| ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

প্রথম ভারতীয় হিসাবে অবিশ্বাস্য এক রেকর্ডের মালিক হলেন চহাল

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ এপ্রিল ০৩ ১২:৫৬:২৯
প্রথম ভারতীয় হিসাবে অবিশ্বাস্য এক রেকর্ডের মালিক হলেন চহাল

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চহাল নতুন মাইলফলক স্পর্শ করলেন চলতি আইপিএলের ১৬ তম আসরের নিজেদের প্রথম ম্যাচে। প্রথম ভারতীয় বোলার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেট নিলেন এই তারকা বোলার।

পাশাপাশি আইপিএলে শ্রীলঙ্কার প্রাক্তন বোলার লসিথ মালিঙ্গার নজিরও স্পর্শ করেছেন রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার। টি-২০ ক্রিকেটে আইপিএলের অন্যতম শক্তিশালী দল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বোলার চহাল। গতকাল ০২ এপ্রিল রবিবারের ম্যাচে ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই ভারতীয়।

হ্যারি ব্রুক, ময়ঙ্ক অগ্রবাল, আদিল রশিদ এবং ভুবনেশ্বর কুমারকে আউট করেন তিনি। রবিবার তৃতীয় উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেটের ক্লাবে ঢুকে গেলেন চহাল। ভারতীয় বোলারদের মধ্যে আর কারও এই নজির নেই। চহালের এখন উইকেট সংখ্যা ৩০১। এই তালিকায় প্রথম পাঁচ ভারতীয় বোলার হলেন রবিচন্দ্রন অশ্বিন (২৮৭), পীযূষ চাওলা (২৭৬), অমিত মিশ্র (২৭২), যশপ্রীত বুমরা (২৫৬)। পরিসংখ্যান থেকেই স্পষ্ট ২০ ওভারের ক্রিকেটে দাপট বেশি স্পিনারদেরই।

রবিবারের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন চহাল। এই ম্যাচের পর আইপিএলে তাঁর উইকেট সংখ্যা হল ১৭০। মালিঙ্গারও আইপিএলে উইকেট সংখ্যা ১৭০। এত দিন আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় একক ভাবে দ্বিতীয় স্থানে ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন জোরে বোলার। রবিবার তাঁর সঙ্গে যোগ দিয়েছেন চহাল। এই তালিকার শীর্ষে রয়েছেন ডোয়েন ব্র্যাভো। ওয়েস্ট ইন্ডিজ়ের বোলারের ঝুলিতে রয়েছে আইপিএলের ১৮৩টি উইকেট।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন চহাল। সে সময় রাহুল দ্রাবিড়, রোহিত শর্মাদের পরিকল্পনায় ছিলেন না ৩২ বছরের লেগ স্পিনার। সেই তিনিই আইপিএলের প্রথম ম্যাচেই নজির গ়ড়লেন। বল হাতে অস্বস্তিতে রাখলেন প্রতিপক্ষ ব্যাটারদের। পেলেন সাফল্যও। স্বভাবতই খুশি রাজস্থানের লেগ স্পিনার। তিনি বলেছেন, ‘‘ধারাবাহিক ভাবে উইকেটে বল রাখার চেষ্টা করেছি। লক্ষ্য ছিল বলের গতি পরিবর্তন করে ব্যাটারকে ধোঁকা দেওয়া। যেটা আমার অন্যতম শক্তি। নতুন কিছু চেষ্টা করিনি। নিজের সামর্থ্য অনুযায়ী বল করার চেষ্টা করেছি।’’

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

ব্রেভিসের ৪১ বলের ঝড়ো সেঞ্চুরিতে মুগ্ধ এ বি ডিভিলিয়ার্স

ব্রেভিসের ৪১ বলের ঝড়ো সেঞ্চুরিতে মুগ্ধ এ বি ডিভিলিয়ার্স

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৪১ বলে শতক হাঁকিয়ে নতুন ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ...

২৩ রানে অলআউটের লজ্জা, মাত্র ৫ বলেই জয়

২৩ রানে অলআউটের লজ্জা, মাত্র ৫ বলেই জয়

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে চলমান ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৫-এর আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে রোববার (১০ আগস্ট) ঘটেছে ...

ফুটবল

রদ্রিগোর দিকে নজর ম্যানসিটির! রিয়ালের দাবি ১০০ মিলিয়ন ইউরো

রদ্রিগোর দিকে নজর ম্যানসিটির! রিয়ালের দাবি ১০০ মিলিয়ন ইউরো

নিজস্ব প্রতিবেদক : ট্রান্সফার মার্কেটে জমজমাট লড়াই শুরু হয়ে গেছে ইউরোপের বড় ক্লাবগুলোর মধ্যে। এবার ...

অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন

অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল আবাহনী ঢাকা এশিয়ার নতুন প্রতিযোগিতা AFC চ্যালেঞ্জ লিগে প্রথমবারের মতো ...

Scroll to top

রে
Close button