| ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

প্রথম ম্যাচ হেরে সরাসরি যে বিষয়টাকে দায়ি করলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ এপ্রিল ০২ ১১:২৯:৩৩
প্রথম ম্যাচ হেরে সরাসরি যে বিষয়টাকে দায়ি করলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক

ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া সে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে আসরের অন্যতম শক্তিশালী দল লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে আগে ব্যাটিং করে ১৯৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় শক্তিশালী লখনউ সুপার জায়ান্টস। জবাবে ব্যাট করতে নেমে ১৪৩ রানে আটকে যায় মুস্তাফিজের-ডেভিড ওয়ার্নারের দল দিল্লি ক্যাপিটালস। ফলে ৫০ রানের বিশাল জয় পায় লখনউ সুপার জায়ান্টস।

৫০ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পরে আসরের নির্ভরযোগ্য দল দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নারও তেমনই ব্যর্থতার অজুহাত হাতড়ে বেড়ালেন। এক্ষেত্রে লখনউ ভালো ব্যাট করেছে, লখনউ এর বোলার মার্ক উড ভালো বল করেছেন বলে প্রতিপক্ষকে কৃতিত্ব দেওয়া ছাড়া উপায় ছিল না তাঁর। তবে ইঙ্গিতে শুনিয়ে রাখতে ছাড়লেন না যে, কাইল মায়ের্সের ক্যাচ ছাড়ার বড়সড় মাশুল দিতে হয়েছে দলকে।

গতকাল ০১ এপ্রিল এই দিনে ম্য়াচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ার্নার হারের জন্য যে কারণগুলি তুলে ধরেন, তার প্রতিটাই যথার্থ। লখনউ তুলনায় কঠিন পিচে দুর্দান্ত ব্যাট করেছে সন্দেহ নেই। সব বোলাররা যখন বিস্তর রান খরচ করেছেন, তখন মার্ক উডের ১৪ রানে ৫ উইকেটকে কুর্নিশ জানাতেই হয়। তার থেকেও বড় কথা, কাইল মায়ের্সের ক্যাচ ছেড়েই যে ম্যাচ হারের রাস্তা তৈরি করে ফেলে দিল্লি, সেকথাও অস্বীকার করা যাবে না কোনওভাবেই।

দিল্লির পেসাররা পাওয়ার প্লে-তে দুর্দান্ত বল করেন। লোকেশ রাহুলকে সস্তায় ফিরিয়ে দেন চেতন সাকারিয়া। তবে প্রথম ইনিংসের ৫.৩ ওভারে চেতন সাকারিয়ার বলেই কাইল মায়ের্সের অতি সহজ ক্যাচ ছাড়েন খলিল আহমেদ। মায়ের্স তখন ১৪ রানে ব্যাট করছিলেন।

জীবনদান পাওয়ার পরে ব্যাট হাতে ঝড় তোলেন মায়ের্স। তিনি ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ ২টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৭৩ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে মাঠ ছাড়েন ক্যারিবিয়ান তারকা। মায়ের্সের এই ইনিংসের সুবাদেই ১৬০-১৭০ রানের পিচে ১৯০ টপকে যায় লখনউ, শেষমেশ যার নাগাল পাওয়া সম্ভব হয়নি দিল্লির পক্ষে।

ওয়ার্নার জানান, মায়ের্সের ওই ক্যাচ মিসটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। ডেভিড বলেন, ‘কেউই ক্যাচ মিস করতে চায় না। তবে ওখান থেকেই ম্যাচের মোড় কিছুটা ঘুরে যায়। তার জন্য লখনউয়ের কৃতিত্বকে অস্বীকার করা যাবে না। ওরা এমন একটা পিচে দুর্দান্ত ব্যাট করে, যেখানে আমার মনে হয়েছিল ১৭০ রান উঠতে পারে।’

ওয়ার্নার আরও বলেন, ‘আমরা পার্টনারশিপ গড়তে পারিনি, যদিও তাতে মার্ক উডের কৃতিত্বকে এতটুকু খাটো করা যাবে না। ও একজন ব্যতিক্রমী বোলার। আজ ও নিজের প্রতিভা ও অভিজ্ঞতার যথার্থ ছাপ রেখেছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

ব্রেভিসের ৪১ বলের ঝড়ো সেঞ্চুরিতে মুগ্ধ এ বি ডিভিলিয়ার্স

ব্রেভিসের ৪১ বলের ঝড়ো সেঞ্চুরিতে মুগ্ধ এ বি ডিভিলিয়ার্স

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৪১ বলে শতক হাঁকিয়ে নতুন ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ...

২৩ রানে অলআউটের লজ্জা, মাত্র ৫ বলেই জয়

২৩ রানে অলআউটের লজ্জা, মাত্র ৫ বলেই জয়

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে চলমান ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৫-এর আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে রোববার (১০ আগস্ট) ঘটেছে ...

ফুটবল

রদ্রিগোর দিকে নজর ম্যানসিটির! রিয়ালের দাবি ১০০ মিলিয়ন ইউরো

রদ্রিগোর দিকে নজর ম্যানসিটির! রিয়ালের দাবি ১০০ মিলিয়ন ইউরো

নিজস্ব প্রতিবেদক : ট্রান্সফার মার্কেটে জমজমাট লড়াই শুরু হয়ে গেছে ইউরোপের বড় ক্লাবগুলোর মধ্যে। এবার ...

অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন

অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল আবাহনী ঢাকা এশিয়ার নতুন প্রতিযোগিতা AFC চ্যালেঞ্জ লিগে প্রথমবারের মতো ...

Scroll to top

রে
Close button