| ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

সূর্যকে ফর্মে ফেরার উপায় বাতলে দিলেন ভারতের প্রাক্তন কোচ শাস্ত্রী

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ এপ্রিল ১২ ১১:৫৭:১৯
সূর্যকে ফর্মে ফেরার উপায় বাতলে দিলেন ভারতের প্রাক্তন কোচ শাস্ত্রী

আইপিএলের ১৬ তম আসরের শুরুটা একেবারেই ভালো হয়নি ভারতের তারকা ব্যাটার সূর্যকুমার যাদবের। ২০২২ সালে উড়তে থাকা সূর্যের ব্যাটে চলতি বছরে নেই কোন ধারাবাহিকতা‌। কীভাবে রান করতে হয় তাই যেনে একরকম ভুলে গিয়েছেন এই ব্যাটার। ঘরের‌ মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে একটিও রান করতে পারেননি। তার উপর তিন ম্যাচেই প্রথম বলে আউট অর্থাৎ 'গোল্ডেন ডাক ' হয়েছিলেন তিনি। আইপিএলেও এখন পর্যন্ত তিন ম্যাচে তিনি করেছেন ১৫, ১ এবং শূন্য।

আশা করা হয়েছিল দিল্লির বিরুদ্ধে হয়তো ফর্মে ফিরবেন তিনি। কিন্তু সেখানেও হতাশ করেছেন সূর্য। মঙ্গলবারের ম্যাচে মুকেশ কুমারের বলে কুলদীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে প্রথম বলেই 'গোল্ডেন ডাক আউট হয়েছেন তিনি। এমন অবস্থায় সূর্য কীভাবে ফর্মে ফিরতে পারেন তার একটা উপায় বাতলে দিয়েছেন প্রাক্তন ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রী। তাঁর সোজা সাপটা দাওয়াই। তাড়াহুড়ো করলে হবে না। ধৈর্য্য ধরতে হবে। তবেই ফর্মে ফিরতে পারবেন সূর্যকুমার যাদব।

২২ গজে ব্যাট করতে নেমেই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বোলারদের আক্রমণ করে খেলেন সূর্যকুমার যাদব। ফলে একটা সময়ে যেমন তাড়াতাড়ি রান করতে পেরেছেন এখন তেমনি ভাবেই তাঁকে আউটও হতে হচ্ছে দ্রুত। এখন সময়টা ভালো যাচ্ছে না ভারতের মিডল অর্ডার এই ব্যাটারের। আর সেই কারণেই তাঁকে ২২ গজে ব্যাট করতে নামার শুরুতে আরও কিছুটা বেশি সময় কাটানোর পরামর্শ দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও হেড কোচ রবি শাস্ত্রী।

মাঠের চারিদিকে শট খেলতে পারার দক্ষতার কারণে তাঁকে ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটারের তকমাও দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে সূর্যকুমারের ব্যাট একেবারে রান নেই। যেন রান করতেই ভুলে গেছেন তিনি। টি-২০ ক্রিকেট দিয়েই মূলত পরিচিতি পেয়েছিলেন সূর্যকুমার যাদব। অনবদ্য ধারাবাহিক পারফরম্যান্স করে এই সংস্করণে তিনি বর্তমানে আইসিসির র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটার।

এ বার অফ ফর্মে থাকা সূর্যকুমারকে ফর্মে ফেরার দাওয়াই দিয়ে পথ বাতলে দিলেন রবি শাস্ত্রী। তিনি বলেন, ‘সুড়ঙ্গের শেষে আলো থাকে, সূর্যকুমার শীঘ্রই তা দেখতে পাবেন। আর যখন সূর্য আলোটা দেখতে পাবে, তখন সে সেই সুযোগটা লুফে নেবে এবং সেটার সম্পূর্ণ ব্যবহার করবে বলেই আমার বিশ্বাস। ওঁর প্রতি আমার পরামর্শ হল ধৈর্য্য ধরতে হবে ফর্মে ফিরতে গেলে। তাড়াহুড়ো করলে চলবে না।

টি-২০ ক্রিকেট খেললেও ইনিংসের শুরুতে নিজেকে কিছুটা বেশি সময় দিতে হবে সেট হতে। একটা ভালো হিট হলেই পরে সূর্য তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় খেলতে পারবেন। এটাই তাঁর প্রয়োজন। একটা ভালো হিট আর ক্রিজে কিছুটা সময় দেওয়া। ২০-৩০ মিনিট নয়,৬ বা ৮ বল সময় নিলেই আমার মনে হয় সূর্য ভালো খেলতে পারবে।’ উল্লেখ্য আন্তর্জাতিক টি-২০তে ৪৮টি ম্যাচ খেলে সূর্যকুমারের সংগ্রহ ১৬৭৫ রান। রয়েছে ৩ শতরানও।

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ সহ টিভিতে আজকের খেলার সময়সূচি

বাংলাদেশের ম্যাচ সহ টিভিতে আজকের খেলার সময়সূচি

নিজস্ব প্রতিবেদক: আজকের দিনটি খেলাধুলার ভক্তদের জন্য দারুণ কিছু উত্তেজনার বার্তা নিয়ে এসেছে। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ...

এশিয়া কাপ ২০২৫: এশিয়া পাকের স্কোয়াড ঘোষণা করল আফগানিস্তান

এশিয়া কাপ ২০২৫: এশিয়া পাকের স্কোয়াড ঘোষণা করল আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫-এর আগে বড় চমক দিয়ে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ...

ফুটবল

নেইমারের জোড়া গোল, আলো ছড়ালেন সান্তোস সুপারস্টার

নেইমারের জোড়া গোল, আলো ছড়ালেন সান্তোস সুপারস্টার

নিজস্ব প্রতিবেদক : ব্রাজিলিয়ান লিগে দুর্দান্ত ফর্মে রয়েছেন নেইমার। সোমবার রাতে সাও পাওলোর মরুম্বিস স্টেডিয়ামে ...

তিন বছর পর নেইমারের দুর্দান্ত প্রত্যাবর্তন

তিন বছর পর নেইমারের দুর্দান্ত প্রত্যাবর্তন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ইনজুরি, বিতর্ক আর ধারাবাহিকতা হারিয়ে হারিয়ে খুঁজছিলেন নিজেকে। কিন্তু এবার হয়তো নিজ ...

Scroll to top

রে
Close button