নেইমারের দুর্দান্ত গোলের মাদ্ধমে শেষ হল পিএসজির ম্যাচ, জেনে নিন ফলাফল

প্রথমার্ধের যোগ করা সময়ে গোলটি করেছেন নেইমার; অ্যাসিস্ট করেছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। লিগ ওয়ানে এ নিয়ে টানা ২০ ম্যাচে অপরাজিত রইলো পিএসজি। এর আগে মে ২০১৮ থেকে জানুয়ারি ২০১৯ পর্যন্ত টানা ২১ ম্যাচ হারের মুখ দেখেনি তারা।
ইনজুরি কাটিয়ে আজ ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে পিএসজির শুরুর একাদশে ফিরেছেন লিওনেল মেসি। আর তাতে ফরাসি জায়ান্টদের আক্রমণভাগও হয়ে উঠেছিল দারুণ শক্তিশালী। একের পর এক আক্রমণ শানিয়েছে 'এমএনএম' ত্রয়ী।
আক্রমণের ধারা বজায় রেখে চতুর্থ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পিএসজি। মেসির নিচু শট অবশ্য ঝাঁপিয়ে ফেরান মার্শেই গোলরক্ষক লোপেজ। পরের মিনিটে এমবাপ্পের ক্রসে বল পেয়ে বক্সের ভেতর থেকে শট নেন আশরাফ হাকিমি। এবারও দারুণ দক্ষতায় ফেরান লোপেজ।
১৯তম মিনিটে ফের আক্রমণে উঠে আসে পিএসজি। কিন্তু এবারও বাধা হয়ে দাঁড়ান এই লোপেজ। পোস্টের বাঁ প্রান্ত লক্ষ্য করে শট নেন এমবাপ্পে, ঠেকিয়ে দেন সফরকারী দলের গোলরক্ষক। তবে পিএসজসির মুহুর্মুহু আক্রমণ সামলে ধীরে ধীরে গুছিয়ে উঠতে থাকে মার্শেই। কিন্তু ২৭তম মিনিটে তাদের রক্ষণদেয়াল ভেদ করেন নেইমার। তার কাছ থেকে বল পেয়ে সোজা গোলমুখে শট নেন এমবাপ্পে, কিন্তু লোপেজ হাত বাড়িয়ে বল ক্রসবারের উপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন।
৩৫তম মিনিটে মেসির ফ্রি-কিকে বল ক্রসবারের নিচে লেগে ফিরলে ফিরতি শট নেন ভেরাত্তি। কিন্তু তার শট ব্লক করে ক্লিয়ার করে দেন মার্শইয়ের ডিফেন্ডাররা। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আর শেষ রক্ষা হয়নি তাদের। এবার তাদের রক্ষণের ভুলে বল পেয়ে বক্সের ভেতরে নেইমারের দিকে পাঠান এমবাপ্পে, ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান তারকা। এ মৌসুমে লিগ ওয়ানে তার নবম গোল এটি।
দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা চালায় মার্শেই। ৫২তম মিনিটে তাদের একটি প্রচেষ্টা ভণ্ডুল করে দেন পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দুন্নারুম্মা। ওই একটি ভালো সুযোগ নষ্ট করার পর ফের পিএসজির আক্রমণের মুখে পড়ে সফরকারী দল। ৭২তম মিনিটে দলটির কপাল পোড়ে স্যামুয়েল গিগট লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। নেইমারকে খুব বাজেভাবে ট্যাকল করায় রেফারি সরাসরি মাঠ থেকে বের হয়ে যাওয়ার ইশারা করেন কার্ড দেখিয়ে। ১০ জনের মার্শেই আর ঘুরে দাঁড়াতে পারেনি।
১১ ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো পিএসজি। সমান ম্যাচে ৭ জয় এবং ২টি করে ড্র ও হারে ২৩ পয়েন্ট নিয়ে মার্শেই আছে চতুর্থ স্থানে।
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
- হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে শেষ হলো আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফুটবল ম্যাচ
- চরম দু:সংবাদ : অল্পের জন্য রক্ষা পেলো বিমান বাংলাদেশের ৪০০ যাত্রী নিয়ে উড়া বিমান
- প্রবাসীরা সাবধান : হতে পারে তিন মাস জেল ও মোটা অঙ্কের জরিমানা
- শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা নিয়ে আসলো যে সিদ্ধান্ত
- মর্যাদার মুখোশে নৈতিক চাপ: স্টোকসের ড্র অফার প্রত্যাখ্যানের ঘটনায় বিতর্ক
- ওয়াকআউটের পর যা বললেন সালাহউদ্দিন, রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ
- সরকারি চাকরিজীবীদের জন্য ৭ জরুরি সতর্কবার্তা, ফাঁদে পড়লে নিতে হবে ব্যবস্থা
- বাংলাদেশ ক্রিকেটে নতুন দু:সংবাদ : তাসকিনের নামে থানায় জিডি
- প্রকাশ করা হলো জুলাই জাতীয় সনদের খসড়া
- সকলেই সাবধান : আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি
- শিক্ষকদের জন্য দারুন সুখবর : এখন থেকে যত হাজার টাকা বেতন পাবেন শিক্ষকরা
- পিতা যদি সব সম্পত্তি এক সন্তানকে লিখে দেন, তাহলে বাকি সন্তানদের করণীয় কী,জেনেনিন
- সৌদিতে প্রবাসীদের জন্য বড় সুখবর
- ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার