| ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

৫০০ উইকেটের মালিক হতে যায় হাসান মাহমুদ

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মার্চ ১১ ১৪:৩১:৪৩
৫০০ উইকেটের মালিক হতে যায় হাসান মাহমুদ

বাংলাদেশের অন্যতম তারকা বোলার হাসান মাহমুদ জানান যে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার পর নিজের নামের পাশে ৫০০ উইকেট দেখতে চান। সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের আগের দিন মুলাত এমনটাই জানিয়েছেন বাংলাদেশের এই পেসা বোলার।

বাংলাদেশের তারকা এই বোলার ক্যারিয়ারে সবেমাত্র ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এখন পর্যন্ত ছয়টি ওয়ানডের পাশাপাশি খেলেছেন ১১টি টি-টোয়েন্টিও। সবমিলিয়ে ২৩ বছর বয়সী এই পেসার উইকেট নিয়েছেন ২৩টি। টেস্টে এখনও অভিষেক হয়নি তার।

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ক্যারিয়ারে যদিও স্বপ্ন অনেক বড় হাসানের। ক্যারিয়ার শেষ করতে চান অন্তত ৫০০ উইকেট শিকার করে। 'ক্যারিয়ারের শেষে নিজের নামের পাশে কতগুলো উইকেট দেখতে চান'- জনৈক সাংবাদিকের এমন প্রশ্নে আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় বর্ষে থাকা হাসানের জবাব, '৫০০ উইকেট অবশ্যই'।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অবশ্য খেলা হয়নি হাসানের। তরুণ এই পেসার জায়গা পেয়েছেন সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই। আর সেখানেই আলো ছড়ান হাসান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের জেতার রাস্তা প্রথমে তৈরি করেন হাসানই।

আগে ব্যাটিং পেয়ে সেই ম্যাচে উড়তে থাকে ইংল্যান্ড। এমনকি হাসান নিজেও খরুচে বোলিং করছিলেন। প্রথম দুই ওভারে দিয়েছিলেন ২১ রান। ইংলিশ দলপতি জস বাটলার তাকে টানা দুই বলে দুটি ছক্কা হাঁকান।

পরের ২ ওভারে মাত্র ৫ রান দিয়ে দুই উইকেট নেন হাসান। ১৭তম ওভারে মাত্র ১ রান দিন তিনি। সেই ওভারের প্রথম বলেই ফেরান বাটলারকে। তারপর ১৯তম ওভারে ৪ রান খরচায় তুলে নেন স্যাম কারানের উইকেট।

তার এমন বোলিংয়ে শেষ ৪ ওভারে মাত্র ২১ রান নিতে পারে ইংল্যান্ড। ১৫৭ রানের লক্ষ্য পেয়ে পরবর্তীতে ৬ উইকেটে অনায়াসে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

হাসান বলেন, 'ওই সময় ও যে আমাকে ছক্কা মারছে দুইটা পরপর, আমি ছয়ের দিকে তাকাই না, আমি দেখিই নাই ও কী করতেছিল। আমি ভাবতেছিলাম আমি কী করবো। শেষ দুই ওভারে আমার চ্যালেঞ্জ ছিল এনিহাউ ডিফেন্ড করতে হবে। আমি সেটা করার চেষ্টা করেছি।'

'আমার চিন্তা থাকে বল বাই বল। একটা বল খারাপ হলেও পরের বলের ফোকাসটা রাখি, আমার শক্তির জায়গায় থাকি। ওই সময়টায় নিজের ক্যারেক্টারটা দেখাতে পছন্দ করে। চ্যালেঞ্জটা নিতে ভালো লাগে।'

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের পরপরই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। শনিবার (১৬ আগস্ট) আফগানিস্তান ...

ম্যাক্সওয়েল ঝড়ে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ হলো দ:আফ্রিকা-অস্ট্রেলিয়ার ম্যাচ

ম্যাক্সওয়েল ঝড়ে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ হলো দ:আফ্রিকা-অস্ট্রেলিয়ার ম্যাচ

নিজস্ব প্রতিবেদক :দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের অলিখিত ফাইনালে আবারও অস্ট্রেলিয়ার ত্রাতা হয়ে ...

ফুটবল

প্রিমিয়ার লিগ: শেষ হলো অ্যাস্টন ভিলা-নিউক্যাসল লড়াই

প্রিমিয়ার লিগ: শেষ হলো অ্যাস্টন ভিলা-নিউক্যাসল লড়াই

নিজস্ব প্রতিবেদক: প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা ও নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচটি ...

আজ উলভস বনাম ম্যানচেস্টার সিটি লড়াই: লাইভ দেখুন সহজেই

আজ উলভস বনাম ম্যানচেস্টার সিটি লড়াই: লাইভ দেখুন সহজেই

নিজস্ব প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৫-২৬ মৌসুম আজ শুরু হচ্ছে এক দুর্দান্ত লড়াই দিয়ে। মোলিনিউক্স ...

Scroll to top

রে
Close button