, ফিন অ্যালেন, ব্রেভিস, দাসুন শানাকা, ওবেড ম্যাকয়, ডনোভান ফেররেইরা, লুঙ্গি এনগিডি, ক্রিস জর্ডান। দলের কম্বিনেশনের কারণেই মূলত এই এক ডজন ক্রিকেটার সুযোগ পাচ্ছেন না। এদের কিনতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মোট খরচ ২৬ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার ৭৭০ টাকা।

এদের মধ্যে ডি ককের সুযোগ না পাওয়াটাই সবচেয়ে অপ্রত্যাশিত। লক্ষ্ণৌর হয়ে গত মৌসুমে ৫০০ রানের বেশি করা এই ওপেনারের জায়গায় সুযোগ পেয়ে ওপেনিং পজিশনটা নিজের করে নিয়েছেন কাইল মায়ার্স। রুট নিয়মিত রাজস্থানের একাদশে সুযোগ পাবেন না, সেটা অনুমিতই ছিল। তবে জস বাটলার, শিমরন হেটমায়ারের ভিড়ে একটা ম্যাচেও খেলতে পারবেন না, সেটা একটু অবাক করা ঘটনাই বটে।

শানাকা আইপিএলে সুযোগ পেয়েছিলেন কেইন উইলিয়ামসনের চোটের কারণে। আইপিএলের প্রথম ম্যাচেই চোটে পড়েছিলেন উইলিয়ামসন। তাঁর জায়গায় গুজরাট দলে নেয় শানাকাকে। তবে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ককে মাঠেই নামাতে পারেনি হার্দিক পান্ডিয়ার দল।

গুজরাট সুযোগ দিতে পারেনি অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েডকে। সবচেয়ে বেশি ৩ জন অব্যবহৃত ক্রিকেটার আছেন রাজস্থান (রুট, ফেররেইরা, ম্যাকয়) ও গুজরাটে (ওয়েড, শানাকা, স্মিথ)। ব্রেভিস ও জর্ডান মুম্বাইয়ের একাদশে এখনো সুযোগ পাননি। নিলামে অবিক্রীত থাকলেও বদলি হিসেবে জর্ডানকে দলে নিয়েছে মুম্বাই। চেন্নাই, কলকাতা, পাঞ্জাব, হায়দরাবাদ তাদের সব বিদেশি ক্রিকেটারদেরই এখন পর্যন্ত খেলিয়েছে।

নিলামের টেবিলে ঝড় তুলেছেন, কিন্তু ম্যাচ খেলেছেন কয়েকটি, এমন উদাহরণও আছে। ইংলিশ তারকা বেন স্টোকসের কথাটাই ধরা যাক। ১৬ কোটি ২৫ লাখ রুপিতে স্টোকসকে দলে নিয়েছিল চেন্নাই। তবে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক চেন্নাইয়ের হয়ে খেলেছেন মাত্র দুটি ম্যাচ। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসের মতো তরুণ আক্রমণাত্মক ক্রিকেটার খেলতে পেরেছেন মাত্র ১ ম্যাচ। আদিল রশিদদেরও ঠিকানা হয়েছে বেঞ্চ।

আইপিএলে তারকারা শুধু খেলছেনই না, বেঞ্চও গরম করছেন। একাদশে কিংবা ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে কে খেলছেন, সেটা যেমন কৌতূহলের কারণ হয়েছে, তেমনি কারা বেঞ্চে আছেন, সেদিকে চোখ রাখাও তো এখন কম আগ্রহের নয়!

ক্রিকেট

মহারাজ ও ম্লাবার বড় জয়, সিএসএ বর্ষসেরা পুরস্কার পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ

মহারাজ ও ম্লাবার বড় জয়, সিএসএ বর্ষসেরা পুরস্কার পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (CSA) ২০২৪-২৫ মৌসুমের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলো ছড়ালেন দুই ...

ইংল্যান্ড বনাম ভারত ৫ম টেস্ট : ভারতের স্কোর আপডেট

ইংল্যান্ড বনাম ভারত ৫ম টেস্ট : ভারতের স্কোর আপডেট

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছে ইংল্যান্ড বনাম ভারতের মধ্যকার ৫ম ও শেষ ...

ফুটবল

‘বিদ্রুপ থেকে নায়ক’: এভারালদোর জোড়া গোলে ইন্টারকে দাপুটে জয়

‘বিদ্রুপ থেকে নায়ক’: এভারালদোর জোড়া গোলে ইন্টারকে দাপুটে জয়

নিজস্ব প্রতিবেদক : এক সময় ব্যর্থতার প্রতীক ছিলেন। ক্লাব বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে নিজ দলের ...

ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন চমক, আসল কারণ জানালেন কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন চমক, আসল কারণ জানালেন কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুম সফরের দ্বিতীয় ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে দলে নেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেওস কুনহা। ওয়েস্ট ...

Scroll to top

রে
Close button