অবশেষে দেশি কোচদের মূল্যায়নে বিসিবি

নিঃসন্দেহে দেশী কোচদের জন্য এটি একটি বড় প্রণোদনা। ভারত-দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ইত্যাদি দলগুলো যখন শুধুই নিজেদের কোচদের নিয়োগ দেয়, তখন বাংলাদেশের ভরসা বিদেশি কোচদের উপরই। আস্তে আস্তে হলেও এই ধারা দ্রুতই ভাঙতে হবে বিসিবির। নিজের সময়ে বাংলাদেশ দলের সেরা ফিল্ডার ছিলেন রাজেন সালেহ।
স্লিপ ফিল্ডিং এবং ক্লোজ ইন ফিল্ডিংয়েও বিশেষ পারদর্শিতা ছিল সালেহর। আফগানিস্তান সিরিজের ফিল্ডিং কোচের দায়িত্ব পেলেন, এই সময়ে ক্রিকেটারদের নিয়ে ঠিক কোন কাজটি করতে চান? সাংবাদিকের করা এই প্রশ্নে রাজিন সালেহ বলেন"দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে প্রথমে তাদের সঙ্গে কথা বলতে চাইব। ওরা অনেকদিন ধরেই আন্তর্জাতিক পর্যায়ে খেলছে তাদের নিশ্চয়ই ফিল্ডিং নিয়ে একটি দৃষ্টিভঙ্গি আছে। আমিও তাদের সাথে আমার নিজস্ব অভিজ্ঞতা ভাগাভাগি করব।
আমার মূল লক্ষ্য থাকবে দল যেনো চাপের মুহূর্তেও ভালো ফিল্ডিং করতে পারে। বর্তমান সময়ে ম্যাচের গুরুত্বপূর্ণ সময় ভালো ফিল্ডিং করাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। প্রত্যেকের সঙ্গে আমি আলাদা করে কথা বলতে চাইব"। এছাড়া নিজের ফিল্ডিং দর্শন নিয়ে তিনি আরও বলেন"ফিল্ডিংয়ে ভালো করতে হলে অতিরিক্ত অনুশীলন করতেই হবে। এটা নিয়ে অনেক বেশি ভাবতে হবে আমাদের বিভিন্ন পর্যায়ের দলগুলোতে দেখি ফিল্ডিং নিয়ে খুব বেশি চিন্তাভাবনা হয়না। এর ফলে মাঠেও এর প্রতিফলন খুব একটা দেখা যায় না।
দলের সবাই যদি ফিল্ডিং এর ব্যাপারে সিরিয়াস হয় তাহলে অবশ্যই আমরা একটি ভালো ফিল্ডিং দল হয়ে উঠব।"সালেহর মতে ফিল্ডিংয়ে ফিটনেস এর গুরুত্ব অনেক বেশি এ বিষয়ে তিনি বলেন"ফিল্ডিং এর জন্য ফিটনেসের আলাদা কিছু কাজ আছে। সেগুলো নিয়ে আমি ছেলেদের সাথে কাজ করতে আগ্রহী। আশা করি এগুলো তাদের ম্যাচ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে খেলোয়াড়ী জীবন আমি ফিটনেসে বাকিদের থেকে এগিয়ে থাকতে চাইতাম। সেজন্য আমার অনুশীলনও সে রকম ছিল। আমি আমার শরীরের শক্তি বাড়াতে অনেক কাজ করতাম"।
রাজেন সালেহর কথাবার্তায় পরিষ্কার যে তার কাছে ফিল্ডিংয়ের গুরুত্ব কতটা বেশি। সাম্প্রতিক সময়ে বেশকিছু প্রেসার মোমেন্টে ফিল্ডিং এর কারণে হারতে হয়েছে টাইগারদের।নিশ্চয়ই এটি নিয়েও কোনো চিন্তাভাবনা রয়েছে সালেহর। কোচ হিসেবে সালেহ এগিয়ে যাক বহুদূর এটাই প্রত্যাশা আর তার সাথে এগিয়ে যাক বাংলাদেশ ক্রিকেটও।
- হিরো আলমের ‘জানাজা’ আগামীকাল ৫ টায়
- হিরো আলমের ‘জানাজা’ আজ বিকাল ৫ টায়
- পদত্যাগ সময় ঘোষণা করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান, তৃতীয় ওয়ানডে ম্যাচ লাইভ স্কোর এবং ম্যাচ পর্যালোচনা
- এবারের নির্বাচনে অংশ নিতে পারবেন না যারা, জানালেন : অর্থ উপদেষ্টা
- হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ
- ২৫ লক্ষ টাকার বাটন ফোন: প্রযুক্তি নয়, আভিজাত্যই যার মূল আকর্ষণ
- ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সময়সূচি ও ভেন্যু
- ৩৪ বছর পর এমন রেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ
- আজ আকাশে উল্কাবৃষ্টি হবে: বাংলাদেশ থেকে দেখার সেরা সময় ও স্থান
- ওভারটেক করতে গিয়ে বাস উল্টে পুকুরে, আহতের সংখ্যা প্রকাশ
- লাফিয়ে লাফিয়ে বেড়ে গেলো পেয়াজের দাম
- অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন
- দেশের বাজারে স্বর্ণের দাম কমলো
- দারুন সুখবর : প্রবাসী কর্মীদের বেতন নিয়ে নতুন নিয়ম