ওয়ার্নারকে আঙুল তুলে স্লেজিং, সিরাজের কাণ্ডে ফের উত্তপ্ত আইপিএল

প্রতিটি ম্যাচে প্রায় বিতর্ক যেন পিছু ছাড়ছে না রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। মাঠে খেলতে কোহলির বেঙ্গালুরুরের খেলতে নামলেই সংঘাতময় পরিস্থিতি তৈরি হচ্ছে। প্ৰথম লেগের আসরের অন্যতম শক্তিশালী দল দিল্লি ক্যাপিটালস বনাম আরসিবি ম্যাচে শীতল লড়াই লেগে গিয়েছিল কোহলি-সৌরভের। এরপর গত সোমবার এবারের আসরের সেই কুখ্যাত আরসিবি বনাম লখনৌ ম্যাচের উদাহরণ তো হাতেগরমে যেখানে কোহলি, নভিন উল হক এবং গৌতম গম্ভীরকে জড়িয়ে কেলেঙ্কারি ঘটেছিল লখনৌয়ের একানা স্টেডিয়ামে।
সেই ম্যাচের রেশ কাটতে না কাটতে একই পরিস্থিতি তৈরি হল শনিবার দিল্লি বনাম আরসিবি ম্যাচে আরও একবার। ফের একবার স্লেজিংয়ে জড়িয়ে গেল মহম্মদ সিরাজের নাম। আরসিবির ১৮২ রান চেজ করতে নেমে ব্যাট হাতে সাইক্লোন তুলেছিলেন দিল্লির দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ফিল সল্ট। দুজনেই পাওয়ার প্লে-তে চড়াও হয়েছিলেন মহম্মদ সিরাজের ওপর। এতেই মেজাজ হারিয়ে বসেন হায়দরাবাদি স্পিডস্টার। সিরাজ সরাসরি উত্যক্ত করতে থাকেন দিল্লির দুই ওপেনারকে। প্রথমে সল্টকে স্লেজিং করে বসেন সিরাজ। এরপরে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে যায় ডেভিড ওয়ার্নার সিরাজকে পাল্টা দেওয়ার পর। শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত করেন আরসিবি ক্যাপ্টেন দু প্লেসিস এবং আম্পায়াররা।
ঘটনা হল, ঠিক একইভাবে সিরাজ গত সোমবার নভিন-গম্ভীর বনাম কোহলি সংঘাতের সূত্রপাত করেন। সিরাজই বিতর্কবিদ্ধ সেই ম্যাচে প্ৰথমে স্লেজিং করতে থাকেন নভিন উল হককে। তারপরে নভিন পাল্টা দেওয়ার পরেই আসরে নেমে পড়েন সেই ম্যাচে নেতৃত্ব দেওয়া কোহলি।
কোহলির গালিগালাজের মুখে পড়ে যান নভিন। ঝামেলার এক পর্যায়ে নভিন-কে জুতোও দেখিয়ে বসেন কোহলি। পাল্টা দেন আফগান তারকা-ও। তারপরের ঘটনা সকলের কাছেই কমবেশি জানা। কীভাবে করমর্দনের সময় নভিন পাল্টা দেবেন কোহলিকে। কাইল মায়ের্স সরাসরি কোহলির কাছে জানতে চান কেন তিনি নভিনকে গালাগালি দেন। যার প্রত্যুত্তরে কোহলি কুৎসিত গালি দেন আফগান সিমারকে লক্ষ্য করে। এরপরেই গোটা ঘটনায় গম্ভীরের প্রবেশ। এবং পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যাওয়া।
যাইহোক, শনিবার স্লেজিং করেও সুবিধা করতে পারেননি সিরাজ। আরসিবির ১৮২ রানের টার্গেট চেজ করে ২০ বল বাকি থাকতে হয় ছিনিয়ে নেয় দিল্লি ক্যাপিটালস। ফিল সল্ট ৪৫ বলে ৮৭ রানের বিষ্ফোরক ইনিংস খেলে যান। ডেভিড ওয়ার্নার (২২), মিচেল মার্শ (২৬) এবং রিলি রসৌ (৩৫) জয় আরও সহজ করে দেন ক্যাপিটালসের। প্ৰথম পাঁচ ম্যাচ হারের পর দিল্লি আপাতত শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেল।
- ডাকসু ভোটে লড়াই জমে উঠেছে: জমজমাট প্রার্থী তালিকা
- যে ৩৯টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন হচ্ছে,দেখেনিন তালিকা
- সেনানিবাসে সাবেক আইজিপির পালানোর চমকপ্রদ কৌশল ফাঁস
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ব্রাজিল ও উরুগুয়ের সেমি-ফাইনাল ম্যাচ
- বেতন নিয়ে পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর
- মেসির জাদুতে শেষ হলো ইন্টার মায়ামির নাটকীয় ম্যাচ
- হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও কলম্বিয়া,জেনেনিন সময়
- ৩৯টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন: নির্বাচন কমিশনের খসড়া চূড়ান্ত
- আজকের সিঙ্গাপুর ডলারের রেট কত, কোথায় মিলছে সর্বোচ্চ দাম
- প্রবাসীদের জন্য দারুন সুখবর : নতুন ভিসা চালু করলো সৌদি আরব
- কোপা আমেরিকা ২০২৫: ফাইনালে যে দলের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল
- দারুন সুখবর : দেড় বছর পর ফিরলেন সাবেক অধিনায়ক
- ক্রিকেটবিশ্বে নতুন ইতিহাস : অধিনায়ক ছাড়াই খেলবে ইংল্যান্ড
- বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হ‘ত্যা, অভিযুক্ত নেতাকর্মীরা
- খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহন নিয়ে পাওয়া গেলো নতুন খবর