| ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা, ক্ষোভে উত্তাল সমর্থকরা

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ ডিসেম্বর ২২ ১৬:৪০:২২
বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা, ক্ষোভে উত্তাল সমর্থকরা

লিওনেল মেসি দলের প্রাণভোমরা হিসেবে থাকলেও, বিশ্বকাপ জয়ে অন্যদের ভূমিকাও ছিল দারুণ কার্যকর। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ কিংবা মিডফিল্ডে রদ্রিগো দি পলরা ছিলেন দারুণ উজ্জ্বল।তবে বিখ্যাত ফরাসি সংবাদমাধ্যম লেকিপের সেরা একাদশে এই তিনজনের কারোরই জায়গা হয়নি। লেকিপের একাদশে আর্জেন্টিনা দল থেকে জায়গা পেয়েছেন তিনজন।

তাঁরা হলেন মার্কোস আকুনিয়া, এনজো ফার্নান্দেজ এবং লিওনেল মেসি। বিশ্বকাপ জেতা দল থেকে এত কম খেলোয়াড়ের উপস্থিতি জন্ম দিয়েছে বিতর্কের। প্রশ্ন উঠেছে মেসির চেয়ে কিলিয়ান এমবাপ্পেকে বেশি রেটিং দেওয়া নিয়েও।আর্জেন্টিনার সংবাদমাধ্যম ও সমর্থকেরা এই একাদশ নিয়ে সমালোচনাতেও মেতেছে। যেমন আর্জেন্টিনার অন্যতম প্রধান সংবাদমাধ্যম ওলে লেকিপের এই একাদশকে ‘বিতর্কিত’ বলে মন্তব্য করেছে।

এমনকি মরক্কোর তিনজন খেলোয়াড়কে একাদশে রাখা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। সমর্থকদের অনেকে মেসির (৬.৭১) চেয়ে এমবাপ্পেকে (৭.১৭) বেশি রেটিং দেওয়ার বিষয়টিও হজম করতে পারছেন না।এক আর্জেন্টাইন সমর্থক লিখেছেন, ‘এমি মার্তিনেজকে ছাড়া এই একাদশ নোংরা।’ মেসিকে কম রেটিং দেওয়া নিয়ে অন্য একজন লিখেছেন, ‘মেসি বিশ্বকাপের সেরা খেলোয়াড়, আর সে পেয়েছে ৬.৭১ নম্বর।’ আরেকজন লিখেছেন, ‘এটা কি ফরাসি কোনো কৌতুক,

নাকি?’অবশ্য আর্জেন্টিনার সমর্থকেরাই শুধু নয়। লেকিপের এই একাদশ নিয়ে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন ফ্রান্সের সমর্থকেরাও। ফ্রান্স রানার্সআপ হলেও একমাত্র কিলিয়ান এমবাপ্পে ছাড়া আর কোনো ফরাসি খেলোয়াড়ের জায়গা হয়নি একাদশে। অন্যদিকে মরক্কোর পাশাপাশি সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ক্রোয়েশিয়ারও তিনজন খেলোয়াড় একাদশে জায়গা পেয়েছেন।এ নিয়ে খেপেছেন ফরাসি সমর্থকেরাও।

বিশেষ করে বিশ্বকাপে ফ্রান্সের অন্যতম সেরা খেলোয়াড় আঁতোয়ান গ্রিজমানকে একাদশে না দেখে হতাশা প্রকাশ করেছেন তাঁরা। একজন লিখেছেন, ‘একজন ফরাসি খেলোয়াড় জায়গা পেয়েছেন, এটা পাগলামি।’ আরেকজন লিখেছেন, ‘আঁতোয়ান গ্রিজমান কোথায়?’

ডিফেন্ডার: আশরাফ হাকিমি (মরক্কো), রোমিয়ান সাইস (মরক্কো), ইওস্কো গাভারদিওল (ক্রোয়েশিয়া), মার্কোস আকুনিয়া (আর্জেন্টিনা)

মিডফিল্ডার: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা), সোফিয়ান আমরাবাত (মরক্কো), লুকা মদরিচ (ক্রোয়েশিয়া)

ফরোয়ার্ড: বুকায়ো সাকা (ইংল্যান্ড), লিওনেল মেসি (আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

ক্রিকেট

মহারাজ ও ম্লাবার বড় জয়, সিএসএ বর্ষসেরা পুরস্কার পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ

মহারাজ ও ম্লাবার বড় জয়, সিএসএ বর্ষসেরা পুরস্কার পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (CSA) ২০২৪-২৫ মৌসুমের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলো ছড়ালেন দুই ...

ইংল্যান্ড বনাম ভারত ৫ম টেস্ট : ভারতের স্কোর আপডেট

ইংল্যান্ড বনাম ভারত ৫ম টেস্ট : ভারতের স্কোর আপডেট

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছে ইংল্যান্ড বনাম ভারতের মধ্যকার ৫ম ও শেষ ...

ফুটবল

‘বিদ্রুপ থেকে নায়ক’: এভারালদোর জোড়া গোলে ইন্টারকে দাপুটে জয়

‘বিদ্রুপ থেকে নায়ক’: এভারালদোর জোড়া গোলে ইন্টারকে দাপুটে জয়

নিজস্ব প্রতিবেদক : এক সময় ব্যর্থতার প্রতীক ছিলেন। ক্লাব বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে নিজ দলের ...

ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন চমক, আসল কারণ জানালেন কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন চমক, আসল কারণ জানালেন কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুম সফরের দ্বিতীয় ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে দলে নেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেওস কুনহা। ওয়েস্ট ...

Scroll to top

রে
Close button