| ঢাকা, শনিবার, ৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০

লিটনের নতুন কীর্তি

২০২২ মে ২৮ ১৩:২২:২৩
লিটনের নতুন কীর্তি

শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে তিনি করেন ৫২ রান। টেস্টে ৫ হাজার ২৩৫ রান নিয়ে সবার ওপরে আছেন মুশফিকুর রহিম। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে লিটনের উপরে আছেন মাত্র ৪ জন।

মুশফিকের পর তার উপরে তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুমিনুল হক। চলতি ম্যাচসহ ৫৬ ইনিংসে ২ হাজার রানের দেখা পান লিটন। হাফ সেঞ্চুরি ১৩টি ও সেঞ্চুরি ৩টি। গড় ৩৭.০৭। গড়ের দিক থেকে তিনি অবস্থান করছেন পঞ্চম স্থানে। ৩৯.৫৩ গড়ে সবার উপরে তামিম।

এরপর সাকিব, মুমিনুল, ও মুশফিকের অবস্থান। টেস্ট ক্রিকেটে ২০২১ ও ২০২২ সাল লিটনের দুর্দান্ত কাটছে। ২০২১ সালে ৭ টেস্ট খেলে ৫৯৪ রান করেন। সেঞ্চুরি করেন একটি, হাফ সেঞ্চুরি ৫টি। আর চলতি বছর এখন পর্যন্ত ৬ ম্যাচে করেন ৫৪৯ রান।

সেঞ্চুরি ও ফিফটি দুটি করেন। চলমান সিরিজেও লিটনের ব্যাট কথা বলছে। চট্টগ্রামে প্রথম ইনিংসে ৮৯ রান করেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে হয়নি। আর ঢাকা টেস্টের প্রথম ইনিংসে খেলেন ক্যারিয়ার সেরা ১৪১ রানের ইনিংস।

পাঠকের মতামত:

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর



রে