| ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

শ্বাসরুদ্ধকর ম্যাচ দিয়ে শুরু হলো নারী বিশ্বকাপ

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ মার্চ ০৪ ১৭:১০:০৬
শ্বাসরুদ্ধকর ম্যাচ দিয়ে শুরু হলো নারী বিশ্বকাপ

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে আগে ব্যাট করে হেইলি ম্যাথুজের সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রান জমা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে সেঞ্চুরি হাঁকান কিউই তারকা সোফি ডিভাইনও। কিন্তু দলকে জেতাতে পারেননি। নিউজিল্যান্ড অলআউট হয়েছে ৪৯.৫ ওভারে ২৫৬ রান করে।

ক্যারিবীয়দের দেওয়া ২৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক ও ওপেনার ডিভাইনের ব্যাটেই মূলত জয়ের আশা বেঁচে ছিল নিউজিল্যান্ডের। অন্যান্য ব্যাটারদের হতাশার ভিড়ে ডিভাইন এগিয়ে নিতে থাকেন দলকে। চার নম্বরে নামা অ্যামি সাদারওয়েট করেন ৩১ রান।

একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে নিয়ে যান ডিভাইন। ইনিংসের ৪১তম ওভারে পূরণ করেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। কিন্তু শেষ পর্যন্ত খেলতে পারেননি তিনি। শেষ ৬ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৪৫ রান। ঠিক তখনই ১২৭ বলে ১০৮ রান করে আউট হন ডিভাইন।

তখনও উইকেটে ছিলেন আরেক ব্যাটার ক্যাটি মার্টিন। তার ব্যাটে ফের আশা জাগে কিউইদের। শেষ ৮ বলে জয়ের জন্য ১৪ রান করতে হতো তাদের। পরপর দুই বলে দুই বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ ৬ বলে ৬ রানে নামিয়ে আনেন মার্টিন। তখন হাতে উইকেট ছিল ৩টি।

শেষ ওভারে বল হাতে তুলে নেন দেয়ান্দ্র ডটিন। প্রথম বলে ১ রান নেন জেস কার। তবে পরের বলেই ৪৪ রানের ইনিংস খেলা মার্টিনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ডটিন। এক বল পর ক্যাচ আউট হন কার। আর পঞ্চম বলে ফ্রান জোনাসের রানআউটের মাধ্যমে নিশ্চিত হয়ে যায় ক্যারিবীয়দের জয়। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে ২টি করে উইকেট শিকার দেয়ান্দ্র ডটিন, আনিসা মোহাম্মদ ও হেইলি ম্যাথুজের।

পাশাপাশি ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকানোর সুবাদে হেইলির হাতেই উঠেছে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম ইনিংসে ক্যারিবীয়দের হয়ে সেঞ্চুরি হাঁকান হেইলি ম্যাথুজ। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিতে ১২৮ বলে ১১৯ রান করেন তিনি। এছাড়া চেডান ন্যাশন ৩৬ ও অধিনায়ক স্টেফানি টেলর খেলেন ৩০ রানের ইনিংস।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

আজকের খেলার সূচি: লিডস বনাম এভারটন ও লা লিগা ম্যাচের রোমাঞ্চ

আজকের খেলার সূচি: লিডস বনাম এভারটন ও লা লিগা ম্যাচের রোমাঞ্চ

নিজস্ব প্রতিবেদক ; আজ সোমবার খেলাধুলার ভক্তরা একাধিক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী হতে চলেছেন। ভোর থেকে ...

বিপিএল ফিক্সিংয়ের চাঞ্চল্যকর তথ্য: এক ম্যাচ হারলেই ৪০০ কোটি টাকা

বিপিএল ফিক্সিংয়ের চাঞ্চল্যকর তথ্য: এক ম্যাচ হারলেই ৪০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বিপিএলের সর্বশেষ আসরে শুধু খেলা নয়, ছিল ফিক্সিংয়ের ছায়া—এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ...

ফুটবল

মাঠে নামছে অনূর্ধ্ব-২৩ দল: কখন, কোথায়, কিভাবে দেখবেন

মাঠে নামছে অনূর্ধ্ব-২৩ দল: কখন, কোথায়, কিভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্ব সামনে রেখে গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে ...

মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা, মুখ খুললেন দি মারিয়া

মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা, মুখ খুললেন দি মারিয়া

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার ফুটবল যখনই আলোচনায় আসে, লিওনেল মেসির নাম সেখানে অবধারিতভাবেই উঠে আসে। বিশেষ ...

Scroll to top

রে
Close button