এক ম্যাচ দিয়ে পেলেকে ছাড়িয়ে রোনালদো

তবে বৃহস্পতিবার রাতে গোল করে সবাইকে পেছনে ফেলে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। হ্যাঁ, কাতার বিশ্বকাপে ঘানার বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করেই পাঁচ বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হয়ে গেলেন পর্তুগালের এই অধিনায়ক।
বলা যায়, রোনালদো এখন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। নিজের রেকর্ড নিজেকেই ভাঙতে হবে। অন্য কাউকে সহজে আর ছাড়াতে হবে না। বরং বাড়তি কৃতিত্বের কারণে এখন নিজেকে নিজেই অতিক্রম করে যেতে হবে।
রোনালদো প্রথম বিশ্বকাপ খেলেছেন জার্মান বিশ্বকাপে, ২০০৬ সালে। সেই বিশ্বকাপেই ইরানের বিরুদ্ধে বিশ্বকাপ কেরিয়ারের প্রথম গোলটি করেছিলেন। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে একটি করে গোল করেছিলেন এই পর্তুগিজ সুপারস্টার। তবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করে এক লাফে সংখ্যাটা দ্বিগুণ করে ফেলেন। রাশিয়া বিশ্বকাপে আরও একটি গোল করা ‘সিআর সেভেন’ বিশ্বকাপ কেরিয়ারের অষ্টম গোলটি করলেন ঘানার বিপক্ষে।
ম্যাচ শেষে পর্তুগিজ এই মহাতারকা বললেন, ‘আমার পঞ্চম বিশ্বকাপ গোল, সত্যি একটি অসাধারণ মুহূর্ত। ম্যাচটাও আমরা শেষ করলাম জয় দিয়েই। আমরা জানতাম, প্রথম ম্যাচে জয় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু এই বিশ্বকাপ রেকর্ড আমাকে সত্যিকারের গর্বিত করেছে।’ পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘বিশ্বকাপের শুরুতেই এই জয় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু এখনো কিছুই পাইনি। সবে প্রথম পদক্ষেপটা করলাম। আমাদের এখন লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের পুরো নজর সেই দিকে। চলো, পর্তুগাল।’ সদ্য ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাব ম্যানইউ ত্যাগ করা রোনালদো বিষয়টির দিকে ইঙ্গিত করে বলেন, ‘ওটা ছিল একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এক সপ্তাহের মধ্যে আমরা বিষয়টির ইতি টানতে পারলাম। পুরোনো প্রসঙ্গটি ভুলে আমি এখন নতুন ভোরের নিঃশ্বাস নিতে চাই। এখন আমি আমার জাতীয় দলকে সহায়তা করতে চাই।’
পর্তুগালে কোচ ফার্নান্দো সান্তোসও ৩৭ বছর বয়স্ক রোনালদোকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘মানুষ অনেকদিন ধরে তার রেকর্ড নিয়ে কথা বলবে। বিশ্ব ফুটবলে অন্য মহাতারকাদের মাঝে রোনালদো নিজেই একটি প্রপঞ্চ, একজন কিংবদন্তি। আগামী ৫০ বছর পর্যন্ত তার বিশ্বকাপ রেকর্ড অক্ষুণ্ন থাকলেও আমি বিস্মিত হব না।’
অবশ্য ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী গোলদাতার রেকর্ডটি রয়েছে ক্যামেরুনের রজার মিলার নামে। ১৯৯৪ বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষে ৪২ বছর ৩৯ দিন বয়সে গোল করেছিলেন কিংবদন্তি রজার মিলা।
এ ছাড়া সর্বোচ্চ সংখ্যক ম্যাচসেরার পুরস্কার জেতার নতুন রেকর্ড গড়েছেন রোনালদো। ঘানার বিপক্ষে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ সপ্তমবার ম্যাচসেরার পুরস্কার জেতেন সিআর সেভেন। এরচেয়ে বেশি ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার রেকর্ড নেই আর কারও।
- আলোচিত মেয়ে বাবা কান্ড, শিফার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
- জামায়াতে ইসলামী ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রেস সচিব
- কমলো সয়াবিন তেলের দাম, তিন বছরের মধ্যে সর্বনিম্ন
- বঙ্গবন্ধুর লালিত দল নিয়ে হুঁশিয়ারি, যুদ্ধ নিয়েও আশঙ্কা: কাদের সিদ্দিকী
- আজ থেকে দেশের বাজারে নতুন দামে বিক্রি হবে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপা
- আবারও শুরু হচ্ছে আইপিএল! একদিনে একাধিক ম্যাচ, আসছে নতুন নিয়ম
- বেড়ে গেলো আজকের সৌদি রিয়াল রেট (১২ মে ২০২৫)
- হঠাৎ ধস নামলো স্বর্ণের দামে, কারণ জানলে চমকে উঠবেন
- আ:লীগের জন্য সবচেয়ে বড় দু:সংবাদ দিলো নির্বাচন কমিশন
- আওয়ামী লীগ নিষিদ্ধের পর যে আতঙ্কে বিএনপি
- জামায়াতকে কাজে লাগানো শেষ, এখন পাকিস্তানপন্থী বলে চালিয়ে দাও
- পরপর ৬ উইকেট তুলে নিলো বাংলাদেশ,দেখেনিন সর্বশেষ স্কোর
- আলোচিত দুই বোন ও ১৫ বছরের ভাগ্নে,কে নিয়ে অবিশ্বাস্য তথ্য দিলো গোয়েন্দা পুলিশ
- আবারও কমল সোনার দাম, ভরিতে কমেছে ৩১৩৮ টাকা
- যে কারনে পিনাকি, ইলিয়াস ও কনকদের ভয় পাচ্ছে