| ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

রাজস্থানের কাছে ম্যাচ হেরে সরাসরি যে বিষয়টাকে দায়ি করলেন চেন্নাইয়ের অধিনায়ক ধোনি

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ এপ্রিল ১৩ ১০:৩২:৫২
রাজস্থানের কাছে ম্যাচ হেরে সরাসরি যে বিষয়টাকে দায়ি করলেন চেন্নাইয়ের অধিনায়ক ধোনি

গতকাল ১২ এপ্রিল ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট হাস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬ তম আসরের ১৭ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়েল বনাম চেন্নাই সুপার কিং। গত কালকের আগ পর্যন্ত এই দুই দল আইপিএলের ১৬ তম আসরে দুটি করে ম্যাচ কে জিতেছিল।

এই ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৩ উইকেটের হার নিয়ে মাঠ ছেড়েছে চেন্নাই সুপার কিংসের ধোনিদের। আর একটা নিয়মিত ঘটনা ম্যাচ হারার পরে অনেক ক্যাপ্টেনই ব্যর্থতার কারণ জানাতে গিয়ে কাঠগড়ায় তোলেন দলের বোলার অথবা ব্যাটসম্যানদের। তবে ম্যাচ শেষে চিপকে রাজস্থান রয়্যালসের কাছে হেরে ওঠার পরে ধোনি যেভাবে ব্যাটসম্যানদের মুণ্ডপাত করলেন, তাতে ক্যাপ্টেন কুল ক্রমশ ক্যাপ্টেন হট হয়ে উঠছেন বলা যায়।

এর আগে বোলারদের বড্ড বেশি নো-ওয়াইড করা নিয়ে ধোনিকে প্রকাশ্যেই হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল যে, ‘হয় অতিরিক্ত বল করা কমাও, নতুবা অন্য কোনও ক্যাপ্টেনের অধীনে খেলতে হবে।’ এবার রাজস্থানের কাছে হারের জন্য ব্যাটসম্যানদের দায়ি করে ধোনিকে রীতিমতো তিরস্কার করতে শোনা যায়।

৩ রানের লজ্জার হারের পরে চেন্নাই অধিনায়ক এটাও স্পষ্ট করে দেন যে, ব্যাটসম্যানরা চার-ছক্কার ফুলঝুরি ফোটাতে না পারায় তাঁর কোনও আক্ষেপ নেই। বরং তাঁর রাগ ব্যাটাররা সিঙ্গল নিতে না পারায়। সহজেই রান তোলা সম্ভব এমন পরিস্থিতিতে সিএসকের ব্যাটসম্যানরা বড্ড বেশি ডট বল খেলেন। যার ফলেই চেন্নাইকে হারতে হয় বলে দাবি ধোনির।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোনি বলেন, ‘পিচে স্পিনারদের জন্য তেমন কোনও সাহায্য ছিল না। তা সত্ত্বেও মাঝের সময়টায় ব্যাটসম্যানরা বড্ড বেশি ডট বল খেলে। যদি পিচে বল থমকে আসত অথবা বল ঘুরত, তাহলেও না হয় মেনে নেওয়া যেত। তবে তেমন কোনও পরিস্থিতি ছিল না। হতে পারে ওদের অভিজ্ঞ স্পিনাররা বল করছিল। তবে এত শিশিরে বোলারেদর কাজ কঠিন হয়ে দাঁড়ায়। ব্যাট করা সহজ ছিল। তবু সিঙ্গল নিয়ে স্কোরবোর্ড চালু রাখা গেল না। ম্যাচে এর প্রভাব পড়ে। শেষমেশ এত ডট বল খেলার জন্যই হারতে হয়।’

ধোনিকে যে ব্যক্তিগত মাইলস্টোন কখনও তেমন ভাবায় না, সেটা বোঝা গেল আরও একবার। চেন্নাইকে ২০০তম আইপিএল ম্যাচে নেতৃত্ব দিতে নামার প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘মাইলস্টোন নিয়ে আমার কখনও মাথাব্যথা থাকে না। ১৯৯ আর ২০০ ম্যাচের মধ্যে কোনও তফাৎ নেই। এই মাইলস্টোনগুলি এটা বুঝিয়ে দেয় যে, আমি কত দীর্ঘদিন ধরে খেলছি। ঈশ্বরকে ধন্যবাদ আমাকে এত দীর্ঘ সময় ধরে খেলার উপযোগী রাখার জন্য।’

উল্লেখ্য, বুধবার চিপকে শুরুতে ব্যাট করে রাজস্থান রয়্যালস ৮ উইকেটে ১৭৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭২ রানে আটকে যায়। ধোনি ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন।

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ সহ টিভিতে আজকের খেলার সময়সূচি

বাংলাদেশের ম্যাচ সহ টিভিতে আজকের খেলার সময়সূচি

নিজস্ব প্রতিবেদক: আজকের দিনটি খেলাধুলার ভক্তদের জন্য দারুণ কিছু উত্তেজনার বার্তা নিয়ে এসেছে। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ...

এশিয়া কাপ ২০২৫: এশিয়া পাকের স্কোয়াড ঘোষণা করল আফগানিস্তান

এশিয়া কাপ ২০২৫: এশিয়া পাকের স্কোয়াড ঘোষণা করল আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫-এর আগে বড় চমক দিয়ে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ...

ফুটবল

নেইমারের জোড়া গোল, আলো ছড়ালেন সান্তোস সুপারস্টার

নেইমারের জোড়া গোল, আলো ছড়ালেন সান্তোস সুপারস্টার

নিজস্ব প্রতিবেদক : ব্রাজিলিয়ান লিগে দুর্দান্ত ফর্মে রয়েছেন নেইমার। সোমবার রাতে সাও পাওলোর মরুম্বিস স্টেডিয়ামে ...

তিন বছর পর নেইমারের দুর্দান্ত প্রত্যাবর্তন

তিন বছর পর নেইমারের দুর্দান্ত প্রত্যাবর্তন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ইনজুরি, বিতর্ক আর ধারাবাহিকতা হারিয়ে হারিয়ে খুঁজছিলেন নিজেকে। কিন্তু এবার হয়তো নিজ ...

Scroll to top

রে
Close button