অবাক কান্ডঃ ভুল করে পথ হারিয়ে ফেলেছিলেন মেসিদের বাস চালক

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’কে এ বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা শুনিয়েছেন জাবালা, ‘দিবাগত রাত ৩টার দিকে প্রথম দেখি ওদের (জাতীয় দল)। তখন ওরা বিমানবন্দরে নেমেছে।’
মেসিদের নিয়ে বাসটা চালিয়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনে (এএফএ) আসেন জাবালা। লিওনেল স্কালোনির দল সেখানে রাত্রি যাপন করেন। বেলা সাড়ে ১১টা নাগাদ মেসিদের সেখান থেকে বাসে চড়িয়ে বুয়েনস এইরেস ওবিলিস্ক চত্বরের দিকে রওনা হন জাবালা, ‘এজেইজা থেকে ওদের নিয়ে ফেডারেশনে এসেছি। খেলোয়াড়েরা সেখানে রাত্রিযাপনের পর বেলা সাড়ে ১১টা নাগাদ রিচিয়েরি মহাসড়কে যাত্রা শুরু করি।’
আর্জেন্টাইনদের উৎসব এখনো শেষ হয়নি। তবে সেই দিনটায় উৎসবের বাঁধ ভেঙে গিয়েছিল। বুয়েন্স এইরেসের সব রাস্তাঘাট ও বাসা–বাড়িতে তিল ঠাঁই ছিল না। মেসিদের উদ্যাপনে সঙ্গী হতে সবাই রাস্তায় নেমে এসেছিলেন।
দ্বিতল বাসটি খুব ধীরে চালান জাবালা। জনতার ঢল নামায় এ ছাড়া উপায় ছিল না। বাসের ভেতর আর্জেন্টিনার ২৬ জন জাতীয় বীর। সাবধানেই চালাতে হতো। তবে এই যাত্রা কাঙ্ক্ষিত গন্তব্যে গিয়ে শেষ হয়নি। প্রায় ৫০ লাখ মানুষ রাস্তায় নেমে পড়ায় ওবিলিস্ক স্কয়ারে আর যাওয়া হয়নি। নিরাপত্তার কথা ভেবে রিচিয়েরি মহাসড়ক থেকে হেলিকপ্টারে করে মেসিদের ফিরিয়ে নেওয়া হয় এএফএ ভবনে।
মজার ব্যাপার, জাবালা জানতেন না বাসটা নিয়ে কোথায় যেতে হবে! বাসের সামনে নিরাপত্তারক্ষীদের মোটরসাইকেলের বহর ছিল। সেই বহর যে পথে এগিয়েছে জাবালার বাসও তাদের অনুসরণ করেছে, ‘শোভাযাত্রা কোথায় শেষ হবে, তা জানতাম না। বাসের সামনে মোটরসাইকেলের বহরকে অনুসরণ করে চালিয়েছি। কোথায় যেতে হবে কেউ আমাকে বলেনি। আমি শুধু মোটরসাইকেলের বহর অনুসরণ করেছি।’
তবে জনতার ভিড়ের মধ্যে সমস্যায়ও পড়েছিলেন জাবালা। চেনা রাস্তা হলেও এত এত মানুষের ভিড়ে পথও হারিয়ে ফেলার উপক্রম হয়েছিল। ঠিকমতো চিনতে পারছিলেন না, ‘জনতার স্রোতের মধ্যে কয়েকবার মনে হয়েছে, আমি কোথায় আছি! ঠিকমতো চিনতে পারছিলাম না। আমি জানতাম রিচিয়েরির রাস্তায় আছি। পেছনে একটি ব্রিজও ফেলে এসেছি। কিন্তু নিচে (রাস্তায়) প্রচুর মানুষ থাকায় কিছুই বুঝতে পারিনি।’
জাবালা জানতেন না, মেসিরা তাঁর ছাদখোলা বাসে থাকতে ব্রিজ থেকে সমর্থকেরা সেই বাসে লাফ দিয়েছেন। এমনকি মেসিদের সঙ্গে একটা সেলফিও তুলতে পারেননি এই চালক। ‘আমি শুধু নিজের কাজটা করেছি। বাসায় ফিরে সব শুনেছি’—বলেন জাবালা। তাঁর কাছে সবচেয়ে আনন্দের বিষয় হলো, ‘বহুদিন পর দেশের সব মানুষকে একত্রে দেখেছি। সবাইকে ভীষণ সন্তুষ্ট মনে হয়েছে। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। এটাই সবচেয়ে বড় সত্য। বাস আমি বা অন্য কেউ চালাক, তাতে কিছু যায় আসে না।’
- আ.লীগ নিষিদ্ধ নিয়ে সরকারের বিবৃতি
- এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের
- সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য বড় সুখবর
- ওমানে কার্যকর হলো নতুন আইন
- সৌদির নতুন নির্দেশনা
- আজকের সৌদি রিয়াল রেট (৯ মে ২০২৫)
- স্বর্ণের ভরি আজ হঠাৎ কত হলো জানেন
- বিয়ের আসরে বরকে যৌতুকে দেওয়া হলো ১৬ কোটি টাকা, ২১০ বিঘা জমি ও পেট্রল পাম্প
- প্রথমে দেশ, তারপর সবকিছু...', IPL স্থগিত হতেই সেনাবাহিনীকে যা করলো চেন্নাই
- হাসনাতের ঘোষণার পর শুরু হলো শাহবাগে
- ৬,৬,৬,৬,৬,৪, ইংল্যান্ডে ঝড়ো ইনিংস খেললেন সাব্বির রহমান
- স্বর্ণের দাম কমেছে, এখনই কিনুন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৯ মে ২০২৫)
- সৌদি প্রবাসীরা দেশে টাকা পাঠানোর আগে জেনেনিন আজকের সৌদি রিয়াল রেট (১০ মে ২০২৫)
- জুমার নামাজের পর বড় কর্মসূচির ঘোষণা দিলেন হাসনাত