রিভার্স সুইপ নিয়ে মুশফিককে উপদেশ দিলেন কোচ ডোমিঙ্গো

দলের সংকটের মুহূর্তে যখন খুব প্রয়োজন মুশফিক দলের হাল ধরবেন, হয়তো উইকেটে সেট হচ্ছিলেন, হয়তো অনেকগুলো উইকেট পড়ে গেছে, মুশফিকের হাল ধরা উচিৎ- ওই সময়ই খেলে বসেন দায়িত্বজ্ঞানহীন শটটা। দলকে আরও বিপদের মুখে ফেলে রেখে ফিরে আসেন সাজঘরে।
বিশেষ করে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তিনি সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন তার 'রিভার্স সুইপ' শট নিয়ে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনে লাঞ্চ বিরতির ৪ মিনিট আগে তিনি রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হন।
এই রিভার্স সুইপ নিয়ে একের পর এক সমালাচনার শিকার হলেও, মুশফিক যেন কোনো কিছুই কানে তোলেন না। কোনো কিছুরই তোয়াক্কা করেন না। এবার শ্রীলঙ্কা সিরিজের আগেও মুশফিকের সেই কাণ্ডজ্ঞানহীন রিভার্স সুইপ নিয়ে আলোচনা উঠে গেছে। এবারও কী এ ধরনের শট খেলতে উদ্যোগি হবেন মুশফিক?
মুশফিকের এই রিভার্স সুইপ শট খেলা নিয়ে তাকে কী বার্তা দিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো? এ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন বাংলাদেশ দলের প্রধান কোচের কাছেই জানতে চাওয়া হলো বিষয়টা নিয়ে।
শুক্রবার চট্টগ্রামে মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে মুশফিকের রিভার্স সুইপ সম্পর্কে তিনি বলেন, ‘রিভার্স সুইপে মুশফিক দুর্দান্ত, অতীতে এই শটে অনেক রানও করেছে। এই শট নিয়ে অনেক আত্মবিশ্বাসীও সে। স্রেফ সময়টা গুরুত্বপূর্ণ, কখন এই শট খেলবে। কাভার ড্রাইভও যেমন, খুব সুন্দর শট। কিন্তু বাঁ-হাতি ব্যাটার হলে প্রথম ২০-৩০ বলের মধ্যে কাভার ড্রাইভ খেলতে গেলে ঝুঁকি থাকবে। ৫০-৬০ বল খেলার পর কাভার ড্রাইভে সমস্যা নেই। ব্যাপারটি তাই হলো, কখন শটটি খেলছে (সেটা গুরুত্বপূর্ণ)।'
উদাহরণ দিয়ে বাংলাদেশ দলের কোচ বলেন, ‘ধরুন, ওপেনিং ব্যাটার কাভার ড্রাইভ করতে গিয়ে আউট হলো বা মিড উইকেটের দিকে খেলতে গিয়ে এলবিডব্লিউ হলো, এটা খেলা বন্ধ করতে বলবেন? কোনো শট নিয়ে যদি কারও আত্মবিশ্বাস থাকে, আস্থা থাকে এবং যদি সে মনে করে এটা ভালো বিকল্প, সেই শট খেলায় সমস্যা থাকতে পারে না। আমার মতে, শট খেলার সময়টা গুরুত্বপূর্ণ, কখন শটটি খেলা উচিত এবং কেন ওই শট খেলা প্রয়োজন।'
মুশফিক কী কোচের এই পরামর্শ মেনে ব্যাট করতে নামবেন? দেখার অপেক্ষায় থাকলাম আমরাও।
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- সিগারেটের বাংলা অর্থ কী, অনেকেই বলতে পারেন না, না জানলে জেনেনিন আপনিও
- অজুর পর মূত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন
- হঠাৎ মুস্তাফিজকে নিয়ে যে মন্তব্য করে আলোচনার ঝড় তুললেন শ্রীলঙ্কার ক্রিকেটার
- তবে কি ফিরছেন অবহেলিত টাইগার ক্রিকেটার! সিরিজ নির্ধারণী ম্যাচে চমক বাংলাদেশ দলে
- টি-টোয়েন্টিতে নতুন চমক: বুলবুলের মাস্টারপ্ল্যানে সাইফের পর আরেক চমক
- নির্বাচনে যত শতাংশ ভোট পাবে বিএনপি ও জামায়াত, জরিপে উঠে এলো যে তথ্য
- সুখবর! এই দুই দেশে যেতে বাংলাদেশিদের আর ভিসা লাগবে না
- জানেন এবার এক লাফে কত কমলো ভরি প্রতি স্বর্ণের দাম, বিনিয়োগকারীদের ঘুম হারাম
- তুমুল সংঘর্ষে ভারতে পালাল চার হাজার মানুষ
- হিজড়াদের ৩টি জিনিসে ভুলেও হাত দেবেন না
- পেঁয়াজের বাজারে সুখবর
- দেশের ব্যাংক গুলো নিয়ে কঠিন সিদ্ধান্ত, ১২টি গ্রুপে ভাগ করার ঘোষণা দিলো : বাংলাদেশ ব্যাংক
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ জুলাই ২০২৫)
- ভারত বাংলাদেশ সিরিজ নিয়ে অবিশ্বাস্য সিদ্ধান্ত, অন্য পথ বেছে নিলো টাইগাররা