| ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

বিশ্বকাপ ফাইনাল ম্যাচে যে রণকৌশল সাজাচ্ছে ফ্রান্স-আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ ডিসেম্বর ১৮ ১৪:৪২:৩৯
বিশ্বকাপ ফাইনাল ম্যাচে যে রণকৌশল সাজাচ্ছে ফ্রান্স-আর্জেন্টিনা

আর আর্জেন্টিনা? বর্তমান বিশ্ব ফুটবলের রাজধানী বলতে পারেন। একা লিওনেল মেসি সারা দুনিয়ার আকর্ষণের কেন্দ্রে বসে আছেন। যেমন ছিলেন দিয়েগো ম্যারাডোনা। দেশ-কালের সীমানা ছাড়িয়ে যার পায়ের কাছে লুটিয়ে পড়েছিল ফুটবলপ্রেমী দুনিয়া। সেই নিবেদন এখন মেসির জন্য টের পাওয়া যায়। ১৯৮৬-এর দলটার মতো এবারের আর্জেন্টিনার প্রাণভোমরা সেই একজন-মেসি। তবে ম্যারাডোনার দলের সঙ্গে এদের পার্থক্য-সবাই খেলতে জানে। ম্যারাডোনা থেমে গেলে ছিয়াশির আর্জেন্টিনার থেমে যেত। কিন্তু এবার মেসি থামলেও আলভারেস, ডি পল, মলিনারা ঠিকই চালিয়ে নেবে। তাই এই আর্জেন্টিনা মেসির মতো। যারা ফ্রান্সের মতো বহুমুখী প্রতিভায় ভরপুর একটা দলের বিপক্ষে আজ ফাইনাল খেলতে নামছে।

তাহলে কাতার বিশ্বকাপ ফাইনালের ফেভারিট কে? ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কাফু আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ওলেকে বলেছেন, ‘রক্ষণে সেরা আর্জেন্টিনা। তাদের রক্ষণ এবার খুবই নিখুঁত। খুব জমাট। ফাইনালে ফরাসিদের জন্য একটা গোল করাই কঠিন হবে।’ লিওনেল মেসিকে নিয়ে

কাফুর মন্তব্য, ‘আমি আগে মেসির সমর্থন করব, এরপর আর্জেন্টিনা। মেসিকে কেন চ্যাম্পিয়ন হতে দেখতে চাইব না। ব্রাজিল নেই। আমি তো মেসিরই সমর্থন করবই। তা ছাড়া দুর্দান্ত একটা বিশ্বকাপ কাটছে তার। প্রথম ম্যাচটা হারের পর আর্জেন্টিনা দল আর তার অনেক সমালোচনা হয়েছে। অনেকে তো তাদের বিশ্বকাপ থেকে ছিটকেই দিয়েছিল। এরপর মেসি সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়।’

সেই থেকে মেসির পায়ে ছুটছে আর্জেন্টিনা। আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো তো বলেই দিয়েছেন, ‘কোনো সন্দেহ নেই, মেসিই আর্জেন্টিনার নায়ক। নাটকের প্রধান চরিত্র। সেই ভূমিকা সার্থকভাবে পালন করে চলেছে ও। যখন গোল করার দরকার পড়েছে, করেছে। যখন গোলের বল সাজিয়ে দিতে হচ্ছে, দিচ্ছে। খেলা তৈরি করছে, জায়গা ‘ওপেন’ করে দিচ্ছে, গোলের সুযোগ তৈরি করে দিচ্ছে, নিজেও দুর্দান্ত ফিনিশ করছে। মেসি এমন একজন ফুটবলার, যার পায়ের জাদু দেখার অপেক্ষায় থাকে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। সেই প্রত্যাশা সে পূরণ করে চলেছে। মারাডোনার মতোই দলকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন দেখাচ্ছে সে।’

সেই স্বপ্ন কিন্তু এমবাপ্পের পায়ের আঘাতে গুঁড়িয়ে যেতে পারে। শুধু এমবাপ্পে কেন? ফরাসি দলে আছে আন্তোনিও গ্রিজম্যান, অলিভার জিরুদের মতো তারকা। আওরেলিয়েন চুয়ামেনি, থিও হার্নান্দেজরাও কম যান না। একটা মোহময় দৌড়ে ম্যাচ শেষ করে দিতে সক্ষম তারা। গ্রিজম্যান তো স্বপ্নের ফর্মে আছেন। তাই জিকোও বলছেন, ‘ফ্রান্স বেশ কয়েকজনকে চোটের জন্য হারানোর পরেও যে ফুটবল খেলেছে, অসাধারণ। আমার মতে গ্রিজম্যান বিশ্বকাপে সবচেয়ে উন্নতি করা ফুটবলার।’ ফ্রান্সের পক্ষে গ্রিজম্যান মাঝমাঠের নেতৃত্বে থাকবেন। আর্জেন্টিনার পক্ষে এনজো ফার্নান্দেজ। দুই মিডফিল্ডারই রয়েছেন ভালো ছন্দে। গ্রিজম্যান যেমন ফ্রান্সের আক্রমণ তৈরির অন্যতম কারিগর তেমনি আর্জেন্টিনার মাঝমাঠের ভরসা ফার্নান্দেজ। তা ছাড়া সবাইকে ছাপিয়ে যাওয়ার জন্য মেসি আর এমবাপ্পে তো আছেনই। ফলে লুসাইল আইকনিক স্টেডিয়ামের বিশ্বকাপ ফাইনাল যে জমজমাট হবে, তা নিশ্চিত বলা যায়।

ক্রিকেট

তাসকিনের বিরুদ্ধে করা মারধরের অভিযোগ, এবার যে সিদ্ধান্ত নিলেন সৌরভ

তাসকিনের বিরুদ্ধে করা মারধরের অভিযোগ, এবার যে সিদ্ধান্ত নিলেন সৌরভ

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে করা মারধরের অভিযোগ অবশেষে প্রত্যাহার করে নিয়েছেন তার ...

তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস

তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ সফরে আসার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ গ্রহণ করেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। সব কিছু ...

ফুটবল

‘বিদ্রুপ থেকে নায়ক’: এভারালদোর জোড়া গোলে ইন্টারকে দাপুটে জয়

‘বিদ্রুপ থেকে নায়ক’: এভারালদোর জোড়া গোলে ইন্টারকে দাপুটে জয়

নিজস্ব প্রতিবেদক : এক সময় ব্যর্থতার প্রতীক ছিলেন। ক্লাব বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে নিজ দলের ...

ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন চমক, আসল কারণ জানালেন কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন চমক, আসল কারণ জানালেন কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুম সফরের দ্বিতীয় ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে দলে নেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেওস কুনহা। ওয়েস্ট ...

Scroll to top

রে
Close button