| ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

'কোহলিকে হুইলচেয়ারে বসিয়ে খেলাবে ভারত'

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ মার্চ ২৩ ১৭:৪১:১১
'কোহলিকে হুইলচেয়ারে বসিয়ে খেলাবে ভারত'

ভারত কিংবা পাকিস্তান, যে দলেরই হোক না কেন। কোন সিরিজ চলবে আর পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার কোন মন্তব্য করবেনা এমন কখনো হয়নি। তাই হোক সে ভারতের কোন সিরিজ কিংবা পাকিস্তানের কোন সিরিজ।

সাম্প্রতিক ভারত সফর করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সফরে প্রথম টেস্ট সিরিজ শেষে মাঠে নেমেছে ওয়ানডে সিরিজ খেলতে। ইতিমধ্যে সিরিজের দুই ম্যাচ শেষ হয়ে গেছে। এই সিরিজে ১-১ এই সমতায় আছে দুই দল। এর মাঝেই ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেছেন শোয়েব।

পাকিস্তানি এই গতিতারকার মতে, তাদের আমলে কোহলি এত সেঞ্চুরি করতে পারত না। তবে যেভাবে কোহলি খেলে যাচ্ছেন, তাতে অনায়াসেই তিনি কিংবদন্তী শচীন টেন্ডুলকারের একশ সেঞ্চুরির মাইলফলক পেরিয়ে যাবে বলে বিশ্বাস শোয়েবের। সেজন্য তিনি কোহলিকে আরও এক দশক খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।

গত পরশু দোহায় অনুষ্ঠিত লিজেন্ডস ক্রিকেটের ফাইনালে দলের সঙ্গে ছিলেন শোয়েব আখতার। সেখানে বসেই তিনি জানান, ‘৪৩ বছর বয়স পর্যন্ত খেলার জন্য বিরাট কোহলির প্রতি আমার আবেদন থাকল। তুমি হয়তো আরও ৯ বছর খেলতে পারবে। ভারত তোমাকে হুইলচেয়ারে বসিয়ে হলেও খেলাবে এবং তারা তোমাকে ১০০ তম সেঞ্চুরিতে পৌঁছে দেবে। আমি মনে করি, সে অবসরের আগে কমপক্ষে ১১০টি সেঞ্চুরি করতে পারে।’

এটি বলেই শোয়েব থামলেন না। নিজেদের সময়কার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যদি আমি, ওয়াকার (ইউনুস) ও ওয়াসিম (আকরাম) ভাই আমাদের সেরা সময়ে থাকতাম, তাহলে বিরাটের মুশকিল হতো এত সেঞ্চুরি করা। আমরা প্রচুর স্লেজিং করতাম এবং পাঞ্জাবি বিধায় সে-ও প্রতিক্রিয়া দেখাত।’

কোহলিকে খোচা দিলেও তার স্বদেশী কিংবদন্তী সুনীল গাভাস্কারের প্রশংসা করেছেন এই পাকিস্তানি পেসার। তিনি বলছেন, ‘কোহলি যদি আমাদের সময়ে থাকত, তাহলে সে এই ৭০ সেঞ্চুরি পেত না। হয়তো সে ৩০-৫০টি সেঞ্চুরি করত। তবে প্রত্যেকটি সেঞ্চুরি হতো ভিন্ন ক্লাসের। আমরা ব্যক্তিগতভাবে মনে করি, সুনীল গাভাস্কার সর্বকালের সেরা, তিনি আশির দশকের বোলারদের বিপক্ষে খেলতেন।’

ক্যারিয়ারের শুরু থেকে দারুণ ছন্দে খেলতে থাকা বিরাট কোহলি ইতোমধ্যে সব সংস্করণ মিলিয়ে ৭৫টি সেঞ্চুরি করে ফেলেছেন। মাঝে কয়েক বছর তার সেঞ্চুরিখরা থাকলেও আবারও তিনি ফিরেছেন পুরনো ছন্দে। অস্ট্রেলিয়ার সঙ্গে চলমান সিরিজ দিয়ে বাকি থাকা টেস্টেও তিনি সেঞ্চুরি করেন। এর আগে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ক্রমান্বয়ে তিনি সেঞ্চুরিতে ফেরেন।

ক্রিকেট

আফগানিস্তানে যে খেলা নিষিদ্ধ করল তালেবান

আফগানিস্তানে যে খেলা নিষিদ্ধ করল তালেবান

তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানে দাবা খেলা নিষিদ্ধ করেছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। ...

IPL 2025: ভারতে আর আসছেন না বিশ্বজয়ী তারকা! ৪৪০ ভোল্টের ঝটকা

IPL 2025: ভারতে আর আসছেন না বিশ্বজয়ী তারকা! ৪৪০ ভোল্টের ঝটকা

IPL 2025 ফের শুরু হওয়ার কাউন্টডাউনের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির একটাই চিন্তা-যুদ্ধ পরিস্থিতির মধ্যে তাদের বিদেশি ...

ফুটবল

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ ও ভুটানের সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচ

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ ও ভুটানের সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক:আজ বিকেলে ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের 'এ' ...

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বিজয়ী রদ্রির ইনজুরির কারণে ২০২৫ সালের ব্যালন ডি’অর প্রতিযোগিতা নতুন করে ...



রে