| ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

৩৬ বছর পরে উৎসবের নগরী বুয়েন্স আইরেস

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ ডিসেম্বর ১৯ ২১:০৪:৩৮
৩৬ বছর পরে উৎসবের নগরী বুয়েন্স আইরেস

এরপরই হাজার হাজার আর্জেন্টিনার মানুষ রাজধানী বুয়েনস আইরেসের রাস্তায় নেমে আসেন। তাদের উল্লাস-উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা। সোমবার (১৯ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কাতার থেকে বুয়েন্স আইরেসের দূরত্বটা ১৩ হাজার ৮০৯ কিলোমিটার। দূরত্বটা বাধা হয়নি আর্জেন্টাইনদের কাছে। লুসাইলে মেসিদের গগনবিদারী চিৎকার পৌঁছে গেছে বুয়েন্স আইরেসের আকাশে বাতাসে। আনন্দের ক্ষণ উপভোগে বুয়েন্স আইরেস এখন উৎসবের নগরী।

ম্যারাডোনার পর নিজ দেশের হয়ে শিরোপার তৃষ্ণা মেটানো আর্জেন্টাইন দলের বিজয় উল্লাসে মেতে উঠেছেন আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকরা। আকাশি নিলদের পতাকা, গায়ে জার্সি, মাথায় টুপিসহ আরও কত আয়োজন মেসিদের জন্য। জনসমুদ্রে পরিণত হয়েছে বুয়েন্স আইরেসের পথঘাট সব।

এক আর্জেন্টাইন বলেন, ‘আমি আমার আবেগ ধরে রাখতে পারছি না। মেসিদের এমন জয়ে আমি খুবই গর্বিত। একজন মেসি আমাদের দেশের এত বড় অর্জনের কান্ডারি। ৩৬ বছর পর এমন আনন্দ উদ্‌যাপনের মুহূর্ত পেয়ে আমরা খুবই খুশি। ’

আরেকজন বলেন, ‘আমি খুবই খুশি। এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা জিতেছে, তা আমি ম্যাচ শেষের আগে পর্যন্ত কল্পনাও করতে পারিনি। ’

কাতারের আকাশে বাতাসে ভেসে বেড়ানো উত্তেজনার সুবাস ছড়িয়ে পড়েছে আর্জেন্টিনার প্রতিটি মানুষের মনে। ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী কোটি কোটি আর্জেন্টাইন ভক্তের মনে।রয়টার্স বলছে, পতাকা, টুপি এবং দেশের আইকনিক নীল-সাদা জার্সি নিয়ে আর্জেন্টাইনরা ফাইনালে জয়ের কয়েক মিনিটের মধ্যে বুয়েনস আইরেসের কেন্দ্রস্থল এবং অন্যান্য আইকনিক স্পট দখল করে নেয়। একই সময়ে দেশজুড়ে আরও অনেক স্থানে আনন্দ, উল্লাস ও উদযাপন ছড়িয়ে পড়ে।

২০১৪ সালে জার্মানির বিপক্ষে টুর্নামেন্টের ফাইনালে হেরে যাওয়া লাতিন আমেরিকার এই দলটি ১৯৮৬ সাল থেকে গতকালের আগপর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। তবে দলের উত্থান আর্জেন্টিনাকে ব্যাপক উৎসাহিত ও উল্লসিত করেছে, যদিও এই দেশটি উচ্চ মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক সংকটে জর্জরিত। যা দেশটির প্রায় ৪০ শতাংশ জনসংখ্যাকে দারিদ্রের দিকে ঠেলে দিয়েছে। তবে বিশ্বকাপ জয়ের আনন্দে এতটুকু ভাটা পড়েনি অর্থনৈতিক সংকট।

ক্রিকেট

টিভিতে আজকের খেলা (৩০ জুলাই ২০২৫)

টিভিতে আজকের খেলা (৩০ জুলাই ২০২৫)

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার স্পোর্টসপ্রেমীদের জন্য রয়েছে টেস্ট ক্রিকেট ও টেনিসের জমজমাট লড়াই। বুলাওয়েতে ...

দারুন সুখবর : দেড় বছর পর ফিরলেন সাবেক অধিনায়ক

দারুন সুখবর : দেড় বছর পর ফিরলেন সাবেক অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক : সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ...

ফুটবল

লিভারপুল ছেড়ে নতুন দলে যোগ দিলেন লুইস দিয়াজ

লিভারপুল ছেড়ে নতুন দলে যোগ দিলেন লুইস দিয়াজ

নিজস্ব প্রতিবেদক: শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হলো। লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে পাড়ি জমালেন কলম্বিয়ান উইঙ্গার ...

লিগস কাপ: সান ডিয়াগোর বিপক্ষে পাচুকার নিশ্চিত একাদশ ঘোষণা

লিগস কাপ: সান ডিয়াগোর বিপক্ষে পাচুকার নিশ্চিত একাদশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: মেক্সিকোর ঘরোয়া ফুটবলের শক্তিশালী দল পাচুকা চলতি লিগস কাপ ২০২৫-এ দুর্দান্ত ফর্মে রয়েছে। ...

Scroll to top

রে
Close button