| ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ব্রেকিং নিউজঃ মেসির নামের পাসে যুক্ত হলো নতুন উপাধি

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ মার্চ ২৮ ১২:৪৯:৫০
ব্রেকিং নিউজঃ মেসির নামের পাসে যুক্ত হলো নতুন উপাধি

একটা সময় ছিল যখন মেসির নামা ধরনের সমালোচনায় ফেটে পড়ত নিন্দুকরা। বলেছিল বিশ্বমানের একজন স্বনামধন্য ফুটবলার হওয়া বিশ্বকাপ না অর্জনের ব্যর্থতা। কিন্তু সেটা শেষ পরজন করে ফেলেছে এই বিশ্ব সেরা ফুটবলার।

একটা সময়ে কথার আঘাতে মেসিকে বিদ্ধ করতে তারা। শুধু একটা আন্তর্জাতিক শিরোপা দেশ জেতাতে পারেছিলেন না তাই। তবে সকল সমালোচনা জবাব মেসি দিয়েছিলেন কয়েক বছর আগে থেকে সেই কোপা আমেরিকা জিতে। এরপর তো কাতার বিশ্বকাপে গড়লেন ইতিহাস। জিতলেন স্বপ্নের সেই সোনালী ট্রফি। এরপর থেকেই মেসির নামের যোগ হচ্ছে একের পর এক কীর্তি।বলেছিল বিশ্বমানের একজন স্বনামধন্য ফুটবলার হওয়া বিশ্বকাপ না অর্জনের ব্যর্থতা

নিজের জন্মভূমিতে তো আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি কতবারই ফিরেছেন! তবে এবারের ফেরাটা যেন একটু অন্যরকম। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসির মুকুটে প্রতিদিনই যোগ হচ্ছে কোনো না কোনো পালক। এই তো সেদিন মেসির নামে জাতীয় দলের অনুশীলন সেন্টারের নামকরণ করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।

এবার দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) তৈরি করল মেসির ভাস্কর্য। যা থাকবে কনমেবলের জাদুঘরে। আর্জেন্টাইন অধিনায়কের এই ভাস্কর্য রাখা হবে পেলে ও ডিয়েগো ম্যারাডোনার ভাস্কর্যের পাশে। শুধু কী তাই, এদিন কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ মেসিকে বিশ্ব ফুটবলের ‘শাসক’ ঘোষণা করেছেন।

গত বছরের ডিসেম্বরে বিশ্বকাপ জেতার আগেও আরও দুটি আন্তর্জাতিক ট্রফি জিতেছিলেন মেসি। ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতার পর ইতালিকে হারিয়ে লা ফিনালিসিমা।

গতকাল বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা ও ফিনালিসিমা ট্রফির রেপ্লিকা উপহার দেওয়া হয় মেসির হাতে। এই সময় মেসির কোচ ও সতীর্থদের হাতেও কোপা আমেরিকা ট্রফিসহ বিশ্বকাপ ও ফিনালিসিমা ট্রফির ছোট রেপ্লিকা দেওয়া হয়। মূলত প্যারাগুয়েতে গতকাল অনুষ্ঠিত হয়েছে কোপা লিবার্তাদোরেসের ড্র। এই আয়োজনের সময়েই বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে সম্মাননা দেওয়া হয়।

এই সময়ে মেসির হাতে ‘ফুটবলের ব্যাটন’ তুলে দিয়ে কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ বলেছেন, ‘দক্ষিণ আমেরিকা ও বিশ্ব ফুটবলের নামে আজ বিশ্ব ফুটবলের নেতৃত্ব ও শাসনভার তোমার হাতে তুলে দিলাম।’

উচ্ছ্বসিত মেসিও সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, ফুটবল ক্যারিয়ারে আমি সবকিছুই অর্জন করতে পেরেছি। আমার সব সতীর্থদের ধন্যবাদ, এত সুন্দর উপহার দেওয়ার জন্য। কনমেবলকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুবই বিশেষ আর দারুণ একটি মুহূর্তে কাটাচ্ছি। অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। লাতিন আমেরিকান কোনো দেশের বিশ্বকাপ জেতার সময়ই ছিল এটা।’

কনমেবল জাদুঘরে নিজের ভাস্কর্য হবে, এমনটা কখনো ভাবেননি মেসি। এমন সম্মান পেয়ে উচ্ছ্বসিত মেসি বলেছেন,‘ এটা আসলেই অনেক বড় অর্জন। আমি কখনো এমন কিছু পাওয়ার কথা ভাবিওনি।’

মেসি আর্জেন্টিনায় ফিরেছিলেন দুটি প্রীতি ম্যাচ খেলতে। বিশ্বকাপের পর প্রথম ম্যাচে বৃহস্পতিবার পানামার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করেছেন। তাঁর ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৮০০। আগামীকাল ভোরে আরেকটি প্রীতি ম্যাচে মেসিদের প্রতিপক্ষ কুরাসাও।

ক্রিকেট

টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)

টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)

আজকের দিনটিতে টিভি পর্দায় জমজমাট খেলার সম্ভার থাকছে ক্রিকেট ও ফুটবলের দারুণ সব ম্যাচ নিয়ে। ...

সিরিজ জয়ের পথে দৃঢ় বাংলাদেশ, সোহান জানালো তার পরবর্তী পদক্ষেপের কথা

সিরিজ জয়ের পথে দৃঢ় বাংলাদেশ, সোহান জানালো তার পরবর্তী পদক্ষেপের কথা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেটে অনুষ্ঠিত ...

ফুটবল

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ করতে চেয়েও এখনও পর্যন্ত সফল হয়নি ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে