| ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

আইপিএল দিয়ে সামির অন্যতম 'সেঞ্চুরি'

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ এপ্রিল ০১ ১১:১৩:১৮
আইপিএল দিয়ে সামির অন্যতম 'সেঞ্চুরি'

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা পেস বোলার জসপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে এই মুহূর্তে নিঃসন্দেহে ইন্ডিয়ার সিনিয়র দলের এক নম্বর পেসার পেসার মহম্মদ শামি। অভিজ্ঞ এই ভারতীয় পেসার সবেমাত্র শুরু হওয়া আইপিএলে খেলছেন গতবারের ১৬ তম আসরের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস দলের হয়ে। প্রথম ম্যাচেই শুক্রবার গুজরাট মুখোমুখি হয়েছে সিএসকের।

ভারতের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচে বল হাতে নিজের কেরিয়ারে এক মাইলফলক স্পর্শ করলেন এই তারকা ক্রিকেটার মহম্মদ শামি। এদিন তাঁর স্পেলে বল হাতে আগুন ঝরালেন তিনি। দুরন্ত গতিতে ব্যাটারের দুটি স্টাম্প ছিটকে দিয়ে গড়ে ফেললেন তাঁর কেরিয়ারে নয়া এক রেকর্ড। ঘরোয়া আসর আইপিএল কেরিয়ারে তাঁর ১০০ তম উইকেটটি স্মরণীয় করে রাখলেন ডানহাতি এই পেসার।

ক্রিকেট বিশ্বের সবথেকে জনপ্রিয় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ইতিহাসে ১৫ তম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তিনি। পাশাপাশি দেশি বিদেশি সব ক্রিকেটারদের মিলিয়ে ১৯ তম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তিনি। এদিনের ম্যাচে টসে জেতেন হার্দিক পান্ডিয়া। তিনি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন সিএসকেকে আমন্ত্রণ জানান ব্যাটিং করতে।

এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করে সিএসকে দল। তাঁদের হয়ে অনবদ্য ইনিংস খেলেন রুতুরাজ গায়রকোয়াড়। মাত্র ৫০ বলে ৯২ রান করেন তিনি। সিএসকে ইনিংসের শুরুর দিকেই বল হাতে আগুন ঝরান শামি। এদিন সিএসকের ওপেনার ডেভন কনওয়ের বিরুদ্ধে একটি রকেট গতির বল করেন তিনি। যা বুঝতেই পারেননি ডেভন।

শামির বলে বোল্ড হয়ে যান তিনি। বলের এতটাই গতি ছিল যে ছিটকে যায় দুটি স্টাম্প। ডেভন কনওয়ের মিডল এবং অফ স্টাম্পকে ছিটকে মাটিতে ফেলে দেন তিনি। আর সঙ্গে সঙ্গেই তাঁর আইপিএল কেরিয়ারে তিনি তুলে নেন তাঁর শততম উইকেটি। ঢুকে পড়েন এলিট লিস্টে।

যে লিস্টে রয়েছেন লাসিথ মালিঙ্গা, ডোয়েন ব্রাভো, রশিদ খান, রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, জাহির খান, আশিস নেহেরার মতো বোলাররা। শামির আইপিএলের কেরিয়ারের এটি ৯৪ তম ম্যাচ। মোট দশটি মরশুমে এই নিয়ে খেলছেন শামি। এখন পর্যন্ত সমস্ত মরশুমেই তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভালো হয়েছে। ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৫ রানে তিন উইকেট নেওয়া তাঁর কেরিয়ারের সেরা আইপিএল পারফরম্যান্স।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

ব্রেভিসের ৪১ বলের ঝড়ো সেঞ্চুরিতে মুগ্ধ এ বি ডিভিলিয়ার্স

ব্রেভিসের ৪১ বলের ঝড়ো সেঞ্চুরিতে মুগ্ধ এ বি ডিভিলিয়ার্স

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৪১ বলে শতক হাঁকিয়ে নতুন ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ...

২৩ রানে অলআউটের লজ্জা, মাত্র ৫ বলেই জয়

২৩ রানে অলআউটের লজ্জা, মাত্র ৫ বলেই জয়

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে চলমান ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৫-এর আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে রোববার (১০ আগস্ট) ঘটেছে ...

ফুটবল

রদ্রিগোর দিকে নজর ম্যানসিটির! রিয়ালের দাবি ১০০ মিলিয়ন ইউরো

রদ্রিগোর দিকে নজর ম্যানসিটির! রিয়ালের দাবি ১০০ মিলিয়ন ইউরো

নিজস্ব প্রতিবেদক : ট্রান্সফার মার্কেটে জমজমাট লড়াই শুরু হয়ে গেছে ইউরোপের বড় ক্লাবগুলোর মধ্যে। এবার ...

অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন

অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল আবাহনী ঢাকা এশিয়ার নতুন প্রতিযোগিতা AFC চ্যালেঞ্জ লিগে প্রথমবারের মতো ...

Scroll to top

রে
Close button