| ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

কলকাতার সেরা একাদশ বাছাই করলো হার্শা ভোগলে, দেখে নিন সাকিবের অবস্থা

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ এপ্রিল ০১ ১২:০২:৩০
কলকাতার সেরা একাদশ বাছাই করলো হার্শা ভোগলে, দেখে নিন সাকিবের অবস্থা

ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বরাবরই বড় নাম কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় এই লিগের গেল ১৫ আসরে মাত্র দুটি শিরোপা ধরা দিলেও দলটির জনপ্রিয়তা আকাশচুম্বী। আইপিএলের ষোড়শ আসরে কলকাতার হয়ে খেলবেন দুই বাংলাদেশি ক্রিকেটার। এক জন হলেন বাংলাদেশ দলের টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান ও দেশর অন্যতম সেরা ওপেনার লিটন দাস। তবে তারকায় ঠাসা কলকাতার একাদশে সাকিব-লিটনের জায়গা হবে তো? এবার সেই প্রশ্নের সম্ভাব্য উত্তর জানা গেল হার্শা ভোগলের বিশ্লেষণে।

ভারতের প্রখ্যাত এই ক্রিকেট বিশ্লেষক জানিয়েছেন তার পছন্দের একাদশ। কলকাতার সেরা একাদশ কেমন হওয়া উচিৎ, ক্রিকবাজে তা জানাতে গিয়ে হার্শা প্রশংসায় ভাসিয়েছেন দুই বাংলাদেশি তারকাকে। সাকিবকে দলে ফেরানোয় কলকাতার প্রশংসা করেছেন তিনি, সেই সাথে উচ্ছ্বাস প্রকাশ করেছেন লিটনকে দলভুক্ত করায়।

উইকেটরক্ষক ব্যাটার হিসেবে কলকাতার হাতে অপশন আছে তিনটি। লিটনের মতো আরেক বিদেশি রহমানউল্লাহ গুরবাজ। আছেন নারায়ণ জগদীশানও। বিদেশি কোটা সীমিত, তাই লিটন ও গুরবাজ থেকে যেকোনো একজনকে দলে নেওয়া উচিৎ বলে মনে করেন হার্শা। কথা বলেছেন কলকাতার টপ অর্ডার নিয়েও।

মিনি নিলামে কলকাতার বিচক্ষণতার প্রশংসা করে হার্শা বলেন, 'জগদীশন টি-টোয়েন্টিতে যতটা না ভালো তারচেয়েও ভালো ওয়ানডেতে। তবে টপ অর্ডার উইকেটকিপিং অপশন থাকছে। আমি ডেভিড ভিসাকেও পছন্দ করি। আর সবাই জানেন, আমি অনেক আগে থেকেই লিটন দাসকে পছন্দ করি। টপ অর্ডার ব্যাটার, আগ্রাসী ব্যাটিং করে, তাকে কিনে কলকাতা ভালো করেছে এতে কোনো সন্দেহ নেই। এই তিনজনকে ভালো লেগেছে, তারা আবার সাকিবকেও ফিরিয়েছে। তাদের মিডল অর্ডার একটু অনভিজ্ঞ। সাকিব সেখানে শক্তি বাড়াবে।'

কলকাতার ব্যাটিং অর্ডারের টপ ফাইভ কেমন হওয়া উচিৎ, তার ধারণা দিয়ে হার্শা বলেন, 'ওপেনিংয়ে তারা লিটন অথবা গুরবাজকে নিতে পারে। সাথে রাখা যায় জগদীশানকে। ভেঙ্কাটেশ আইয়ারকে ওপেনার হিসেবে কলকাতায় দেখা যায়নি, তবে মুশতাক আলী ট্রফিতে ওপেনিংয়ে সে ভালো করেছে। নিতিশ রানাকে তিনে পাঠিয়ে জগদীশানকে ওপেনিংয়ে রাখতে পারে। চারে ভেঙ্কাটেশ। এমনভাবে সাজাতে হবে যাতে শ্রেয়াস আইয়ারের অভাব বোঝা না যায়। রিঙ্কু সিং পাঁচে নেমে ক্যামিও খেলতে পারে। এভাবেই টপ ফাইভ সাজানো যেতে পারে।'

