রিভার্স সুইপ নিয়ে মুশফিককে উপদেশ দিলেন কোচ ডোমিঙ্গো

দলের সংকটের মুহূর্তে যখন খুব প্রয়োজন মুশফিক দলের হাল ধরবেন, হয়তো উইকেটে সেট হচ্ছিলেন, হয়তো অনেকগুলো উইকেট পড়ে গেছে, মুশফিকের হাল ধরা উচিৎ- ওই সময়ই খেলে বসেন দায়িত্বজ্ঞানহীন শটটা। দলকে আরও বিপদের মুখে ফেলে রেখে ফিরে আসেন সাজঘরে।
বিশেষ করে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তিনি সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন তার 'রিভার্স সুইপ' শট নিয়ে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনে লাঞ্চ বিরতির ৪ মিনিট আগে তিনি রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হন।
এই রিভার্স সুইপ নিয়ে একের পর এক সমালাচনার শিকার হলেও, মুশফিক যেন কোনো কিছুই কানে তোলেন না। কোনো কিছুরই তোয়াক্কা করেন না। এবার শ্রীলঙ্কা সিরিজের আগেও মুশফিকের সেই কাণ্ডজ্ঞানহীন রিভার্স সুইপ নিয়ে আলোচনা উঠে গেছে। এবারও কী এ ধরনের শট খেলতে উদ্যোগি হবেন মুশফিক?
মুশফিকের এই রিভার্স সুইপ শট খেলা নিয়ে তাকে কী বার্তা দিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো? এ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন বাংলাদেশ দলের প্রধান কোচের কাছেই জানতে চাওয়া হলো বিষয়টা নিয়ে।
শুক্রবার চট্টগ্রামে মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে মুশফিকের রিভার্স সুইপ সম্পর্কে তিনি বলেন, ‘রিভার্স সুইপে মুশফিক দুর্দান্ত, অতীতে এই শটে অনেক রানও করেছে। এই শট নিয়ে অনেক আত্মবিশ্বাসীও সে। স্রেফ সময়টা গুরুত্বপূর্ণ, কখন এই শট খেলবে। কাভার ড্রাইভও যেমন, খুব সুন্দর শট। কিন্তু বাঁ-হাতি ব্যাটার হলে প্রথম ২০-৩০ বলের মধ্যে কাভার ড্রাইভ খেলতে গেলে ঝুঁকি থাকবে। ৫০-৬০ বল খেলার পর কাভার ড্রাইভে সমস্যা নেই। ব্যাপারটি তাই হলো, কখন শটটি খেলছে (সেটা গুরুত্বপূর্ণ)।'
উদাহরণ দিয়ে বাংলাদেশ দলের কোচ বলেন, ‘ধরুন, ওপেনিং ব্যাটার কাভার ড্রাইভ করতে গিয়ে আউট হলো বা মিড উইকেটের দিকে খেলতে গিয়ে এলবিডব্লিউ হলো, এটা খেলা বন্ধ করতে বলবেন? কোনো শট নিয়ে যদি কারও আত্মবিশ্বাস থাকে, আস্থা থাকে এবং যদি সে মনে করে এটা ভালো বিকল্প, সেই শট খেলায় সমস্যা থাকতে পারে না। আমার মতে, শট খেলার সময়টা গুরুত্বপূর্ণ, কখন শটটি খেলা উচিত এবং কেন ওই শট খেলা প্রয়োজন।'
মুশফিক কী কোচের এই পরামর্শ মেনে ব্যাট করতে নামবেন? দেখার অপেক্ষায় থাকলাম আমরাও।
- এইমাত্র নতুন ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- নতুন প্রজ্ঞাপন জারি, সাধারণ ছুটি ঘোষণা
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক : জানালেন নতুন সিদ্ধান্ত
- এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ
- মাত্র ১২ বলে ১১ ছক্কা হাঁকিয়ে গড়লেন বিশ্বরেকর্ড
- বাংলাদেশকে নিয়ে এইমাত্র নতুন ঘোষণা দিলো দ:কোরিয়া
- "ব্রাজিল বনাম চিলি: জেনেনিন ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখার উপায়
- বাড়লো সোনার দাম: ১৮, ২১, ২২ ক্যারেট ১ ভোরি সোনা ও রুপার দাম
- কমে গেলো এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম
- আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা: কখন, কোথায় ও কিভাবে দেখবেন
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য হাইকোর্টের যুগান্তকারী রায়
- নুরের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা, যা বললেন চিকিৎসকরা
- মাঠেই লুটিয়ে পড়লেন সৌম্য সরকার, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলো
- হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল, ডাকসু নির্বাচন নিয়ে এইমাত্র আসলো নতুন সিদ্ধান্ত