পাত্তাই পেল না রোহিতের মুম্বাই

গত ৩১ শে মার্চ থেকে ক্রিকেট বিশ্বের ঘরোয়া আসর গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএল শুরু হলেও গতকাল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এই ম্যাচে কোহলি-ডু প্লেসির কাছে পেল না আসলে অন্যতম শক্তিশালী দল মুম্বাই ইন্ডিয়ান্স।
এদিন টসে জিতে প্রথমে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের তারকাবহুল টপ অর্ডার দ্রুত গুড়িয়ে দিয়ে শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বড় জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন বোলাররাই। তবে এই ম্যাচে তিলক ভার্মা বাধা হয়ে না দাঁড়ালে মুম্বাইয়ের ইনিংস থাকতো নাগালেই। বিধ্বংসী ব্যাটিং তান্ডবে তিলক একাই ৪৬ বলে ঝড়ো ৮৪ রান করে মুম্বাইকে লড়াইয়ের পুঁজি এনে দেন।
অবশ্য মুম্বাই ইন্ডিয়ান্সের এই লক্ষ্যও যেন মামুলি হয়ে যায় বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসির ব্যাটিংয়ে। ওয়ার্ল্ড চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ওপেনিংয়ে নেমে এই দুই ওপেনারই তোলেন ১৪৮ রান। মাত্র ২৯ বলে আইপিএল ক্যারিয়ারে ২৬তম হাফ সেঞ্চুরি তুলে নেন ডু প্লেসি। কোহলি হাফ সেঞ্চুরি তুলতে খেলেছেন ৩৮ বল।
ডু প্লেসি শেষ পর্যন্ত আউট হয়েছেন ৪৩ বলে ৭৩ রানের জুটি গড়ে। তিনি আরশাদ খানের বলে লং অনে ক্যাচ দিয়েছেন টিম ডেভিডের হাতে। ওয়ান ডাউনে নেমে ব্যর্থ হয়েছেন দীনেশ কার্তিক। ক্যামেরন গ্রিনের বলে টিম ডেভিডকে ক্যাচ দিয়েছেন ডিপ স্কয়ার লেগে।
এরপর গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে বেঙ্গালুরুকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন কোহলি। ডানহাতি এই ব্যাটার ৪৯ বলে ৮২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। তার ইনিংসটি সাজানো ছিল ৫টি ছক্কা ও ৬টি চারে। ম্যাক্সওয়েল ৩ বলে ১২ রান করেছেন। ফলে ২২ বল হাতে রেখে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে বেঙ্গালুরু।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে মুম্বাই। দলীয় ২০ রানের মধ্যেই উপরের সারির তিন ব্যাটারকে হারায় তারা। শুরু থেকেই হাঁসফাঁস করছিলেন মুম্বাইয়ের দুই ওপেনার ইশান কিশান ও রোহিত শর্মা। ইনিংসের তৃতীয় ওভারে মোহাম্মদ সিরাজের বলে থার্ড ম্যান অঞ্চলে হার্শাল প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।
পরের ওভারে ক্যামেরন গ্রিনকে দারুণ এক ইয়র্কার ডেলিভারিতে বোল্ড করেন। অধিনায়ক রোহিত শর্মাও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি শিকার হন আকাশ দীপের। এরপর বাকি সময়টা ছিল তিলকের। একাই বেঙ্গালুরুর বোলারদের ওপর চওড়া হয়েছেন।
ভালো শুরু পেলেও তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি সূর্যকুমার যাদব (১৫), নেহাল ওয়াদহেরা (২১)। টিম ডেভিড ৪ ও ঋত্বিক শোকিন আউট হয়েছেন ৫ রান করে। তিলক শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪৬ বলে ৮৪ রান করে। তার ইনিংসটি সাজানো ছিল ৪টি ছক্কা ও ৯টি চারে। ৯ বলে ১৫ রান করে শেষ পর্যন্ত তার সঙ্গে ছিলেন আরশাদ খান।
- হঠাৎ যে কারনে ঢাকায় আসছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান
- বাংলাদেশকে নতুন নিষেধাজ্ঞা দিলো ভারত
- মালয়েশিয়ার ৮ হাজার প্রবাসীর জন্য সুখবর,থাকছে নতুন সুযোগ ও সুবিধা
- প্রবাসীদের ১২ দফা দাবি: দেখেনিন দাবি গুলো কি কি
- ওমানে ৩ বছরের ভিসা নিয়ে প্রবাসীদের জন্য বড় সুখবর
- স্বর্ণের দাম কমলো প্রতি ভরিতে ১,৫৭৪ টাকা, জেনেনিন আজকের স্বর্ণ-রুপার দাম
- ভারত,কে হারালো সৌদি আরব
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
- শরীরের শক্তি বাড়াতে নিয়মিত খান এসব সুস্বাস্থ্যকর খাবার
- ২৩ রানে অলআউটের লজ্জা, মাত্র ৫ বলেই জয়
- আইপিএল ২০২৬ : যে দলের হয়ে খেলতে পারেন মুস্তাফিজ
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ১২/৮/২০২৫ তারিখ
- অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন
- আজকের ওমানি রিয়ালের রেট, কোথায় মিলছে সর্বোচ্চ দাম
- ভারতের এশিয়া কাপ স্কোয়াডে বড় চমক, তিন তারকার জায়গা সন্দেহজনক