চলতি বিপিএল শেষ হওয়ার আগেই বিপিএলের পরবর্তী আসরের সময় নির্ধারন

এবারের বিপিএল আসরের শেষ মুহূর্তের ম্যাচগুলো চলছে। নতুন চ্যাম্পিয়ন পাওয়ার অপেক্ষায় সমর্থকরা। তবে, এর মাঝেই আলোচনার টেবিলে উঠেছে পরবর্তী আসরের সময়সূচির টানাপোড়েন। বিপিএল আয়োজনের জন্য বছরের কোনো সময়ই নির্দিষ্ট করে রাখা নেই বিসিবির। তাই প্রতিবার আসর শেষেই প্রশ্ন ওঠে পরের আসর মাঠে নামবে কবে?
আইপিএল, পিএসএল, বিগব্যাশ বছরের একটা নির্দিষ্ট সময় হওয়ায়, ফ্রাঞ্চাইজিগুলো পরিকল্পনা সাজাতে পারে নানাভাবে। কিন্তু এত বছর পর এসেও এখনো সূচি জটিলতা কাটাতে পারেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণেই, সমস্যাটা কাটছেনা বলে দাবি গভর্নিং কাউন্সিলের। আর এই সূচির দোহাই দিয়েই ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে লম্বা চুক্তিটা নিয়েও টালবাহানা চলছে তাদের।
সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, দীর্ঘমেয়াদি চুক্তিতে কবে নাগাদ যেতে পারবে বিসিবি তা এই মুহূর্তে তিনি জানেন না, কারণ এই সিদ্ধান্ত নেবে বোর্ড। জাতীয় দলের ব্যস্ত সূচির জন্য আগামী বিপিএলের সূচিই এখনো করে উঠতে পারেননি তারা। এ জন্য আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আয়োজন করতে হবে আগামী বিপিএল। আরও দুই বা তিনটি বিপিএল এভাবেই আয়োজন করতে হবে।
বিসিবির এই কর্তাব্যক্তি আরও জানান, এই অনিয়মিত সূচির জন্যই ফ্রাঞ্চাইজিদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিও করা সম্ভব হচ্ছে না।
বিপিএলের শুরু থেকেই আলোচনায় ছিল রেভিনিউ শেয়ারের বিষয়টা। কিন্তু প্রতি আসরেই দিচ্ছি, দেব করে করে সময়ক্ষেপণ করছিল কমিটি। তবে, এবার একটু হাঁফ ছেড়ে বাঁচতে পারেন ফ্রাঞ্চাইজি মালিকরা। কারণ, সোজাসাপ্টা না করে দিলেন সদস্যসচিব।
সদস্যসচিব বলেন, 'আমাদের এখানে আমাদের এখানে ফ্রাঞ্চাইজিদের থেকে আমরা মাত্র এক কোটি টাকা ফ্রাঞ্চাইজি ফি নেই। আমরা তখনোই রেভিনিউ শেয়ার করব যখন আমরা ফ্রাঞ্চাইজি ফি ১০ কোটি বা বিশ কোটি টাকা নেব। তার আগপর্যন্ত আমরা কোন রেভিনিউ শেয়ার মডেলে যাবো না, বোর্ড থেকেও এমন কোনো নির্দেশনা নেই।'
আইপিএলে অর্থের ঝনঝনানি নতুন নয়। জন্মলগ্ন থেকেই হাজার কোটি টাকার লেনদেন হয় এ টুর্নামেন্টে। কিন্তু, বিপিএলকে কোনো অবস্থাতেই সে ধারায় চলতে দিতে রাজি নয় ক্রিকেট বোর্ড। তাদের চাহিদা, ব্যবসা নয় ফ্রাঞ্চাইজি নিতে হলে এখানে থাকতে হবে ক্রিকেটের প্রতি ভালোবাসা। বিপিএল দিয়ে টাকা কামানোর কোনো ইচ্ছা নেই বোর্ডের। বিপিএলে খুব বড় কোননো আর্থিক কাঠামো দাঁড় করানোর লক্ষ্য বিসিবির নেই। ফ্রাঞ্চাইজিগুলো বেতন বাকি রাখে এমন বদনাম আবার হোক তা বিসিবি চায় না। যাদের ক্রিকেটের প্রতি প্রকৃত প্যাশন নিয়ে কাজ করতে চায় তারাই যেন আসে ফ্রাঞ্চাইজি নিতে।
বিপিএলের আদলে আরো একটা টি-টোয়েন্টি টুর্নামেন্টের কথা বোর্ড থেকে বলা হলেও, ফ্রি স্লটের অভাবে এর কোনো ভবিষ্যৎ দেখছেন না ইসমাইল হায়দার মল্লিক।
- হিরো আলমের ‘জানাজা’ আজ বিকাল ৫ টায়
- পদত্যাগ সময় ঘোষণা করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- এবারের নির্বাচনে অংশ নিতে পারবেন না যারা, জানালেন : অর্থ উপদেষ্টা
- হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ
- আপনার ট্যাক্স ফাইল কি অডিটে? দেখুন এনবিআরের নতুন তালিকা
- ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সময়সূচি ও ভেন্যু
- ৩৪ বছর পর এমন রেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ
- আজ আকাশে উল্কাবৃষ্টি হবে: বাংলাদেশ থেকে দেখার সেরা সময় ও স্থান
- ওভারটেক করতে গিয়ে বাস উল্টে পুকুরে, আহতের সংখ্যা প্রকাশ
- লাফিয়ে লাফিয়ে বেড়ে গেলো পেয়াজের দাম
- বেতন কমিয়েও পিএসজিতে থাকতে চাওয়ায় অপমান! আইনি ব্যবস্থার হুমকি
- চরম দু:সংবাদ : কুয়েতে ১০ প্রবাসী নিহত
- বেড়ে গেলো আজকের ওমান রিয়াল রেট, জেনেনিন আজকের রেট
- Top End T20 Series 2025: সব দল, শিডিউল, লাইভ স্ট্রিমিং ও আরও অনেক কিছু
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ১৩/৮/২০২৫ তারিখ