| ঢাকা, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

অবসরের কথা ভেবে ফেলেছেন নেইমার

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ জুন ১৯ ২০:৪৬:৩০
অবসরের কথা ভেবে ফেলেছেন নেইমার

কয়েক মাস আগে ইঙ্গিত দিয়েছিলেন আসন্ন কাতার বিশ্বকাপের পর অবসরে চলে যেতে পারেন। অবসর ভাবনার কথা সতীর্থদেরও নাকি জানিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর কথায় সেটা উঠে এলো।

বয়স মাত্র ২১ হলেও এরই মধ্যে প্রতিভার জানান দিয়েছেন ব্রাজিলিয়ান তরুণ। রিয়াল মাদ্রিদে নিজের অবস্থানকে গুরুত্বপূর্ণ করে তুলেছেন। ব্রাজিলের হয়েও নিয়মিত খেলছেন। মনে করা হচ্ছে, আগামীর বড় তারকা হবেন রদ্রিগো। নেইমারও মনে করছেন তেমনটা।

এই অভিব্যক্তিটা প্রকাশ করতে গিয়েই মূলত নিজের অবসরের চিন্তা জানিয়েছেন নেইমার। সম্প্রতি এক সাক্ষাৎকারে রদ্রিগো বলেন, ‘নেইমার আমাকে বলেছেন, “আমি জাতীয় দল ছাড়ার পথে এবং ১০ নম্বরটা তোমার।’ আবসরের ভাবনা ঘুরছে নেইমরের মাথায়।

কিন্তু রদ্রিগো এমন কথা শুনে খুশি হওয়ার চেয়ে অনেকের মতো আশ্চর্যই হয়েছেন বেশি। ৩৮ বছর বয়সেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সেও খেলে যাচ্ছেন জ্লাতান ইব্রাহিভোমিচ। অথচ নেইমার কিনা ৩০’শেই অবসরের কথা ভাবছেন!

তাছাড়া অসাধারণ একটি রেকর্ড ডাকছে তাকে। ব্রাজিল জাতীয় দলের হয়ে এরই মধ্যে ৭৪ গোল করে ফেলেছেন নেইমার। সর্বকালের সেরা ফুটবলার পেলে ব্রাজিলের হয়ে গোল করেছেন ৭৭টি। অর্থাৎ আর মাত্র ৫টি গোল করলেই কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যাবেন নেইমার। এদিকে ব্রাজিল দল হিসেবে দিনকে দিন আরও শক্ত হচ্ছে। এর মধ্যে অবসরের ভাবনা অবাক করার মতোই।

নেইমারের কথা শুনে রদ্রিগোও আশ্চর্য হয়েছেন। রদ্রিগো বলেন, ‘আমি বুঝতে পারছিলাম না এর উত্তরে তাঁকে কী বলব। আমি একটু বিব্রতও হয়েছি। আমি তাঁকে বলেছি, যেন আরও কিছুদিন জাতীয় দলে খেলেন। বলেছি যে আমি চাই না এখনই অবসর নিক। আমার কথা শুনে শুধু হেসেছেন।’

ক্রিকেট

চলছে ভারত ও ইংল্যান্ড ম্যাচ : দুর্দান্ত সূচনা ভারতের,দেখেনিন সর্বশেষ স্কোর

চলছে ভারত ও ইংল্যান্ড ম্যাচ : দুর্দান্ত সূচনা ভারতের,দেখেনিন সর্বশেষ স্কোর

নিজস্ব প্রতিবেদক : ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ড বনাম ভারতের চতুর্থ টেস্টে টস জিতে ফিল্ডিং নিয়েও ...

পরপর ২ উইকেট হারালো ভারত, দেখেনিন সর্বশেষ স্কোর

পরপর ২ উইকেট হারালো ভারত, দেখেনিন সর্বশেষ স্কোর

নিজস্ব প্রতিবেদক: ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে দারুণ সূচনা করেছে ...

ফুটবল

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যারা

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যারা

ফুটবল জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর নিয়ে শুরু হয়ে গেছে হিসাব-নিকাশ। কে পাচ্ছেন ...

রোনালদোকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তির মন্তব্য নিয়ে আলোচনার ঝড়

রোনালদোকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তির মন্তব্য নিয়ে আলোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক : ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদ ছিল ‘একটি ভুল সিদ্ধান্ত’—এমনটাই দাবি করেছেন ...

Scroll to top

রে
Close button