| ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

শিরোপা জয়ে জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা, দেখে নিন হিসাব নিকাশ

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ এপ্রিল ১৮ ১১:০৬:৫৭
শিরোপা জয়ে জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা, দেখে নিন হিসাব নিকাশ

চার মাস আগে গত বছর শেষের দিকে শেষ হওয়া কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়েছে মেসি-দিবালার আর্জেন্টিনা। স্বপ্ন পূরণ হয়েছে বর্তমান সময়ের বিশ্বসেরা ফুটবলার মেসির। কাতার বিশ্বকাপের সেই ছন্দ এখন পর্যন্ত ধরে রেখেছে মেসির আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের দুইটি প্রীতি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। মেসিদের পাশাপাশি উড়ছে মেসির উত্তরসূরীরা।

তবে অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের সমীকরণ জটিল করল মেসির দিবালার উত্তরসূরি আর্জেন্টিনার যুবারা। ফাইনাল রাউন্ডে নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ড্র করে মাঠ ছেড়েছে মেসি-দিবালার উত্তরসূরীরা।

এর আগে অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে রীতিমতো উড়ছিল আর্জেন্টিনা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল রাউন্ড নিশ্চিত করার পর এগোচ্ছিল শিরোপার দিকেও। লক্ষ্য ছিল পঞ্চম শিরোপা জয়। কিন্তু টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডের তৃতীয় ম্যাচে ড্র করে সেই সমীকরণ কিছুটা কঠিন করে ফেলল আলবিসেলেস্তারা।

মঙ্গলবার ইকুয়েডরের এস্তাদিও দে লিগা দেপোর্টিভা ইউনিভার্সিটিরিয়ায় প্যারাগুয়ের মুখোমুখি হয় আর্জেন্টিনা। এ ম্যাচে ০-০ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে আগামী দিনের মেসি-ডি মারিয়ারা।

এদিন গোলের জন্য মরিয়া আর্জেন্টাইন যুবারা প্যারাগুয়ের গোলপোস্টে ২৯টি শট নেয়। যার ১০টিই ছিল টার্গেটে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। অন্যদিকে প্যারাগুয়ের নেয়া ১২টির মধ্যে ৩টি ছিল টার্গেটে।

শেষ পর্যন্ত উভয় দল গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে। এ ড্রয়ের ফলে তিন ম্যাচ শেষে ২ জয় ও এক ড্রয়ে আর্জেন্টিনার সংগ্রহ হলো ৭ পয়েন্ট। ফাইনাল রাউন্ডের তিন ম্যাচ শেষে স্বাগতিক ইকুয়েডর, ব্রাজিল ও আর্জেন্টিনা ৭ পয়েন্ট সংগ্রহ করেছে। কিন্তু গোল গড়ে ইকুয়েডর শীর্ষস্থানে অবস্থান করছে। আর্জেন্টিনা রয়েছে দ্বিতীয় ও ব্রাজিল তৃতীয় স্থানে।

আর্জেন্টিনা স্বাগতিক ইকুয়েডরের মুখোমুখি হবে ২০ এপ্রিল নিজেদের চতুর্থ ম্যাচে। আর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলতে নামবে আগামী ২৩ এপ্রিল পঞ্চম ও শেষ ম্যাচে।

উল্লেখ্য, ফাইনাল রাউন্ড নিশ্চিত করা ছয়টি দলই মুখোমুখি হবে একে অপরের। প্রতিটি দলের থাকবে পাঁচটি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। আর দ্বিতীয় স্থানে থাকা দল হবে রানার্সআপ। বাকি চার দলের মধ্যে যথায়ক্রমে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণ হবে।

ক্রিকেট

টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)

টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)

আজকের দিনটিতে টিভি পর্দায় জমজমাট খেলার সম্ভার থাকছে ক্রিকেট ও ফুটবলের দারুণ সব ম্যাচ নিয়ে। ...

আইসিসির নতুন র‍্যাঙ্কিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

আইসিসির নতুন র‍্যাঙ্কিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

ক্রিকেট দুনিয়ায় আবারও হতাশ করল বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সোমবার তাদের বাৎসরিক র‍্যাঙ্কিং প্রকাশ ...

ফুটবল

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ করতে চেয়েও এখনও পর্যন্ত সফল হয়নি ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে