| ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বৃষ্টি হলে কী হবে আইপিএলের প্লে-অফ ও ফাইনালের ভাগ্য, জানিয়ে দিল বিসিসিআই

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ মে ২৩ ১৬:২২:৩৫
বৃষ্টি হলে কী হবে আইপিএলের প্লে-অফ ও ফাইনালের ভাগ্য, জানিয়ে দিল বিসিসিআই

এবারের আসরে তালিকার শীর্ষ চারে থেকে প্লে-অফে জায়গা করে নিয়েছে যথাক্রমে গুজরাট টাইটান্স, রাজস্থান রয়্যালস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই চার দলের প্লে-অফে বৃষ্টি বাধায় যাতে কোনো ম্যাচ মিস না হয়, সেজন্য বিশেষ উদ্যোগ নিয়েছে আইপিএলের গভর্নিং বডি। যেখানে সুপার ওভার থেকে শুরু করে, সময় বাড়ানো এমনকি ফাইনালের জন্য রিজার্ভ ডে সুবিধাও রাখছে আয়োজকরা।

প্রথম কোয়ালিফায়ারে শীর্ষস্থানে থাকা গুজরাটের মুখোমুখি হবে দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান। কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ২৪ মে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এদিকে প্রথম এলিমিনেটর ম্যাচে পরের দিন একই মাঠে খেলবে তালিকার তিন ও চারে থাকা লক্ষ্ণৌ ও বেঙ্গালুরু। ২৭ মে আহমেদাবাদে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং একই ভেন্যুতে ফাইনাল হবে ২৯ মে।

চলতি আইপিএলে রাতের ম্যাচ গুলো রাত ৮টায় শুরু হয়ে আসছে। প্লে-অফের ম্যাচগুলোও একই সময় শুরু হবে। তবে ফাইনালের ক্ষেত্রে খেলা শুরু হবে রাতের ৮টা ৩০ মিনিটে। তবে বৃষ্টি বাধায় কোনো সমস্যা হলে প্লে-অফের ম্যাচ গুলো রাতের ৯টা ৪০ মিনিটে শুরু হবে। সেক্ষেত্রে কোনো ওভার কাটা যাবে না। ২৯ মের ফাইনালে রাতের ১০টা ১০ মিনিটে খেলা শুরু হলেও বাদ যাবে না কোনো ওভার।

এ ছাড়াও প্লে-অফের ম্যাচে প্রয়োজনে পাঁচ ওভারের ম্যাচ খেলার সুযোগ থাকবে। সেটাও সম্ভব না হলে সুপার ওভার দিয়ে নির্ধারিত হবে জয়ী দল। আয়োজকদের ভাষ্যে, ‘প্লে অফ ম্যাচে প্রয়োজনে দুই দল পাঁচ ওভারের ম্যাচ খেলবে। যাতে খেলার ফলাফল নির্ধারণ করা সম্ভব। পাঁচ ওভারের ম্যাচে কোনো টাইমআউট থাকবে না। সেক্ষেত্রে ম্যাচ শুরু হবে ১১টা ৫৬তে। দশ মিনিটের বিরতিতে শেষে যা শেষ হবে ১২টা ৫০ এ।’

এলিমিনেটর ম্যাচ এবং কোয়ালিফায়ার ম্যাচ (যেগুলোর কোনো রিজার্ভ ডে নেই) এসব ক্ষেত্রে সময় শেষ হয়ে গেলে পাঁচ ওভারের ম্যাচ খেলা সম্ভব হবে না। সেক্ষেত্রে সিচুয়েশন ডিমান্ড করলে সুপার ওভারে জয়ী দল নির্ধারণ করা হবে। ১২টা ৫০ মিনিটে সেক্ষেত্রে সুপার ওভার শুরু হবে।

আর যদি সুপার ওভারও খেলা সম্ভব না হয়, তাহলে রাউন্ড রবিন লিগের গ্রুপ পর্ব শেষে যে দল তালিকার উপরে ছিল তাদের জয়ী বলে ঘোষণা করা হবে।

ফাইনালের দিন যদি খেলা সম্ভব না হয়, যদি এমন হয় যে এক বল খেলার পর খেলা বন্ধ হয়ে যায়, তবে রিজার্ভ ডেতে যেখানে খেলা শেষ হয়েছে সেখান থেকে আবার খেলা শুরু হবে। আর যদি কেবল টস শেষে না খেলা সম্ভব হয়, তবে রিজার্ভ ডেতে খেলা শুরুর আগে নতুন করে আবার টস হবে।

ক্রিকেট

টিভিতে আজকের খেলার সূচি ও কোন খেলা দেখবেন কোন চ্যানেলে

টিভিতে আজকের খেলার সূচি ও কোন খেলা দেখবেন কোন চ্যানেলে

নিজস্ব প্রতিবেদক: খেলাধুলার আসর মানেই সবার মধ্যে আলাদা এক উত্তেজনা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ...

কোহলি-রোহিতের অবসর নিয়ে যে ঘোষণা দিলো ভারতীয় ক্রিকেট বোর্ড

কোহলি-রোহিতের অবসর নিয়ে যে ঘোষণা দিলো ভারতীয় ক্রিকেট বোর্ড

নিজস্ব প্রতিবেদক : টেস্ট ও টি-টোয়েন্টি থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ...

ফুটবল

ভারত বনাম বাংলাদেশ লাইভ: শেষ হলো প্রথমার্ধের খেলা,জেনেনিন সর্বশেষ ফলাফল

ভারত বনাম বাংলাদেশ লাইভ: শেষ হলো প্রথমার্ধের খেলা,জেনেনিন সর্বশেষ ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

"ভারতে খেলতে আসছে মেসির আর্জেন্টিনা, কেরালায় হবে প্রীতি ম্যাচ"

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য আসছে দারুণ এক চমক। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল আগামী নভেম্বরে ...

Scroll to top

রে
Close button