আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাইকে হারিয়েও অস্বস্তিতে হার্দিকের গুজরাত

ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবথেকে বড় ঘরোয়া আসর প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল এর ১৫ তম আসরের চ্যাম্পিয়ন দল গুজরাত টাইটান্স আইপিএল অভিযান শুরু করেও ধাক্কা খেতে হল। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ক্রিকেটার হার্দিক পাণ্ড্যরা গোটা প্রতিযোগিতাতেই আর পাবেন না কেন উইলিয়ামসনকে। গতকাল ৩১ মার্চ শুক্রবার ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পেয়েছেন নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।
আসরের অন্যতম শক্তিশালী দল চেন্নাইয়ের বিরুদ্ধে অনেকটা লাফিয়ে একটি ছয় বাঁচানোর চেষ্টা করেছিলেন কিউই সাবেক অধিনায়ক উইলিয়ামসন। ছয় বাঁচাতে পারলেও মাটিতে পড়ার সময় হাঁটুতে চোট পান তিনি। তাঁর মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। হয়তো বড় কোন ধরনের ইনজুরিতে পড়তে পারে তিনি। ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করার সময় অনেকটা লাফিয়ে উড়ে আসা বল ধরলেও মাটিতে নামার সময় উইলিয়ামসনের পা ঠিক মতো পড়েনি।
মাঠেই শুশ্রূষা শুরু হয় নিউ জ়িল্যান্ডের অভিজ্ঞ ব্যাটারের। ছুটে আসেন দু’দলের ফিজিয়ো। এই দিনে চেন্নাইয়ের ইনিংসের ১৩তম ওভারে এই ঘটনার পর সতীর্থদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। পরে দলের হয়ে ব্যাট করতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে গুজরাতের হয়ে ব্যাট করতে নামেন সাই সুদর্শন।
উইলিয়ামসনের চোট নিয়ে আশঙ্কা তৈরি হলেও শুক্রবার গুজরাতের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। গুজরাতের মেন্টর গ্যারি কার্স্টেন শুধু বলেছিলেন, ‘‘উইলিয়ামসনকে দেখে ভাল লাগছে না। আশা করব খারাপ কিছু হবে না। পরীক্ষার পর বোঝা যাবে চোট কতটা গুরুতর।’’ কার্স্টেন-সহ গুজরাত শিবিরকে আশাহত করেছে উইলিয়ামসনের মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট। গুজরাত শিবির সূত্রে জানা গিয়েছে, তাঁর ডান হাঁটুর চোট যথেষ্ট গুরুতর। সারতে কয়েক সপ্তাহ সময় লাগবে। ফলে এ বারের আইপিএলে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই। যদিও গুজরাত ফ্র্যাঞ্চাইজ়ির তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
গত বছর আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ছিলেন উইলিয়ামসন। এ বার তাঁকে রাখেনি হায়দরাবাদ। নিলামে ২ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছিল গুজরাত। দলের ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা ছিলেন তিনি। উইলিয়ামসনের চোট সমস্যায় ফেলতে পারে হার্দিকদের।
- শাহজালাল বিমানবন্দরে নতুন প্রবেশ নিয়ম
- নেদারল্যান্ডের বিপক্ষে টি–20 সিরিজে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা
- বাদ পড়তে পারেন মিরাজ, নতুন চমক তরুণ অলরাউন্ডার
- প্রথমার্ধে সমতা, শেষ পর্যন্ত বড় ব্যবধানে ম্যাচ শেষ করলো বাংলাদেশ নারী দল
- মূল পর্বে যেতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ
- নারীদের মন জয় করার সহজ ৫টি প্রমাণিত কৌশল
- আজকের সৌদি রিয়াল রেট: কোথায় মিলছে সর্বোচ্চ দাম ( ১০ আগস্ট ২০২৫)
- স্পিন ঝড়! রশিদ খানের মতো নতুন লেগ স্পিনার পেলো বাংলাদেশ
- আজকের টাকার রেট ১১ আগস্ট ২০২৫: কোন দেশের টাকাতে মিলছে সর্বোচ্চ রেট
- ২০২৬ বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় টাইগাররা,দেখেনিন তালিকা
- মাথা ব্যথা থেকে দ্রুত মুক্তির ৫ টি সহজ উপায়
- মেসি বাদ অরল্যান্ডো সিটি ম্যাচে, চমক দিলেন মাসচেরানো
- বিমানের বাথরুমে যাত্রীর অদ্ভুত কান্ড, ফ্লাইটে চরম বিপত্তি
- এশিয়া কাপে বাংলাদেশের ওপেনিংয়ে চমক, জানালেন কোচ
- ভারত,কে হারালো সৌদি আরব