| ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

অবশেষে এমবাপ্পেকে উচিত জবাব দিলেন মার্তিনেজ

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ ডিসেম্বর ১৯ ১৫:৩৬:৩৬
অবশেষে এমবাপ্পেকে উচিত জবাব দিলেন মার্তিনেজ

গতকাল আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর পুরস্কারমঞ্চে সেরা গোলকিপারের ট্রফি হাতে নেওয়ার পর সেই দুরন্তপনার কিছুটা দেখিয়েছেন। তবে সবচেয়ে মজা করেছেন ড্রেসিংরুমের উদ্‌যাপনে। ড্রেসিংরুম কাঁপিয়ে নাচে-গানে শিরোপা-জয় উদ্‌যাপন করছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা।

সেই উদ্‌যাপন হঠাৎ করেই থামিয়ে দেন মার্তিনেজ।

কিছুক্ষণের জন্য উদ্‌যাপন থামিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এরপর ফাইনালে দুর্দান্ত এক হ্যাটট্রিক করা ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পেকে দেন এক খোঁচা। সতীর্থদের দিকে তাকিয়ে তিনি বলে ওঠেন, ‘এক মিনিটের নীরবতা।’ এটুকু বলে মার্তিনেজ ক্ষণিকের জন্য থামেন। এরপর গানের সুরে বলেন, ‘এমবাপ্পের জন্য, যে মরে গেছে!’

লুসাইল আইকনিক স্টেডিয়ামে গতকালের ফাইনালে আর্জেন্টিনাকে বেশ ভুগিয়েছেন এমবাপ্পে। ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি থেকে লিওনেল মেসির ২৩ মিনিটের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৩৬ মিনিটে আনহেল দি মারিয়া ব্যবধান দ্বিগুণ করেন।

সবাই যখন ভাবছিলেন, ফাইনালটাকে একপেশে বানিয়ে শিরোপা জিততে যাচ্ছে আর্জেন্টিনা, তখন জেগে ওঠেন এমবাপ্পে। ৯৭ সেকেন্ডের মধ্যে জোড়া গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরান তিনি।

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও নাটক। ১০৮ মিনিটে মেসি নিজের দ্বিতীয় গোলটি করে এগিয়ে দেন আর্জেন্টিনাকে। আবার এমবাপ্পে এগিয়ে আসেন ফ্রান্সের ত্রাতা হয়ে। ১১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচ নিয়ে যান টাইব্রেকারে। সেখানেও প্রথম শট থেকেই গোল পান এমবাপ্পে। তবে কিংসলি কোমানের শট ফিরিয়ে দেন মার্তিনেজ। এরপর অরিলিয়ে চুয়ামেনি বাইরে মারেন। আর্জেন্টিনা টাইব্রেকার জিতে যায় ৪-২ ব্যবধানে।

সব মিলিয়ে এমবাপ্পের হ্যাটট্রিকের কারণেই শিরোপা জয়ের আগে এতটা ভুগতে হয়েছে আর্জেন্টিনাকে। এ কারণেই হয়তো ফরাসি স্ট্রাইকারকে অমন খোঁচা দিয়েছেন মার্তিনেজ।

ক্রিকেট

টিভিতে আজকের খেলা (৩০ জুলাই ২০২৫)

টিভিতে আজকের খেলা (৩০ জুলাই ২০২৫)

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার স্পোর্টসপ্রেমীদের জন্য রয়েছে টেস্ট ক্রিকেট ও টেনিসের জমজমাট লড়াই। বুলাওয়েতে ...

দারুন সুখবর : দেড় বছর পর ফিরলেন সাবেক অধিনায়ক

দারুন সুখবর : দেড় বছর পর ফিরলেন সাবেক অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক : সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ...

ফুটবল

লিভারপুল ছেড়ে নতুন দলে যোগ দিলেন লুইস দিয়াজ

লিভারপুল ছেড়ে নতুন দলে যোগ দিলেন লুইস দিয়াজ

নিজস্ব প্রতিবেদক: শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হলো। লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে পাড়ি জমালেন কলম্বিয়ান উইঙ্গার ...

লিগস কাপ: সান ডিয়াগোর বিপক্ষে পাচুকার নিশ্চিত একাদশ ঘোষণা

লিগস কাপ: সান ডিয়াগোর বিপক্ষে পাচুকার নিশ্চিত একাদশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: মেক্সিকোর ঘরোয়া ফুটবলের শক্তিশালী দল পাচুকা চলতি লিগস কাপ ২০২৫-এ দুর্দান্ত ফর্মে রয়েছে। ...

Scroll to top

রে
Close button