| ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপে নিজের সেই স্বপ্ন পূরণ করতে পারবেন তো সিআর-৭

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ ডিসেম্বর ০৬ ১৫:১১:২৯
বিশ্বকাপে নিজের সেই স্বপ্ন পূরণ করতে পারবেন তো সিআর-৭

যে ফুটবলার মানুষকে বিশ্বাস করতে শিখিয়েছে প্রতিভার চাইতে কঠোর পরিশ্রমের প্রয়োজনীয়তা বেশি। আর কেউ নয় কথা বলা হচ্ছে সিআর সেভেন খ্যাত পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। সময়ের সেরা ফুটবলার তর্ক-সাপেক্ষে সর্বকালেরই সেরা তিনি। ফুটবলে গোলের পর গোল, একের পর এক ব্যালন ডিয়ার, ক্লাব ফুটবলের প্রায় সকল শিরোপা ১৬ বছরের ক্যারিয়ারে অর্জনে খাতায় প্রায় কোনো কিছুই বাকি রাখেননি এই ফুটবলার।

যদি কিছু বাকি থাকে সেটি বিশ্বকাপ শিরোপা। বিশ্ব ফুটবলে মাঝারি শক্তির একটি দেশের হয়ে খেলা হয় বলে হয়তো কখনোই মুখ ফুটে বিশ্বকাপ জেতার কথা বলতে পারেননি। তবে বুকের গভীরে বিশ্বকাপ জয়ের আকাঙ্ক্ষা যে রয়েছে তাই ইশারা ইঙ্গিতে ঠিকই বুঝিয়েছেন তিনি। কয়েক বছর আগে বিশ্বকাপ জেতা প্রসঙ্গে রোনালদোকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বিশ্বকাপ একটি স্বপ্ন, সেটি সবকিছুর থেকেই উর্ধ্ব। আমার কাছে সেটি একটি বিশাল স্বপ্নের মতই'"।

এ পর্তুগাল দল নিয়ে বিশ্বকাপ জেতার সম্ভাবনা কতটুকু কিংবা আদৌ সম্ভব কিনা তা ভিন্ন আলোচনা। তবে বিশ্বমঞ্চে নিজের শেষটা সুন্দর হবে এমনটি আশা করতেই পারেন সিআর সেভেন। বাংলাদেশ সময় আজ রাত একটায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। ম্যাচে ফেভারিট সিআর সেভেনের দল। তবে কাতার বিশ্বকাপে ছোট দল বড় দলের মধ্যে তেমন একটা তফাৎ দেখা যায়নি। অনায়াসেই মাঝারি শক্তির দলগুলো ফুটবল জায়ান্টদের হারিয়েছে এবারের আসরে।

ফলে সুইজারল্যান্ডকে একদম প্রতিযোগিতার বাইরে রাখা যাবে না। এছাড়া গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারতে হয় রোনালদোর দলকে। সেই হিসেব করা হলে সুইজারল্যান্ড এর বিপক্ষে হারাটাও অবিশ্বাস্য কিছু হবে না। সুইজারল্যান্ডের মানুষজন ছাড়া প্রায় বিশ্বের সবাই এই ম্যাচে পর্তুগালকে সাপোর্ট করবে। রোনালদোর প্রতি ভালোবাসা এবং সম্মান থেকেই এই সমর্থন। ২০১৬ সালে এই পর্তুগাল দলকে নিয়েই ইউরো জিতেছিল রোনালদো। ফ্রান্স,জার্মানি,ইটালি,ইংল্যান্ড বাঘা বাঘা সব দলকে পেছনে ফেলে ইউরো জিতে পর্তুগিজরা।

বিশ্বকাপ জেতাটাও যে একেবারেই সম্ভব নয় এমনটা বলা বোধহয় ভুল হবে। আর রোনালদোর মতো ফুটবলাররা অসম্ভবকেই তো সম্ভব করতে ভালোবাসে। বিশ্বকাপ জেতার সমীকরণ এখনো বহু দূরে আপাতত সুইস বাধা টপকাতে হবে পর্তুগালকে। এখন পর্যন্ত এই বিশ্বকাপে বেশ দুর্দান্ত ফুটবল খেলেছে সুইজারল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে সুইজারল্যান্ড।

পরবর্তী ম্যাচে ব্রাজিলের বিপক্ষে শেষ ১০ মিনিটে গোল হজম করে হারতে হয় সুইসদের। বিশ্বসেরা আক্রমণ বিভাগ নিয়ে খেলা ব্রাজিলের বিপক্ষে প্রায় ৮৩ মিনিট পর্যন্ত কোনো গোল খায়নি সুইজারল্যান্ড। এমনকি ব্রাজিল ঠিকমতো সুইজারল্যান্ডের রক্ষণেও ঢুকতে পারছিল না। ভাগ্য কিছুটা সহায় হলেই ড্র নিয়ে মাঠ ছাড়তে পারতো সুইসরা।

পরবর্তী ম্যাচে সার্বিয়াকে ৩-২ ব্যবধানে উড়িয়ে রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করে সুইজারল্যান্ড। অর্থাৎ কোনোভাবেই এই ম্যাচে পর্তুগালকে হট ফেভারিট বলা যাবে না। তবে দলটি যেহেতু রোনালদোর, তাই ম্যাচের শুরুতে একটু এগিয়েই থাকবে পর্তুগিজরা। দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফুটবল হোক এবং শেষ হাসিটা রোনালদোর মুখেই থাকুক এমনটিই প্রত্যাশা সমর্থকদের।

ফুটবল

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অভিষেকের পর থেকেই প্রবাসী ফুটবলারদের লাল-সবুজের প্রতিনিধিত্ব করার আগ্রহ ক্রমেই বাড়ছে। ...

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বিজয়ী রদ্রির ইনজুরির কারণে ২০২৫ সালের ব্যালন ডি’অর প্রতিযোগিতা নতুন করে ...



রে