যে কারনে বিশ্বকাপে এক ম্যাচে ডুবল উড়তে থাকা ব্রাজিল

তিনটি শট বাঁচিয়ে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন ডমিনিক লিভাকোভিচ। শুক্রবার কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে আরও একবার পাহাড় হয়ে দাঁড়ালেন তিনি। ১২০ মিনিটের খেলায় তাকে একবারই মাত্র পরাস্ত করতে পারলেন নেইমাররা। ব্রুনো পেটকোভিচ যদি গোল করে ক্রোয়েশিয়ার হয়ে সমতা ফেরান, তা হলে ক্রোয়েশিয়াকে ততক্ষণ খেলায় টিকিয়ে রাখলেন লিভাকোভিচ।
নইলে ব্রাজিলের ঝড়ে অনেক আগেই উড়ে যেতেন লুকা মদ্রিচরা। পুরো ম্যাচে সেভ করেছেন ১১ বার, যার মধ্যে বক্সের ভেতর থেকে শট ছিল সাতটি। নেইমারের ১০৪ মিনিটের গোলটা ঠেকাতে পারেননি। তবে এর আগে পরে যা করেছেন, তাতে তিনি অনেকটা একা হাতে ক্রোয়াটদের নিয়ে যান টাইব্রেকারে।
বিশ্বকাপের ইতিহাসে টাইব্রেকারে গড়ানো কোনো ম্যাচে তিনটি শট ঠেকিয়ে দেওয়া তৃতীয় গোলরক্ষক এখন লিভাকোভিচ। আর ক্রোয়েশিয়ানদের মধ্যে দ্বিতীয় তিনি। গত আসরের শেষ ষোলোতে ডেনমার্কের তিনটি শট ঠেকান ড্যানিয়েল সুবাসিচ। আর ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার এমন কীর্তি গড়েন পর্তুগালের গোলরক্ষক রিকার্ডো।
মাঠে নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, লুকা মদ্রিচ এবং ইভান পেরিসিচের মতো বিখ্যাত তারকার উপস্থিতির পরও সবার নজর কাড়েন লুকাকোভিচ। ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে নেইমারের চারটা আক্রমণ, লুকাস পাকেতার দুটা আক্রমণ এবং ভিনিসিয়াস জুনিয়ার ও অ্যান্টনির একটি আক্রমণকে সহজেই আটকে দিলেন তিনি। বলতে গেলে ৯০ মিনিটে একাই ব্রাজিলকে আটকে দিলেন লিভাকোভিচ।
লিভাকোভিচ এবং তার দল ১১৫ মিনিট পর্যন্ত ব্রাজিলকে ধরে রাখতে পেরেছিলেন। এক্সট্রা টাইমের প্রথমার্ধের শেষের অতিরিক্তি সময়ে ব্রাজিল লিড নেওয়ায় নেইমার তাকে হারিয়ে গোল করেছিলেন। ১২০ মিনিটজুড়ে তিনি একটি অবিশ্বাস্য ১১টি সেভ করেছিলেন, যেখানে ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন একটিও সেভ করতে পারেননি।
পরে পেনাল্টিতে রদরিগোর শটটি সেভ দিয়ে এক ম্যাচে মোট ১২টি সেভ দিয়েছিলেন তিনি। পেনাল্টি শুটআউটে ব্রাজিলের প্রথম শট নিতে আসা রদ্রিগো গোয়েজের পেনাল্টিটা তিনি ঠেকিয়ে দেন। শেষে মারকিনিয়োসও পেনাল্টিটা মিস করে বসেন।
যার ফলে ব্রাজিলের স্বপ্ন ভেঙে ক্রোয়েশিয়া চলে যায় শেষ চারে। ম্যাচ শেষে লিভাকোভিচ বলেন, ‘আগের ম্যাচেই আমি বলেছিলাম, প্রতি ম্যাচ ধরে ধরে এগোতে চাই। আমরা লড়তে চাই, সমর্থকদের মনও ভরাতে চাই। এখন যে কোনো কিছু সম্ভব।’ক্রোয়েশিয়া পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জিতে সেমিফাইনালের আসন নিশ্চিত করল। এখন তারা মেসিদের মুখোমুখি হবে।
শেষ ষোলো ম্যাচে জাপানকে পেনাল্টিতে রুখে দেওয়ার পর ক্রোয়াটরা তাকে উপাধি দিয়েছিল ‘কিং লিভি’ (রাজা লিভি)। আর কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে সম দক্ষতায় হারিয়ে দেশবাসীর দেওয়া খেতাবের মর্যাদা রাখলেন। এক সময় তার আদর্শ ছিলেন স্পেনের বিশ্বকাপ জয়ী গোলকিপার ইকের কেসিলাস। আর ২০২২ বিশ্বকাপে তিনিই সুপারস্টার।
- হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে শেষ হলো আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফুটবল ম্যাচ
- চরম দু:সংবাদ : অল্পের জন্য রক্ষা পেলো বিমান বাংলাদেশের ৪০০ যাত্রী নিয়ে উড়া বিমান
- শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা নিয়ে আসলো যে সিদ্ধান্ত
- সকলেই সাবধান : আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি
- প্রবাসীরা সাবধান : হতে পারে তিন মাস জেল ও মোটা অঙ্কের জরিমানা
- শিক্ষকদের জন্য দারুন সুখবর : এখন থেকে যত হাজার টাকা বেতন পাবেন শিক্ষকরা
- পিতা যদি সব সম্পত্তি এক সন্তানকে লিখে দেন, তাহলে বাকি সন্তানদের করণীয় কী,জেনেনিন
- প্রকাশ করা হলো জুলাই জাতীয় সনদের খসড়া
- ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার
- সৌদিতে প্রবাসীদের জন্য বড় সুখবর
- ওয়ানডে ক্রিকেট র্যাংকিংয়ে নতুন চমক
- চিরপ্রতিদ্বন্দ্বী দলেই পাড়ি দিচ্ছেন নেইমার
- ছুটি কমছে প্রাথমিক ও মাধ্যমিকের
- নতুন করে আবেদন করলেন বেগম খালেদা জিয়া
- সাব্বিরকে ভুলে যাচ্ছে বিসিবি, ফিরবেন কি এশিয়া কাপে