| ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

নতুন ইতিহাস :ওয়ানডে ক্রিকেটে ৩৬ বছরের ইতিহাস পাল্টে দিয়ে নতুন ইতিহাস লিখলো বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ মার্চ ২০ ২০:৪৫:৩৪
নতুন ইতিহাস :ওয়ানডে ক্রিকেটে ৩৬ বছরের ইতিহাস পাল্টে দিয়ে নতুন ইতিহাস লিখলো বাংলাদেশ

আজ দ্বিতীয় ম্যাচে টস জিতে সিদ্ধান্ত নেয় ব্যাট করতে। এই সিদ্ধান্ত যে ভুল ছিল সেটা খানিক পরেই প্রমাণিত হয়ে যায়। যেমনটা বলছিলেন টাইগারদের সাবেক ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। ধারাভাষ্য কক্ষে থাকা ম্যাকেঞ্জির মতে, উইকেট উঁচু নিচু ছিল। যা বুঝে উঠতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা।

আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে বাংলাদেশ। মাত্র ৩৫ রানেই সাজঘরে ফেরেন তামিম ইকবাল (১), সাকিব আল হাসান (০), লিটন দাস (১৫), ইয়াসির আলী (২) ও মুশফিকুর রহিম (১১)।

বিপাকে পড়া দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। দুজনের ৬০ রানের জুটি ভাঙে মাহমুদউল্লাহ রিয়াদের ২৫ (৪৪) রানে বিদায়ে।

রিয়াদের পর মেহেদী হাসান মিরাজকে নিয়ে লম্বা পথ পাড়ি দেন আফিফ। দুজনের জুটিতে আফিফ তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। ৮৬ রানের জুটি ভাঙে ৭২ (১০৭) রান করা আফিফের বিদায়ে।

এরপর মিরাজও ফেরেন সাজঘরে। এই ডান-হাতির ব্যাটে আসে ৪৯ বলে ৩৮ রান। এরপর বাকি ব্যাটাররা রান তুলতে ব্যর্থ হন।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় বার ৫ উইকেট তুলে নেন কাগিসো রাবাদা। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন লুঙ্গি নিগিদি, ওয়েইন পার্নেল, তাবারিজ শামসি ও রাসি ভ্যানডার দুসেন।

বাংলাদেশের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার কুইন্টন ডি কক ও জানেমান মালান দ্রুত নিজেদের আয়ত্বে নিয়ে আসেন ম্যাচ। ডি কক একপ্রান্তে দ্রুত রান তুলতে থাকেন। ফিফটি পূর্ণ করেন মাত্র ২৬ বলে। অন্যপ্রান্তে মালান দেখেশুনে ব্যাট চালান।

দুজনের ৮৬ রানের জুটি মেহেদী মিরাজ ভাঙেন মালানকে ২৬ (৪০) রানের মাথায় বোল্ড করে। ব্যক্তিগত ৬২ (৪১) রানের মাথায় সাকিবকে ছক্কা মারতে গেলে বাউন্ডারিতে থাকা আফিফ হোসেনের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন কক।

তাতে অবশ্য দক্ষিণ আফ্রিকার জয়রথ থেমে যায়নি। বাকি থাকা একশ রান তোলার পথে অধিনায়ক টেম্বা বাভুমাকে ৩৭ (৫২) রানে ফেরান আফিফ। তবে বাকি রান ১২.৪ ওভার ওভার বাকি থাকতে অনায়াসে তুলে সিরিজ সমতায় আনেন কাইল ভার্নে ও ভ্যানডার দুসেন। ভার্নে অপরাজিত থাকেন ৫৮ (৭৭) রানে।

বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, মেহেদী মিরাজ ও আফিফ হোসেন। আগামী ২৩ মার্চ অলিখিত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

আজকের খেলার সূচি: লিডস বনাম এভারটন ও লা লিগা ম্যাচের রোমাঞ্চ

আজকের খেলার সূচি: লিডস বনাম এভারটন ও লা লিগা ম্যাচের রোমাঞ্চ

নিজস্ব প্রতিবেদক ; আজ সোমবার খেলাধুলার ভক্তরা একাধিক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী হতে চলেছেন। ভোর থেকে ...

বিপিএল ফিক্সিংয়ের চাঞ্চল্যকর তথ্য: এক ম্যাচ হারলেই ৪০০ কোটি টাকা

বিপিএল ফিক্সিংয়ের চাঞ্চল্যকর তথ্য: এক ম্যাচ হারলেই ৪০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বিপিএলের সর্বশেষ আসরে শুধু খেলা নয়, ছিল ফিক্সিংয়ের ছায়া—এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ...

ফুটবল

মাঠে নামছে অনূর্ধ্ব-২৩ দল: কখন, কোথায়, কিভাবে দেখবেন

মাঠে নামছে অনূর্ধ্ব-২৩ দল: কখন, কোথায়, কিভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্ব সামনে রেখে গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে ...

নেইমারকে সান্ত্বনা দিলেন দিনিজ, চোখ ভিজলো ফুটবল বিশ্বের

নেইমারকে সান্ত্বনা দিলেন দিনিজ, চোখ ভিজলো ফুটবল বিশ্বের

নিজস্ব প্রতিবেদক: ক্যারিয়ারের সবচেয়ে বড় হার মেনে নিতে পারলেন না নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টারকে ৬-০ গোলে ...

Scroll to top

রে
Close button