| ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

নতুন এক বিশ্বরেকর্ড গড়লেন বাবর আজম

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ এপ্রিল ১৬ ১৩:০১:৫৬
নতুন এক বিশ্বরেকর্ড গড়লেন বাবর আজম

ঘরের মাঠে চলছি পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ এখন পর্যন্ত এগিয়ে আছে পাকিস্তান। ইতিমধ্যে শেষ হয়েছে সিরিজের দুটি ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচে জয় পায় স্বাগতিক পাকিস্তান। তবে সিরিজের ২য় ম্যাচেও ৩৮ রানের জয় পেয়েছে বাবর আজমরা। এর ফলে সিরিজে ২-০তে এগিয়ে গেল পাকিস্তান।

দ্বিতীয় ম্যাচের এই দিনে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান ইনিংসের শেষ বলের ঘটনা। প্রতিপক্ষে জিমি নিশাম বল করার জন্য তৈরি। স্ট্রাইকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। নিশাম বলটি ফেললেন অফ স্টাম্পের বাইরে। বাবর খেললেন কভারের উপর দিয়ে। বল গড়িয়ে সোজা বাউন্ডারি লাইন পার করে গেল। চার হতেই লাফিয়ে উঠলেন পাকিস্তান দলের এই নিয়মিত অধিনায়ক বাবর। উচ্ছ্বাসে ভাসলেন ডাগআউটে থাকা পাকিস্তান দলের খেলোয়াড়রাও। হবে নাই বা কেন। এই চার মেরে বাবর যে বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন।

গতকাল নিজেদের ইনিংসের শেষ বলে জিমি নিশামকে চার মেরে বাবর স্পর্শ করেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। এই তিনটি সেঞ্চুরিই তিনি করেছেন পাকিস্তান দলের অধিনায়ক হিসেবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে তিন সেঞ্চুরির রেকর্ড গড়ে ফেললেন বাবর আজম। যে রেকর্ড আর কারও নেই। দু'টি করে সেঞ্চুরির হাত ধরে এত দিন বাবরের সঙ্গে যৌথ ভাবে শীর্ষে ছিলেন ভারতের রোহিত শর্মা এবং সুইৎজারল্যান্ডের ফাহিম নাজির। এ দিন বাবর টপকে গেলেন রোহিত এবং ফাহিমকে।

এ দিকে টি-২০ তে প্লেয়ার হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির নিরিখে বাবর আজম রয়েছেন দুইয়ে। শীর্ষে রয়েছেন ভারতের রোহিত শর্মা। রোহিত প্লেয়ার হিসেবে মোট ৪টি টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছেন। আর বাবর আজম টি-টোয়েন্টিতে করেছেন মোট ৩টি শতরান। এ ছাড়াও চেক প্রজাতন্ত্রের সাবাউন দাভিজি, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, নিউজিল্যান্ডের কলিন মুনরো এবং ভারতের সূর্যকুমার যাদবের ৩টি করে শতরান রয়েছে। তবে এঁদের মধ্যে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করেছেন বাবরই। তিনি ৩০টি অর্ধশতরান করেছেন। রোহিত করেছেন ২৯টি। বাকিরা অনেকটাই পিছিয়ে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই তিন নম্বর সেঞ্চুরির সুবাদে, সব ধরনের টি-টোয়েন্টি ম্যাচ মিলিয়ে বাবর আজম দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন। ক্রিস গেইলের ২২টি সেঞ্চুরির পর বাবরের ৯টি সেঞ্চুরিই দ্বিতীয় সর্বোচ্চ।

বাবরের সেঞ্চুরির বিশ্ব রেকর্ডের রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৮ রানে জয়ও পেয়েছে পাকিস্তান। বাবরের অপরাজিত ১০১ এবং মহম্মদ রিজওয়ানের ৫০ রানে ভর করে পাকিস্তান প্রথমে ব্যাট করে করেছিল ৪ উইকেটে ১৯২ রান। রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস থেমে যায় ৭ উইকেটে ১৫৪ রানে।

কিউয়িদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮৮ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল পাকিস্তান। একদিন পর যেন সেখান থেকেই শুরু করেন বাবর-রিজওয়ান। দু'জনে ওপেনিং জুটিতে করেন ৯৯ রান।

ক্রিকেট

তামিমকে নিয়ে নির্বাচন উত্তাপ, মুখ খুললেন ক্রিকেটাররা

তামিমকে নিয়ে নির্বাচন উত্তাপ, মুখ খুললেন ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা তামিম ইকবাল কি এবার ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি হচ্ছেন? ...

তামিম হচ্ছেন নতুন সভাপতি, যা বলছে অন্য ক্রিকেটাররা

তামিম হচ্ছেন নতুন সভাপতি, যা বলছে অন্য ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম তামিম ইকবাল। সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ...

ফুটবল

নেইমারের জোড়া গোল, আলো ছড়ালেন সান্তোস সুপারস্টার

নেইমারের জোড়া গোল, আলো ছড়ালেন সান্তোস সুপারস্টার

নিজস্ব প্রতিবেদক : ব্রাজিলিয়ান লিগে দুর্দান্ত ফর্মে রয়েছেন নেইমার। সোমবার রাতে সাও পাওলোর মরুম্বিস স্টেডিয়ামে ...

ব্রাজিলে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন নেইমার

ব্রাজিলে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন নেইমার

নিজস্ব প্রতিবেদক : ব্রাজিলের মাটিতে খেলতে নেমেই আবারও ইতিহাস গড়লেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান ঘরোয়া লিগ ...

Scroll to top

রে
Close button