রোনালদোদের বিদায়ে সেমিতে মরক্কো

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শনিবার আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পর্তুগাল ও মরক্কো। ইউসুফ এন নেসারির দুরন্ত হেডে পর্তুগালের বিরুদ্ধে প্রথমার্ধ শেষে এগিয়ে আছে মরক্কো (১-০)।
রোনালদোকে সাইড বেঞ্চে রেখে মাঠে নামে পর্তুগাল। ৪ মিনিটে পর্তুগালের প্রথম আক্রমণ। ব্রুনো ফার্নান্দেসের ফ্রিকিক থেকে দুরন্ত হেড জোয়াও ফেলিক্সের। তবে তা রুখে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। ১২ মিনিটে ব্রুনোর আরও একটি ফ্রি কিক থেকে গোল করার জায়গায় চলে গিয়েছিল পর্তুগাল। রাফায়েলের শট আটকে যায় মরক্কোর ডিফেন্ডারের গায়ে। প্রথম ১৫ মিনিটে দু’বার প্রতি আক্রমণে ওঠা ছাড়া বিশেষ কিছু করতে পারেনি মরক্কো।
ধীরে ধীরে খেলায় ফেরার চেষ্টা করে মরক্কো। প্রান্ত ধরে কয়েকটি আক্রমণ করেছেন হাকিমি, জিয়েচরা। কিন্তু খুব একটা সমস্যায় পড়েননি পর্তুগালের গোলরক্ষক কোস্তা। ৩০ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ে জোরালো শট হাকান ফেলিক্স। বল সরাসরি গোলের দিকে যাচ্ছিল। কিন্তু ডিফেন্ডারের পায়ে লেগে বল চলে যায় পোস্টের উপর দিয়ে।
৪০ মিনিটে আবার গোলের সুযোগ পায় পর্তুগাল। বাঁ দিক থেকে ক্রসে ফেলিক্সের শট চলে যায় পোস্টের উপর দিয়ে। লক্ষ্যে থাকলে করার কিছুই ছিল না মরক্কো গোলরক্ষকের। ধারার বিপরীতে দারুণ গোল আদায় করে মরক্কো ৪২ মিনিটে। নিজেদের মধ্যে বেশ কয়েকটি পাস খেলে বাঁ প্রান্ত ধরে আক্রমণে ওঠে মরক্কো। বক্সে বল ভাসিয়ে দেন এল-ইদ্রিসি। আগুয়ান গোলরক্ষক কোস্তা বলের নাগাল পাওয়ার আগে অনেকটা লাফিয়ে উঠে হেডে গোল করেন এন-নেসিরি।
গোল হজমের পর যেন তেতে ওঠে পর্তুগাল। চালাতে থাকে আক্রমণ। প্রথমার্ধের শেষের দিকে সুযোগও পায় তারা। বক্সের বাইরে থেকে ব্রুনো ফার্নান্দেসের শট বারে লেগে বেরিয়ে যায়। হতাশ হতে হয় পর্তুগিজদের।
প্রথমার্ধে মরক্কোর সাতটি শট লক্ষ্যে থেকেছে দুটি। সেখানে পর্তুগালের ৫টি শটের একটি ছিল মাত্র লক্ষ্যে। ৬৬ শতাংশ বল পজিশনে রাখা পর্তুগাল কর্ণার আদায় করে দুটি। এই অর্ধে মরক্কো পায় তিন কর্ণার।
- হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে শেষ হলো আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফুটবল ম্যাচ
- চরম দু:সংবাদ : অল্পের জন্য রক্ষা পেলো বিমান বাংলাদেশের ৪০০ যাত্রী নিয়ে উড়া বিমান
- শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা নিয়ে আসলো যে সিদ্ধান্ত
- সকলেই সাবধান : আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি
- প্রবাসীরা সাবধান : হতে পারে তিন মাস জেল ও মোটা অঙ্কের জরিমানা
- শিক্ষকদের জন্য দারুন সুখবর : এখন থেকে যত হাজার টাকা বেতন পাবেন শিক্ষকরা
- পিতা যদি সব সম্পত্তি এক সন্তানকে লিখে দেন, তাহলে বাকি সন্তানদের করণীয় কী,জেনেনিন
- প্রকাশ করা হলো জুলাই জাতীয় সনদের খসড়া
- ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার
- সৌদিতে প্রবাসীদের জন্য বড় সুখবর
- ওয়ানডে ক্রিকেট র্যাংকিংয়ে নতুন চমক
- চিরপ্রতিদ্বন্দ্বী দলেই পাড়ি দিচ্ছেন নেইমার
- ছুটি কমছে প্রাথমিক ও মাধ্যমিকের
- নতুন করে আবেদন করলেন বেগম খালেদা জিয়া
- সাব্বিরকে ভুলে যাচ্ছে বিসিবি, ফিরবেন কি এশিয়া কাপে