কাতার বিশ্বকাপে সে-ই পর্তুগালের আশা ভরসা

তবে মুদ্রার এক পাশ অর্থাৎ রোনালদো সাম্প্রতিক সময় নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছেন। মৌসুমের পর মৌসুম গোলের বন্যা ভাসিয়ে দেওয়া রোনালদো ২০২২-২৩ মৌসুমে এখন পর্যন্ত গোল করেছেন মাত্র তিনটি। প্রিমিয়ার লিগে একটি এবং ইউরোপা লীগে দুটি। বলতে গেলে প্রিমিয়ার লিগের পুরো মৌসুমই বেঞ্চে বসে কাটিয়েছেন রোনালদো।
তার চেয়েও বড় কথা সুযোগ পাওয়া ম্যাচগুলোতেও একাধিক গোলের সুযোগ হাতছাড়া করেছেন এই পর্তুগিজ তারকা। একসময় যেখানে সুযোগ ছিল না সেখানেও গোল করে বসা রোনালদো, সুযোগ পেয়েও হাতছাড়া করছেন। খবর আছে বিশ্বের বড় বড় ক্লাবগুলো এখন রোনালদোর প্রতি অনাগ্রহী হয়ে উঠছে। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচও রোনাল্ডোর উপর খুব একটা ভরসা করতে পারছেন না। যদিও সংবাদমাধ্যমে খোলাখুলি রোনাল্ডোর প্রশংসাই করে চলছেন ইউনাইটেডের কোচ বেনি মাকার্থি। চারদিক থেকে যখন সমালোচনার ঝড় বয়ে উঠছে রোনালদোর উপর, তখন পর্তুগালের সতীর্থসহ কোচ ফার্নান্দো সান্তস্কে অবশ্য পাশে পাচ্ছেন সিআর সেভেন।
রোনালদোর সতীর্থ এবং পর্তুগাল দলের ডিফেন্ডার রুবেন দিয়াস বলেন"পর্তুগালের সব ফুটবল প্রজন্মের মধ্যে তিনজন আলাদাভাবে ছাপ রাখতে পেরেছেন। তারা হলেন ইউসিবি ও লুইস ফিগো ও ক্রিস্তিয়ানো রোনাল্ডো। তারা বিশ্ব ফুটবলেও তাদের পদচিহ্ন এঁকেছেন। তাদের পেয়ে আমরা ভাগ্যবান,তাদের সাথে খেলার অনুভূতিটা আমাদের জন্য বিশেষ। আসলেই এর মূল্য অনেক। বিশ্বকাপে অবশ্যই এটা আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা যোগাবে।
"দুমাস আগে স্পেনের বিপক্ষে রোনাল্ডোর নিশ্চিত গোলের কয়েকটি সুযোগ হাতছাড়া করার পর পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তস্কে এ প্রসঙ্গে মন্তব্য করতে বলা হলে তিনি বলেন"আমার কাছে গুরুত্বপূর্ণ দল কেমন খেলছে। রোনাল্ডোর কাছে বেশ কয়েকটি সুযোগ ছিল। যার মধ্যে দুটি তো অবশ্যই কাজে লাগানোর মতো। স্বভাবতই এসব সুযোগ কাজে লাগিয়ে থাকে রোনালদো।
তবে কোনো কারণে আজকের ম্যাচে পারেনি। এটি নিয়ে তেমন মাথা ঘামাতে রাজি নয় আমি"অর্থাৎ এই কঠিন সময়েও রোনালদোর পাশে রয়েছেন পর্তুগাল বস। ক্লাব ফুটবলে ফর্ম পরে যাওয়ার পর থেকে খুব একটা সমর্থন না পেলেও নিজের দেশে পূর্ণ সমর্থনই পাচ্ছেন রোনালদো। তাদের বিশ্বাস বড় মঞ্চে জ্বলে উঠবেন এই বড় ফুটবলার। ২০ নভেম্বর পর্দা উঠতে চলেছে কাতার বিশ্বকাপের। ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল।
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
- হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে শেষ হলো আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফুটবল ম্যাচ
- চরম দু:সংবাদ : অল্পের জন্য রক্ষা পেলো বিমান বাংলাদেশের ৪০০ যাত্রী নিয়ে উড়া বিমান
- প্রবাসীরা সাবধান : হতে পারে তিন মাস জেল ও মোটা অঙ্কের জরিমানা
- শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা নিয়ে আসলো যে সিদ্ধান্ত
- মর্যাদার মুখোশে নৈতিক চাপ: স্টোকসের ড্র অফার প্রত্যাখ্যানের ঘটনায় বিতর্ক
- ওয়াকআউটের পর যা বললেন সালাহউদ্দিন, রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ
- সরকারি চাকরিজীবীদের জন্য ৭ জরুরি সতর্কবার্তা, ফাঁদে পড়লে নিতে হবে ব্যবস্থা
- বাংলাদেশ ক্রিকেটে নতুন দু:সংবাদ : তাসকিনের নামে থানায় জিডি
- প্রকাশ করা হলো জুলাই জাতীয় সনদের খসড়া
- সকলেই সাবধান : আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি
- শিক্ষকদের জন্য দারুন সুখবর : এখন থেকে যত হাজার টাকা বেতন পাবেন শিক্ষকরা
- পিতা যদি সব সম্পত্তি এক সন্তানকে লিখে দেন, তাহলে বাকি সন্তানদের করণীয় কী,জেনেনিন
- সৌদিতে প্রবাসীদের জন্য বড় সুখবর
- ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার