| ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

সকিবের অধিনায়ক হওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন : পাপন

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ ফেব্রুয়ারি ১৯ ১১:৫৪:০৬
সকিবের অধিনায়ক হওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন : পাপন

প্রত্যাশিতভাবেই তিনি হয়েছেন ম্যান অফ দ্যা টুর্নামেন্ট। ব্যাটে-বলে সাকিব প্রায় সব সময় ধারাবাহিক থাকেন। তবে এবারের বিপিএলে অধিনায়ক হিসেবে একদম ভিন্ন সাকিবকে দেখা গিয়েছে। বরিশাল-সিলেট ম্যাচের উদাহরণই নেওয়া যেতে পারে। জয়ের জন্য সিলেটকে ২০০ রানের টার্গেট দিয়েছিল সাকিবের বরিশাল।

সিলেট যখন ব্যাটিংয়ে নামে কুয়াশার প্রভাবে পিচ পুরা ব্যাটিং স্বর্গ হয়ে গিয়েছিল। ১০ ওভার এর আগেই একশ রান তুলে ফেলে সিলেট। বিশ্বের সেরা স্পিনার মুজিবকেও বেধড়ক পেটাচ্ছিলেন সিলেটের ব্যাটসম্যানরা। ঠিক এর পরপরই পার্ট টাইমার শান্তকে বোলিংয়ে আনেন সাকিব। মাত্র দুই রান দিয়ে ২ উইকেট শিকার করেন শান্ত। দুরন্ত ফর্মে থাকা লিংকটোনকে ৯০ রানে ফেরান এই পার্ট টাইমার। সেখানেই ম্যাচটি হেরে বসে সিলেট। এ ম্যাচটি ছাড়াও এবারের বিপিএলে এরকম আরো অনেক হারা ম্যাচ অধিনায়কত্বের কারিশমায় বের করে এনেছেন সাকিব। টুর্নামেন্টের শুরুতে দেড়শোর নিচে রান করে ও বেশ কয়েকটি ম্যাচ জিতেছে বরিশাল। এ জয় গুলোতে বরিশালের দুর্দান্ত বোলিং এর পাশাপাশি সাকিবের অধিনায়কত্বের ও যথেষ্ট অবদান রয়েছে। যদিও শেষ পর্যন্ত দলকে শেরপা জিতাতে পারেনি সাকিব। তবে একটি নির্দিষ্ট খেলোয়াড়ের পক্ষে যা যা করা সম্ভব তার প্রায় সবটুকুই করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

তাহলে কি সাকিবকে আবার জাতীয় দলের অধিনায়ক রূপে দেখা যাবে? বর্তমান প্রেক্ষাপটে সাকিবকে যদি বাংলাদেশ দলের পরবর্তী অধিনায়ক হিসেবে দেখা যায় তাহলে অবাক হওয়ার কিছু নেই। এর অন্যতম কারণ খোদ বিসিবি সভাপতি সাকিবকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দেখতে চান। এবং একথা তিনি নিজের বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন। ২০২১ বিশ্বকাপ চলাকালীন একটি সাক্ষাৎকারে বিসিবি সভাপতি বলেন"অধিনায়ক হিসেবে দলে বড় পরিবর্তন আসতে পারে তবে কোন ফরমেটে সেটা আমি এখন বলবো না। আর টি-টোয়েন্টি ফরম্যাটে কথা যদি বলি সাকিব ই আমাদের অধিনায়ক ছিল তবে নিষেধাজ্ঞার কারণে রিয়াদকে দায়িত্বটি দেওয়া হয়।"সামনে কি সাকিবকে অধিনায়ক হিসেবে দেখা যাবে কিনা এ প্রশ্নে তিনি বলেন"দেখা যেতে পারে সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করবে"।

এছাড়া বিভিন্ন সময়ে সাকিবকে অধিনায়কত্বের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন"অধিনায়ক হিসেবে আমাকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে দলকে যেনো আমি নিজের মতো করে তৈরি করতে পারি। যদি আমার মতো করে আমাকে সব কিছু করার সুযোগ দেওয়া হয় তাহলেই আমি অধিনায়কত্ব করব"। অর্থাৎ এখানে একটি ব্যাপার স্পষ্ট যে হয়তোবা বিগত অনেক সময় পুরোপুরি স্বাধীনভাবে অধিনায়কত্ব করতে পারেনি সাকিব। তবে এবার অধিনায়কত্ব দেওয়া হলে সেটি যাতে বাস্তবিক অর্থেই দেওয়া হয় সেটিই চায় সাকিব।

সাকিবের এ দাবি অবশ্যই ভুলের কিছু নয় তবে অধিনায়কেরও নিশ্চয়ই একটি জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। তবে অধিনায়কত্বে পূর্ণ স্বাধীনতা পেয়ে সাকিব কি করতে পারেন তাতো এবারের আসরে দেখিয়েছেনি তিনি। টুনামেন্ট শুরুতে টেবিলের তলানিতে থাকা একটি দলকে ফাইনালে উঠিয়েছেন। এবং প্রায় শিরোপাটাও জিতিয়ে দিয়েছিলেন সাকিব। অধিনায়ক হিসেবে সাকিবকে দেখা যাবে কিনা তাতো সময় বলে দিবে। তবে নিঃসন্দেহে সাকিবকে অধিনায়কত্ব দেওয়া হলে সাকিব নিজের সেরাটাই দিবেন।

ক্রিকেট

হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ

হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় ধরনের পরিবর্তনের পেছনের কারণ অবশেষে জানালেন পরিচালক আসিফ ...

Top End T20 Series 2025: সব দল, শিডিউল, লাইভ স্ট্রিমিং ও আরও অনেক কিছু

Top End T20 Series 2025: সব দল, শিডিউল, লাইভ স্ট্রিমিং ও আরও অনেক কিছু

২০২৫ সালের Top End T20 সিরিজ আরও বড় আকারে ফিরছে, যেখানে মোট ১১টি দল অংশগ্রহণ ...

ফুটবল

ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সময়সূচি ও ভেন্যু

ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সময়সূচি ও ভেন্যু

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ফুটবলের বর্তমান রাজত্ব যদি কারও হাতে থাকে, তবে তা নিঃসন্দেহে লিওনেল স্কালোনির ...

বায়ার্ন ছাড়তে পারেন ওয়ান্নার? গ্লাডবাখের নতুন ছক ফাঁস

বায়ার্ন ছাড়তে পারেন ওয়ান্নার? গ্লাডবাখের নতুন ছক ফাঁস

জার্মান ফুটবলের অন্যতম শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখের তরুণ মিডফিল্ডার পল ওয়ান্নারের ভবিষ্যত এখনো অনিশ্চিত অবস্থায় ...

Scroll to top

রে
Close button