তবে হার্শার বাছাইকৃত একাদশে জায়গা হয়নি সাকিবের। অলরাউন্ডার হিসেবে খ্যাতি কুড়ানো ডেভিড ভিসাও নেই। হার্শা জানান, 'আন্দ্রে রাসেলকে ছয়ে রাখা যায়। সুনীল নারাইন আছে... ও দলের অধিনায়কও হতে পারত। বছরের পর বছর ধরে তার পারফরম্যান্স ভালো। সারা বিশ্বে লিগ দাপিয়ে বেড়ায়, ইকোনমি রেট দুর্দান্ত। তাকে ব্যাটিং অর্ডারে যেকোনো জায়গায় ব্যবহার করা যাবে।'

এছাড়া টিম সাউদি ও লকি ফার্গুসনের যেকোনো একজনকে একাদশে দেখছেন হার্শা। আরও রেখেছেন শার্দূল ঠাকুর, উমেশ যাদব ও বরুন চক্রবর্তীকে।

সাকিবকে সেরা একাদশে না রাখলেও তার কাছে আকাশছোঁয়া প্রত্যাশা এই ভারতীয়র। কলকাতার নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ভিন্ন ঘরানার কোচিংয়ের কারণে বিখ্যাত। তিন অভিজ্ঞ অলরাউন্ডারকে নিয়ে কীভাবে চন্দ্রকান্ত কাজ করেন, তা দেখতে মুখিয়ে আছেন হার্শা। তিনি বলেন, 'আইপিএলে সাকিবের সেরাটা আমরা এখনও দেখতে পাইনি। কিছু গুরুত্বপূর্ণ ইনিংস আছে তার। এ মৌসুম হতে পারে সাকিবের। সাকিব, রাসেল, নারাইনদের নিয়ে চন্দ্রকান্ত কীভাবে কাজ করেন আমি তা দেখতে মুখিয়ে আছি। যদি তার স্টাইল কাজে আসে, কলকাতা এবার খুব ভালো করবে।

একনজরে হার্শার বাছাইকৃত কলকাতার সেরা একাদশ

লিটন দাস/রহমানউল্লাহ গুরবাজ, নারায়ণ জগদীশান, নিতিশ রানা, ভেঙ্কাটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, টিম সাউদি/লকি ফার্গুসন, শার্দূল ঠাকুর, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

ব্রেভিসের ৪১ বলের ঝড়ো সেঞ্চুরিতে মুগ্ধ এ বি ডিভিলিয়ার্স

ব্রেভিসের ৪১ বলের ঝড়ো সেঞ্চুরিতে মুগ্ধ এ বি ডিভিলিয়ার্স

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৪১ বলে শতক হাঁকিয়ে নতুন ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ...

২৩ রানে অলআউটের লজ্জা, মাত্র ৫ বলেই জয়

২৩ রানে অলআউটের লজ্জা, মাত্র ৫ বলেই জয়

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে চলমান ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৫-এর আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে রোববার (১০ আগস্ট) ঘটেছে ...

ফুটবল

রদ্রিগোর দিকে নজর ম্যানসিটির! রিয়ালের দাবি ১০০ মিলিয়ন ইউরো

রদ্রিগোর দিকে নজর ম্যানসিটির! রিয়ালের দাবি ১০০ মিলিয়ন ইউরো

নিজস্ব প্রতিবেদক : ট্রান্সফার মার্কেটে জমজমাট লড়াই শুরু হয়ে গেছে ইউরোপের বড় ক্লাবগুলোর মধ্যে। এবার ...

অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন

অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল আবাহনী ঢাকা এশিয়ার নতুন প্রতিযোগিতা AFC চ্যালেঞ্জ লিগে প্রথমবারের মতো ...

Scroll to top

রে
Close button