আজকের ম্যাচে যে কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি

এরই মধ্যে মেসি বিশ্বকাপের ম্যাচে ১০টি গোল করে গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ডকে ছুঁয়ে ফেলেছেন। দুই তারকারই এখন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের গোলসংখ্যা ১০টি করে। আর্জেন্টিনার হয়ে এই দুই তারকা বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা।
সেমিফাইনালে আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে মেসি গোল করতে পারলে ছাপিয়ে যাবেন বাতিস্তুতাকে। সে ক্ষেত্রে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের মঞ্চে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন এই ফুটবল জাদুকর।
এর বাইরে এখনও পর্যন্ত মিরোস্লাভ ক্লোজের সঙ্গে মেসি ফিফা বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার। তারা দুজনই বিশ্বকাপে ২৪টি করে ম্যাচ খেলেছেন।
আর্জেন্টিনা অধিনায়ক সেমিফাইনাল খেলতে নামলে ২৫তম ম্যাচ খেলার রেকর্ড করে ফেলবেন। কিংবদন্তি জার্মান ফরোয়ার্ডকে টপকে যাবেন। জার্মানির লোথার ম্যাথাউস ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৫টি ম্যাচ খেলেছেন। আজই তাকে স্পর্শ করে ফেলবেন মেসি। আর আর্জেন্টিনা ফাইনালে পৌঁছালে বা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেললেও ম্যাথাউসের রেকর্ড ভেঙে দিতে পারবেন মেসি।
পাঁচটি বিশ্বকাপ ইভেন্টে অংশ নেওয়া মাত্র ছয়জন খেলোয়াড়ের মধ্যে মেসি একজন। যিনি যৌথ ভাবে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলে ফেলেছেন। মেসি এবং রাফা মার্কেজ ১৮টি বিশ্বকাপের ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। সেই নজিরও ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে মেসির সামনে।
ফিফা বিশ্বকাপের ম্যাচে আর্জেন্টিনা অধিনায়ক ২,১০৪ মিনিট সময় ব্যয় করেছেন। কিংবদন্তি ইতালিয় ডিফেন্ডার এবং এসি মিলান আইকন পাওলো মালদিনির ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি মিনিট (২,২১৭) খেলার রেকর্ড রয়েছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে, মালদিনির বিশ্বরেকর্ডটা ভেঙে দেবেন মেসি।
ফিফা বিশ্বকাপে আরও একটি অধরা কীর্তি ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে মেসির সামনে। সাবেক বায়ার্ন মিউনিখ তারকা ক্লোজে জার্মানির হয়ে বিশ্বকাপের ১৭টি ম্যাচ জিতেছেন। এদিকে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ১৫টি ম্যাচ জিতেছেন মেসি। আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে ক্লোজের রেকর্ড স্পর্শ করে ফেলবেন মেসি।
- হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে শেষ হলো আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফুটবল ম্যাচ
- চরম দু:সংবাদ : অল্পের জন্য রক্ষা পেলো বিমান বাংলাদেশের ৪০০ যাত্রী নিয়ে উড়া বিমান
- শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা নিয়ে আসলো যে সিদ্ধান্ত
- সকলেই সাবধান : আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি
- প্রবাসীরা সাবধান : হতে পারে তিন মাস জেল ও মোটা অঙ্কের জরিমানা
- শিক্ষকদের জন্য দারুন সুখবর : এখন থেকে যত হাজার টাকা বেতন পাবেন শিক্ষকরা
- পিতা যদি সব সম্পত্তি এক সন্তানকে লিখে দেন, তাহলে বাকি সন্তানদের করণীয় কী,জেনেনিন
- প্রকাশ করা হলো জুলাই জাতীয় সনদের খসড়া
- ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার
- সৌদিতে প্রবাসীদের জন্য বড় সুখবর
- ওয়ানডে ক্রিকেট র্যাংকিংয়ে নতুন চমক
- চিরপ্রতিদ্বন্দ্বী দলেই পাড়ি দিচ্ছেন নেইমার
- ছুটি কমছে প্রাথমিক ও মাধ্যমিকের
- নতুন করে আবেদন করলেন বেগম খালেদা জিয়া
- সাব্বিরকে ভুলে যাচ্ছে বিসিবি, ফিরবেন কি এশিয়া কাপে