| ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

পেলে-ম্যারাডোনার পাশে এখন মেসি

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ মার্চ ২৮ ১৫:১২:০১
পেলে-ম্যারাডোনার পাশে এখন মেসি

গত বছর শেষের দিকে কাতার বিশ্বকাপ দিয়ে দীর্ঘ ৩৬ বছরের ব্যাকুলতা শেষে লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপ শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ফুটবল বিশ্বে মরুর বুকে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-এ বিশ্বমঞ্চের শিরোপা উঁচিয়ে ধরার মধ্য দিয়ে নিজের ফুটবল ক্যারিয়ারের সব থেকে বড় অর্জন তুলে নিল সাতবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলারব লিওনেল মাসি।

বিশ্বকাপের পর একের পর এক মেসির জীবনের সুখবর আসতে থাকে। বিশ্বসেরা ফুটবলারের খেতাব, ডি'অর জয়ী, এছাড়া শেষমেষ এবার আকাশী-নীল জার্সিধারীদের এই মহাতারকাকে সম্মান জানিয়ে বিশেষ ভাস্কর্য উন্মোচন করলো দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল)।

কিংবদন্তি মেসি ও বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে সম্মান জানাতে কনমেবলের সদর দপ্তরে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেসির হাতে তার-ই ভাস্কর্য উন্মোচন করা হয়। আর কনমেবলের সদর দপ্তরে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে ও আর্জেন্টাইন ম্যারাডোনার ভাস্কর্যের পাশে বিশ্ব সেরা ফুটবলার মেসির ভাস্কর্য ঠাঁই পাবে।

যদিও এটাই দক্ষিণ আমেরিকায় মেসির প্রথম ভাস্কর্য নয়, ফুটবল বিশ্বে এর আগে ২০১৬ সালেও মেসির নিজে দেশে বুয়েন্স এয়ার্সে আর্জেন্টাইন লিটল-মাস্টারের ভাস্কর্য উন্মোচন করা হয়েছিল।

ভাস্কর্য উন্মোচনের পর মেসি দাবি করেন, খুবই সুন্দর একটি মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি। এত ভালোবাসা পাচ্ছি। এটা সত্যিই অনেক বড় কিছু।

পিএসজির এই ফরোয়ার্ড বলেন, আমি কখনও এমন কিছুর স্বপ্ন দেখিনি। ছোটবেলায় আমার স্বপ্ন ছিল–আমি যেটা পছন্দ করি, শুধু সেটা উপভোগ করা। একজন পেশাদার ফুটবলার হিসেবে এই জীবনটাই আমি সব সময় ভালোবেসেছি। আমি সব সময় উন্নতি করার চেষ্টা করেছি। এটা জানতাম, আমাকে অনেক দূর যেতে হবে।

মেসির ভাষ্য, আমাকে অনেক লম্বা পথ পাড়ি দিতে হয়েছে। সেই পথে অনেক মোড় এসেছে, পরাজয় এসেছে। তবে আমি সবসময় সামনে তাকিয়েছি এবং সাফল্য অর্জন করতে চেয়েছি, বিজয় চেয়েছি।

আর্জেন্টাইন অধিনায়ক বলেন, আমার মনে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এটিই, স্বপ্নকে তাড়া করা, সবকিছুকে সম্ভব করতে লড়াই করা এবং খেলা উপভোগ করা, যেটি সবচেয়ে সুন্দর।

উচ্ছ্বাস প্রকাশ করে আর্জেন্টাইন মহাতারকা বলেন, ঈশ্বরকে ধন্যবাদ, ফুটবল ক্যারিয়ারে আমি সবকিছুই অর্জন করতে পেরেছি। আমার সব সতীর্থদের ধন্যবাদ, এত সুন্দর উপহার দেওয়ার জন্য। কনমেবলকেও ধন্যবাদ জানাচ্ছি।

মেসির দাবি, আমরা খুবই বিশেষ আর দারুণ একটি মুহূর্তে কাটাচ্ছি। অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। লাতিন আমেরিকান কোনো দেশের বিশ্বকাপ জেতার সময়ই ছিল এটা।

ক্রিকেট

টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)

টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)

আজকের দিনটিতে টিভি পর্দায় জমজমাট খেলার সম্ভার থাকছে ক্রিকেট ও ফুটবলের দারুণ সব ম্যাচ নিয়ে। ...

সিরিজ জয়ের পথে দৃঢ় বাংলাদেশ, সোহান জানালো তার পরবর্তী পদক্ষেপের কথা

সিরিজ জয়ের পথে দৃঢ় বাংলাদেশ, সোহান জানালো তার পরবর্তী পদক্ষেপের কথা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেটে অনুষ্ঠিত ...

ফুটবল

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ করতে চেয়েও এখনও পর্যন্ত সফল হয়নি ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে