| ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

মার্টিনেজের সেই খোঁচা দেওয়া বক্তব্যের ইস্যুতে মুখ খুলে এমবাপ্পে

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ ডিসেম্বর ২১ ১৬:২১:৪৪
মার্টিনেজের সেই খোঁচা দেওয়া বক্তব্যের ইস্যুতে মুখ খুলে এমবাপ্পে

কখনো কখনো তিনি হয়ে ওঠেন দুরন্ত বালকের মতো। ড্রেসিংরুম মাতিয়ে রাখায় তাঁর জুড়ি মেলা ভার!গতকাল আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর পুরস্কারমঞ্চে সেরা গোলকিপারের ট্রফি হাতে নেওয়ার পর সেই দুরন্তপনার কিছুটা দেখিয়েছেন।

তবে সবচেয়ে মজা করেছেন ড্রেসিংরুমের উদ্‌যাপনে। ড্রেসিংরুম কাঁপিয়ে নাচে-গানে শিরোপা-জয় উদ্‌যাপন করছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা।কিছুক্ষণের জন্য উদ্‌যাপন থামিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এরপর ফাইনালে দুর্দান্ত এক হ্যাটট্রিক করা ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পেকে দেন এক খোঁচা।

সতীর্থদের দিকে তাকিয়ে তিনি বলে ওঠেন, ‘এক মিনিটের নীরবতা।’ এটুকু বলে মার্তিনেজ ক্ষণিকের জন্য থামেন। এরপর গানের সুরে বলেন, ‘এমবাপ্পের জন্য, যে মরে গেছে!’লুসাইল আইকনিক স্টেডিয়ামে গতকালের ফাইনালে আর্জেন্টিনাকে বেশ ভুগিয়েছেন এমবাপ্পে।

ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি থেকে লিওনেল মেসির ২৩ মিনিটের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৩৬ মিনিটে আনহেল দি মারিয়া ব্যবধান দ্বিগুণ করেন।সবাই যখন ভাবছিলেন, ফাইনালটাকে একপেশে বানিয়ে শিরোপা জিততে যাচ্ছে আর্জেন্টিনা, তখন জেগে ওঠেন এমবাপ্পে।

৯৭ সেকেন্ডের মধ্যে জোড়া গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরান তিনি।ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও নাটক।১০৮ মিনিটে মেসি নিজের দ্বিতীয় গোলটি করে এগিয়ে দেন আর্জেন্টিনাকে। আবার এমবাপ্পে এগিয়ে আসেন ফ্রান্সের ত্রাতা হয়ে। ১১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচ নিয়ে যান টাইব্রেকারে।

সেখানেও প্রথম শট থেকেই গোল পান এমবাপ্পে। তবে কিংসলি কোমানের শট ফিরিয়ে দেন মার্তিনেজ। এরপর অরিলিয়ে চুয়ামেনি বাইরে মারেন। আর্জেন্টিনা টাইব্রেকার জিতে যায় ৪-২ ব্যবধানে। কাতার বিশ্বকাপে ৮ গোল করেছেন। ফাইনালে হ্যাট্রিক। জিতেছেন সোনার জুতা তথা গোল্ডেন বুট।

তবুও লুসাইল স্টেডিয়ামের ফাইনালের ট্র্যাজিক হিরো তিনি। আর্জেন্টিনার কাছে হেরেছে ফ্রান্স। ম্যাচের পর থেকে টু শব্দ নেই কিলিয়ান এমবাপ্পের। অবশেষে জানলেন ’আবার ফিরে আসবো’।

নিজের ভ্যারিফাইড টুইটারে সোনার বুটসহ নিজের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘আবার ফিরে আসবো’। ১২০ মিনিটের খেলার শেষে টাইব্রেকারেও একটি গোল করেন এমবাপ্পে। তার পা থেকে আসা বল কোনও ভাবেই আটকাতে পারেননি বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

কিন্তু হ্যাটট্রিক করেও ফাইনালের ট্র্যাজিক নায়ক হয়ে থেকে যেতে হয়েছে এমবাপ্পেকে। তার দল হেরে গিয়েছে। দিনের শেষে এমবাপে ফ্রান্সের পরাজিত সৈনিক।

জিততে না পারার গ্লানি রবিবার ম্যাচের শেষে তার চোখেমুখে স্পষ্ট ফুটে উঠেছিল। সর্বোচ্চ গোলদাতা হিসাবে সোনার বুট নেওয়ার সময়ও সামান্য হাসতে দেখা যায়নি তাকে।

ক্রিকেট

মহারাজ ও ম্লাবার বড় জয়, সিএসএ বর্ষসেরা পুরস্কার পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ

মহারাজ ও ম্লাবার বড় জয়, সিএসএ বর্ষসেরা পুরস্কার পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (CSA) ২০২৪-২৫ মৌসুমের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলো ছড়ালেন দুই ...

ইংল্যান্ড বনাম ভারত ৫ম টেস্ট : ভারতের স্কোর আপডেট

ইংল্যান্ড বনাম ভারত ৫ম টেস্ট : ভারতের স্কোর আপডেট

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছে ইংল্যান্ড বনাম ভারতের মধ্যকার ৫ম ও শেষ ...

ফুটবল

‘বিদ্রুপ থেকে নায়ক’: এভারালদোর জোড়া গোলে ইন্টারকে দাপুটে জয়

‘বিদ্রুপ থেকে নায়ক’: এভারালদোর জোড়া গোলে ইন্টারকে দাপুটে জয়

নিজস্ব প্রতিবেদক : এক সময় ব্যর্থতার প্রতীক ছিলেন। ক্লাব বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে নিজ দলের ...

ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন চমক, আসল কারণ জানালেন কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন চমক, আসল কারণ জানালেন কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুম সফরের দ্বিতীয় ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে দলে নেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেওস কুনহা। ওয়েস্ট ...

Scroll to top

রে
Close button