| ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

তবে কি বিশ্বকাপে শেষ ম্যাচটা খেলে ফেললেন লেভানদোভস্কি

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ ডিসেম্বর ০৫ ১২:১৯:০২
তবে কি বিশ্বকাপে শেষ ম্যাচটা খেলে ফেললেন লেভানদোভস্কি

আল থুমামা স্টেডিয়ামে গতকাল রাতে শেষ আটে ওঠার লড়াইয়ে ফ্রান্সের কাছে ৩-১ গোলে উড়ে যায় পোল্যান্ড। খেলার শেষ বাঁশি বাজার আগমুহূর্তে গোল করেছেন পোলিশ তারকা। তাতে হারের ব্যবধান কমানো ছাড়া আর কোনো উপকার হয়নি দলের। গোল করেও উচ্ছ্বাস দেখা যায়নি লেভার মুখে।

লেভার বয়স এখন ৩৪। এই সময়ই খেলোয়াড়রা ফুরিয়ে যেতে শুরু করেন। লেভা কি সেই ফুরিয়ে যাওয়া যাত্রার শুরুটা দেখতে পাচ্ছেন? সেটা অবশ্য সময়ই বলে দেবে। তবে যদি বিশ্বকাপের কথা বলা হয়, তাহলে হয়তো এটাই লেভার শেষ ম্যাচ। কারণ পরবর্তী বিশ্বকাপের সময় তার বয়স হবে ৩৮।

জাতীয় দলের জার্সিটা তুলে রাখবেন কিনা—এমন প্রশ্নে কৌশলী জবাব দিয়েছেন লেভা। তিনি বলেন, ‘শারীরিক দিক থেকে আমি কোনো ভয় পাচ্ছি না। চার বছর পর জাতীয় দলের হয়ে খেলতে পারব বলেই বিশ্বাস করি। কিন্তু ফুটবলের বাইরেও অনেক কিছুই আছে, যেগুলোর ওপর আপনাকে নির্ভর করতে হয়।’

লেভা বলেন, আমি আমার অবস্থান নিয়ে সুখী কিনা, তার ওপরও নির্ভর করে অনেক কিছু। তাই এখনই হ্যাঁ-না বলে দেওয়াটা কঠিন। খেলার দিক থেকে আমি মোটেও ভীত নই, তবে ভিন্ন কিছু বিষয় আছে। সবকিছু একসঙ্গে ভাবনায় এনে তবেই সিদ্ধান্ত নিতে পারব।

ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পরও পোলিশ অধিনায়ক সন্তুষ্ট, ‘আমরা বিশ্বকাপে আরেকটু দূর যেতে পারতাম। তবে আমরা গ্রুপ পর্বের বাইরেও খেলতে চেয়েছিলাম, সেই লক্ষ্য পূরণ হয়েছে। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটা সব সময়ই অনেক কঠিন।’

ফুটবল

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অভিষেকের পর থেকেই প্রবাসী ফুটবলারদের লাল-সবুজের প্রতিনিধিত্ব করার আগ্রহ ক্রমেই বাড়ছে। ...

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বিজয়ী রদ্রির ইনজুরির কারণে ২০২৫ সালের ব্যালন ডি’অর প্রতিযোগিতা নতুন করে ...



রে