মেসির সেই অনাকাঙ্খিত ঘটনায় মুখ খুললেন মেসির মা নিজেই

গতকাল ০২ মার্চ আর্জেন্টিনার রোজারিওতে লিওনেল মেসির স্ত্রী অ্যান্তোলা রোকুজ্জোর দোকানে গুলি চালানোর পর হুশিয়ারি দিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা একটা চিরকুটও রেখে যায়।যেখানে ‘মেসির জন্য তারা অপেক্ষায় থাকবেন’ লেখা একটি চিরকুট রেখে যান।
মন বাজে অবস্থায় স্বাভাবিকভাবেই মেসি ও তার পরিবারের জীবন-যাপনে বেশ প্রভাব পড়ার কথা। তবে এই অবস্থার অন্য সাধারণ সময়ের মতোই চলাফেরার কথা জানিয়েছেন মেসির মা সেলিয়া মারিয়া কুকসিতিনি। নিজের শহরে হওয়া এমন ঘটনার পর মেসির পরিবারের কেউ এই প্রথম মুখ খুলতে দেখা গেছে।
মেসির দেশের সংবাদমাধ্যম কাদেনা ৩ রোজারিওর প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। সংবাদকর্মী মাইতে পেনোনারির সঙ্গে কথা বলেছেন মেসির মা সেলিয়া।
মেসির বিষয়ে ঘটে যাওয়া ওই ঘটনার পর মেসির পরিবারের পক্ষ থেকে কাউকে কথা বলতে দেখা যায়নি। এবার সেই প্রসঙ্গে মেসির মায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। তার বরাত দিয়ে সংবাদকর্মী পেনোরারি জানান, ‘আমার সঙ্গে মেসির মায়ের কথা হয়েছে। তিনি বলছেন যে, ওই সুপারমার্কেটটি ছিল রোকুজ্জোর পরিবারের। কিন্তু যাইহোক, আমরা তো আর বন্দী জীবন (কাস্টডি) কাটাতে পারি না। আমরা স্বাভাবিকভাবেই চলাফেরা করছি।’
এর আগে বুধবার দিবাগত রাত ২টার (স্থানীয় সময়) রোজারিওতে রোকুজ্জোদের দোকানে এলোপাতাড়ি ১৪টি গুলি চালায় অজ্ঞাত দু’জন। সে সময় দোকানের দরজা বন্ধ থাকলেও সেটি ভেদ করে ভেতরের গ্লাসও ভেঙে যায়। পরে হামলাকারীরা ঘটনাস্থলে একটি চিঠি ফেলে যান। সেখানে তারা মেসিকে হুমকি দিয়ে লেখেন, ‘মেসি আমরা তোমার অপেক্ষায় আছি। জাভকিন একজন মাদক চোরাকারবারি। সেও তোমাকে বাঁচাতে পারবে না।’
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে সেদিন মোটরসাইকেলে করে দুজন ঘটনাস্থলে আসেন। পরে তাদের একজন নেমে নির্বিচারে (ব্লাইন্ড শট) গুলি ছুড়তে থাকেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় মেসির উদ্দেশে লেখা একটি চিরকুট।
জানা গেছে, ওই ঘটনাস্থলে মেসির শুশ্বর পরিবারের জায়গা রয়েছে। মেসির স্ত্রী অ্যান্তোলা রোকুজ্জোর চাচাতো ভাই সেই জায়গাটির তত্ত্বাবধান করেন। খেলোয়াড়ি জীবনের ব্যস্ততার ফাঁকে ছুটি পেলে মাঝেমধ্যে রোজারিওর সেই বাড়িতে গিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে থাকেন মেসি। বিশেষ করে বড়দিনের ছুটিটা মেসি সেখানেই কাটান। তবে সেখানে জাভকিন নামে যার কথা বলা হয়েছে, তার সঙ্গে মেসির কি-রকম সম্পর্ক সেটি জানা যায়নি।
হামলার ঘটনার পর থেকে ওই এলাকায় সাধারণ মানুষের যাতায়াত সীমিত করা হয়েছে। এমনকি এরপর সেখানকার দোকানপাটও বন্ধ রাখা হয়। ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
- মারা গেলেন হাসনাত আবদুল্লাহ, জানা গেলো খবরের আসল সত্যতা
- ১৯ বছর পর আবারও ইতিহাসের লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশ
- এইমাত্র ভিসা নিয়ে যে ঘোষণা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা
- খালেদা জিয়াকে নিয়ে যা বললেন সারজিস আলম
- বাংলাদেশ-আমিরাত প্রথম টি-টোয়েন্টি: নতুন সিরিজে মাঠে নামছে টাইগাররা
- সাকিব-শিশিরের বিবাহ বিচ্ছেদ, অবশেষে জানা গেলো আসল সত্য
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট (৫ মে ২০২৫)
- আজ ৫/৫/২০২৫ তারিখ, জেনেনিন আজকের ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- হঠাৎ পতন জ্বালানি তেলের বাজারে
- মোটরসাইকেল স্টার্ট দিতে গিয়ে বেশিরভাগ মানুষ যে ভুলটি করে থাকেন
- কতটা নিচে নামবে শান্ত-মিরাজরা : রয়েছে লাইফ সাপোর্টে
- জাতীয় দল নয়, আইপিএলকেই বেছে নিলেন হেটমায়ার ওয়েস্ট ইন্ডিজ দলে চমক
- প্রতিপক্ষের জালে আটকে গেল বাংলাদেশের জয়ের স্বপ্ন
- ইতালি যেতে আগ্রহীদের জন্য সুখবর, লিগ্যাল পথে নিচ্ছে আরও শ্রমিক
- বেড়েছে সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট