চলতি বিপিএল শেষ হওয়ার আগেই বিপিএলের পরবর্তী আসরের সময় নির্ধারন

এবারের বিপিএল আসরের শেষ মুহূর্তের ম্যাচগুলো চলছে। নতুন চ্যাম্পিয়ন পাওয়ার অপেক্ষায় সমর্থকরা। তবে, এর মাঝেই আলোচনার টেবিলে উঠেছে পরবর্তী আসরের সময়সূচির টানাপোড়েন। বিপিএল আয়োজনের জন্য বছরের কোনো সময়ই নির্দিষ্ট করে রাখা নেই বিসিবির। তাই প্রতিবার আসর শেষেই প্রশ্ন ওঠে পরের আসর মাঠে নামবে কবে?
আইপিএল, পিএসএল, বিগব্যাশ বছরের একটা নির্দিষ্ট সময় হওয়ায়, ফ্রাঞ্চাইজিগুলো পরিকল্পনা সাজাতে পারে নানাভাবে। কিন্তু এত বছর পর এসেও এখনো সূচি জটিলতা কাটাতে পারেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণেই, সমস্যাটা কাটছেনা বলে দাবি গভর্নিং কাউন্সিলের। আর এই সূচির দোহাই দিয়েই ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে লম্বা চুক্তিটা নিয়েও টালবাহানা চলছে তাদের।
সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, দীর্ঘমেয়াদি চুক্তিতে কবে নাগাদ যেতে পারবে বিসিবি তা এই মুহূর্তে তিনি জানেন না, কারণ এই সিদ্ধান্ত নেবে বোর্ড। জাতীয় দলের ব্যস্ত সূচির জন্য আগামী বিপিএলের সূচিই এখনো করে উঠতে পারেননি তারা। এ জন্য আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আয়োজন করতে হবে আগামী বিপিএল। আরও দুই বা তিনটি বিপিএল এভাবেই আয়োজন করতে হবে।
বিসিবির এই কর্তাব্যক্তি আরও জানান, এই অনিয়মিত সূচির জন্যই ফ্রাঞ্চাইজিদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিও করা সম্ভব হচ্ছে না।
বিপিএলের শুরু থেকেই আলোচনায় ছিল রেভিনিউ শেয়ারের বিষয়টা। কিন্তু প্রতি আসরেই দিচ্ছি, দেব করে করে সময়ক্ষেপণ করছিল কমিটি। তবে, এবার একটু হাঁফ ছেড়ে বাঁচতে পারেন ফ্রাঞ্চাইজি মালিকরা। কারণ, সোজাসাপ্টা না করে দিলেন সদস্যসচিব।
সদস্যসচিব বলেন, 'আমাদের এখানে আমাদের এখানে ফ্রাঞ্চাইজিদের থেকে আমরা মাত্র এক কোটি টাকা ফ্রাঞ্চাইজি ফি নেই। আমরা তখনোই রেভিনিউ শেয়ার করব যখন আমরা ফ্রাঞ্চাইজি ফি ১০ কোটি বা বিশ কোটি টাকা নেব। তার আগপর্যন্ত আমরা কোন রেভিনিউ শেয়ার মডেলে যাবো না, বোর্ড থেকেও এমন কোনো নির্দেশনা নেই।'
আইপিএলে অর্থের ঝনঝনানি নতুন নয়। জন্মলগ্ন থেকেই হাজার কোটি টাকার লেনদেন হয় এ টুর্নামেন্টে। কিন্তু, বিপিএলকে কোনো অবস্থাতেই সে ধারায় চলতে দিতে রাজি নয় ক্রিকেট বোর্ড। তাদের চাহিদা, ব্যবসা নয় ফ্রাঞ্চাইজি নিতে হলে এখানে থাকতে হবে ক্রিকেটের প্রতি ভালোবাসা। বিপিএল দিয়ে টাকা কামানোর কোনো ইচ্ছা নেই বোর্ডের। বিপিএলে খুব বড় কোননো আর্থিক কাঠামো দাঁড় করানোর লক্ষ্য বিসিবির নেই। ফ্রাঞ্চাইজিগুলো বেতন বাকি রাখে এমন বদনাম আবার হোক তা বিসিবি চায় না। যাদের ক্রিকেটের প্রতি প্রকৃত প্যাশন নিয়ে কাজ করতে চায় তারাই যেন আসে ফ্রাঞ্চাইজি নিতে।
বিপিএলের আদলে আরো একটা টি-টোয়েন্টি টুর্নামেন্টের কথা বোর্ড থেকে বলা হলেও, ফ্রি স্লটের অভাবে এর কোনো ভবিষ্যৎ দেখছেন না ইসমাইল হায়দার মল্লিক।
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো পাকিস্তান শাহিন ও বাংলাদেশের ম্যাচ
- পদত্যাগ করতে পারেন ড. ইউনূস
- সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের
- একলাফে কমলো পেয়াজের দাম
- হঠাৎ যে কারনে ঢাকায় আসছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান
- ৭২ ঘণ্টায় ভয়াবহ বন্যায় প্লাবিত হতে পারে ২০ জেলা
- প্রবাসী শ্রমিকদের দারুন সুখবর দিলেন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব
- কবরে লাশের সঙ্গে ৬টি জীবন্ত সাপ! তৌসিফের ভিডিওতে ভয়ের ছড়াছড়ি
- এইমাত্র পাওয়া : চালু হলো ভিসা
- এনসিপি,তে পদত্যাগের হিড়িক, দল ছাড়লেন ২৬ নেতা
- চালু হচ্ছে অটোমেটেড ভূমি সেবা,দুর্নীতি ও ঝামেলার দিন শেষ
- বাংলাদেশী প্রবাসীদের নিয়ে প্রশ্ন উঠলো মালয়েশিয়ার সংসদে
- সৌদিতে কড়া আইন : এবার প্রবাসী কর্মীরা পাবে মুক্তি
- কমলো স্বর্ণের দাম, আজ ১৫/৮/২০২৫ তারিখ, জেনেনিন আজকের দাম
- প্রথম বা হাতি বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে ইতিহাস গড়ছেন সাকিব