| ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

প্রথম ইনিংসে বাংলাদেশের লিড

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ মে ১৮ ১৮:০৬:২৩
প্রথম ইনিংসে বাংলাদেশের লিড

দশম ব্যাটার পেসার শরিফুল ইসলাম হাতে আঘাত পেয়ে মাঠ ছাড়লে শেষ পর্যন্ত বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ৪৬৫ রানে। শ্রীলংকার প্রথম ইনিংস থেমেছিল ৩৯৭ রানে। অর্থাৎ প্রথম ইনিংসে ৬৮ রানের লিড পেলো বাংলাদেশ।

বুধবার (১৮ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ উইকেটে ৩১৮ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ক্রিজে ছিলেন মুশফিকুর রহিম (৫৩*), লিটন দাস (৫৪ *)। দিনের প্রথম সেশনটা নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছেন এই দুজন। ব্যাটিং দেখে মনে হচ্ছিল সেঞ্চুরি পেতে যাচ্ছেন দুজনই।

কিন্তু লাঞ্চ বিরতির পরই হঠাৎ ছন্দপদন। লাঞ্চে লিটন দাস পছন্দের খাবার পেয়েছিলেন কিনা কে জানে! সেই রাগ বুঝি ঝাড়তে চাইলেন শ্রীলংকান বোলারদের ওপর! লাঞ্চ বিরতি শেষে প্রথম বলেই আউট। বদলি পেসার রাজিথার অনেকটা বাইরের বল অযথা তাাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন লিটন। সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে ফিরেছেন ১৮৯ বলে ১০টি চারের সাহায্যে ৮৮ রান কর।

এরপর উইকেটে আসেন আগের দিন হাতের পেশিতে টান পেয়ে ১৩৩ রানে মাঠ ছাড়া তামিম ইকবাল। তামিম মাঠে নেমে প্রথম বলেই আউট। রাজিথার ডেলিভারিটা অবশ্য ছিল দুর্দান্ত। অফ স্ট্যাম্পের বাইরে পরে ভেতরে ঢুকেছে অনেকটা। ব্যাটে-বলে করতে পারেননি তামিম। সরাসরি বোল্ড।

গত আফগানিস্তান সিরিজে এই ভেতরে ঢোকা বলে বহু ভুগেছেন তামিম। আজও ঠিক সেভাবেই ফেরার আগে ২১৮ বল খেলে ১৫টি চারের সাহায্যে ১৩৩ রান করেছেন।

মুশফিকুর রহিম অপরপ্রান্তে অবিচলই ছিলেন। রানের চিন্তা বাদ দিয়ে উইকেট আকড়ে পড়ে ছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার। অপর দিকে সাকিব আল হাসান সাত নম্বরে ব্যাটিং করতে নেমে কিছুটা আক্রমনাত্মক হতে চেয়েছেন। তবে সফল হতে পারেননি। আসিথা ফার্নান্দোর শরীর তাক করা বলে উচিয়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ব্যক্তিগত ২৬ রানের মাথায়। বিজ্ঞাপন

খানিকবাদে ফিরেছেন মুশফিকুর রহিমও। তবে ফেরার আগে ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন অনেকদিন অফ ফর্মে থাকা মুশফিক। ১০৫ রান করে ফেরার আগে ২৮২ বল খেলে চার মেরেছেন মাত্র ৪টি, ছক্কা নেই। এতেই বুঝা যায়, রানের চিন্তা বাদ দিয়ে কিভাবে উইকেট আগলে পড়ে ছিলেন মুশফিক।

বাকি সময়ে লেজের ব্যাটারদের নিয়ে লিড বাড়ানোর চেষ্টা করে গেছেন তাইজুল ইসলাম। ৪৫ বলে ৩ টি চারের সাহায্যে ২০ রান করে ফিরেছন তাইজুল। বাংলাদেশ থেমেছে ৪৬৫ রানে। বিজ্ঞাপন

শ্রীলংকার হয়ে রাজিথা ৬০ রানে নিয়েছেন চার উইকেট। আসিথা ফার্নান্দো ৭২ রানে নিয়েছেন তিন উইকেট।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

আজকের খেলার সূচি: লিডস বনাম এভারটন ও লা লিগা ম্যাচের রোমাঞ্চ

আজকের খেলার সূচি: লিডস বনাম এভারটন ও লা লিগা ম্যাচের রোমাঞ্চ

নিজস্ব প্রতিবেদক ; আজ সোমবার খেলাধুলার ভক্তরা একাধিক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী হতে চলেছেন। ভোর থেকে ...

বিপিএল ফিক্সিংয়ের চাঞ্চল্যকর তথ্য: এক ম্যাচ হারলেই ৪০০ কোটি টাকা

বিপিএল ফিক্সিংয়ের চাঞ্চল্যকর তথ্য: এক ম্যাচ হারলেই ৪০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বিপিএলের সর্বশেষ আসরে শুধু খেলা নয়, ছিল ফিক্সিংয়ের ছায়া—এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ...

ফুটবল

মাঠে নামছে অনূর্ধ্ব-২৩ দল: কখন, কোথায়, কিভাবে দেখবেন

মাঠে নামছে অনূর্ধ্ব-২৩ দল: কখন, কোথায়, কিভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্ব সামনে রেখে গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে ...

মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা, মুখ খুললেন দি মারিয়া

মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা, মুখ খুললেন দি মারিয়া

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার ফুটবল যখনই আলোচনায় আসে, লিওনেল মেসির নাম সেখানে অবধারিতভাবেই উঠে আসে। বিশেষ ...

Scroll to top

রে
Close button