| ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

সাকিব দুরন্ত-অপ্রতিরোধ্য ও ম্যাজিশিয়ান

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মার্চ ১৫ ১৩:০১:৪৯
সাকিব দুরন্ত-অপ্রতিরোধ্য ও ম্যাজিশিয়ান

আমাদের পৃথিবীতে অনেকেই মনে করেন এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস যদি হয় চাঁদ, তবে নির্দিধায় বলা চলে বাংলাদেশ ক্রিকেটের সেই চাঁদ হলেন টেস্ট ও টি-২০ দলের সাকিব আল হাসান। ক্রিকেট বাংলাদেশে ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত নিজেকে বারবার প্রমাণ করে চলেছেন যে শুধু বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে নয় সারা বিশ্বে নম্বর ওয়ান এই অলরাউন্ডার।

পেছন তাকালে দেখা যায় যে এমন কোনো ম্যাচ নেই বাংলাদেশের যেদিন ব্যাট-বল কিংবা অধিনায়কত্ব দিয়ে তিনি নজর কাড়েননি। অশিনায়ক সাকিব যেখানেই যান সব আলো নিজের দিকে কেড়ে নেওয়ার এক ধরনের প্রবণতা লক্ষ্য করা যায়। নিজের নামের সঙ্গে কত-শত আলোচনা-সমালোচনা, কেবল তিনি বিশ্বসেরা সাকিব বলেই হয়তো তিনি সেসব পাশ কাটাতে পেরেছেন।

বাংলাদেশ ক্রিকেটে র এই তারকা ক্রিকেটার মাঠের বাইরে যাই করেন না কেন, ক্রিকেট মাঠে সাকিব শতভাগ ঢেলে দেন। অবশ্য ক্যামেরার সেই আলো নিজের দিকে নিতে একপ্রকার বাধ্যই করেন সাকিব। বছরের পর বছর নিজের পারফর্ম দিয়ে বিশ্বক্রিকেটে নিজের নামের পাশাপাশি বাংলাদেশের পতাকাকেও দিয়েছেন আলাদা পরিচয়। সম্প্রতি ব্যাট-বলের পাশাপাশি সাকিব দুরন্ত এবং অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন নিজের অধিনায়কত্বেও।

সবশেষ মঙ্গলবার (১৪ মার্চ) ঘরের মাঠে সাকিবের নেতৃত্বেই বিশ্বচ্যাম্পিয়ন দল ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে টাইগাররা। তবে ম্যাচ শেষে সাকিব বলেছেন, ‘কী পরিবর্তন হয়েছে, আমি জানি না। এশিয়া কাপ থেকে বোধহয় অধিনায়কত্ব শুরু হয়েছে আমার।আমরা হয়তো সেখানে ম্যাচ জিততে পারিনি, কিন্তু আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। বিশ্বকাপে আমরা এতই দুর্ভাগা যে ভালো খেলেও সেমিফাইনাল খেলতে পারিনি। একটা ম্যাচ বেশি জিতলেই সেমিফাইনাল খেলতে পারতাম, ওই সুযোগ আমাদের ছিল।’

বড় দলকে হারানোর আত্মবিশ্বাস অবশ্য সাকিবের জন্মেছে আগের সেই বিশ্বকাপ থেকে। সে কথা খোলাসা করে তিনি বলেন, ‘জানতাম আমরা খুবই ক্লোজ ছিলাম। আমার মনে হয় পুরো দলেরই বিশ্বকাপ থেকে এই আত্মবিশ্বাস জন্মেছে যে আমরা বড় দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। বিশ্বকাপে যাওয়ার আগে অনেক সংশয় ছিল, কিন্তু বিশ্বকাপের পারফরম্যান্স জানান দিয়েছে বড় দলের সঙ্গেও আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে সাকিব বলছিলেন, ‘যখন হোমে খেলা, আত্মবিশ্বাস আরও বেশি ছিল। আমরা জানতাম ভালো খেললে ইতিবাচক ফল আসবে। ইংল্যান্ডের কিছু ব্যাটার কম ছিল। যে জায়গাতে আমাদের ক্যাপিটালাইজ করার সুযোগ ছিল, করতে পেরেছি। যখন ওদের তিন-চার উইকেট পড়ে গেছে, এরপর ওরকম ব্যাটার ছিল না। ওটা আমাদের জন্য বাড়তি অ্যাডভান্টেজ ছিল।’

অন্যদিকে, সাকিবকে ম্যাজিশিয়ান বলে অ্যাখা দিলেন বিসিবি সভাপতি নাজমুল জাসান পাপন, ‘ওকে (সাকিব আল হাসান) অধিনায়ক হিসাবে ম্যাজিশিয়ান মনে হয় কিনা এমন চিন্তা মাথায় আসে নাই। খেলোয়াড় হিসাবে তো ও ম্যাজিশিয়ানই। এটা অস্বীকার করার কোন ব্যাপার নেই। সে আমাদের সেরা খেলোয়াড়। বাংলাদেশে ওর সঙ্গে মেলানোর মতো আসলে কোন খেলোয়াড় নেই।’

ক্রিকেট

বিজয়ের শেষ, নতুনদের শুরু করতে চানপ্রধান নির্বাচক

বিজয়ের শেষ, নতুনদের শুরু করতে চানপ্রধান নির্বাচক

নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়ায় চার দিনের ম্যাচে বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয় আর সুযোগ পাচ্ছেন ...

ম্যাক্সওয়েল ঝড়ে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ হলো দ:আফ্রিকা-অস্ট্রেলিয়ার ম্যাচ

ম্যাক্সওয়েল ঝড়ে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ হলো দ:আফ্রিকা-অস্ট্রেলিয়ার ম্যাচ

নিজস্ব প্রতিবেদক :দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের অলিখিত ফাইনালে আবারও অস্ট্রেলিয়ার ত্রাতা হয়ে ...

ফুটবল

প্রিমিয়ার লিগ: শেষ হলো অ্যাস্টন ভিলা-নিউক্যাসল লড়াই

প্রিমিয়ার লিগ: শেষ হলো অ্যাস্টন ভিলা-নিউক্যাসল লড়াই

নিজস্ব প্রতিবেদক: প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা ও নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচটি ...

আজ উলভস বনাম ম্যানচেস্টার সিটি লড়াই: লাইভ দেখুন সহজেই

আজ উলভস বনাম ম্যানচেস্টার সিটি লড়াই: লাইভ দেখুন সহজেই

নিজস্ব প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৫-২৬ মৌসুম আজ শুরু হচ্ছে এক দুর্দান্ত লড়াই দিয়ে। মোলিনিউক্স ...

Scroll to top

রে
Close button