অবিশ্বাস্য : মাত্র ১০ বলে ৫০ করা ক্রিকেটারকে কিনে নিলো শাহরুখের কলকাতা

এই তালিকারই আরেক নাম রমেশ কুমার। আইপিএলের টেবিলে যখন এই ব্যাটসম্যানের নাম উঠল, টিভি পর্দার সামনে বসে থাকা হাজারো দর্শক নিশ্চিত করেই মাথা চুলকেছেন। তেমন কেউই যে শোনেননি এই খেলোয়াড়ের নাম! পেশাদার কোনো ম্যাচে খেলার অভিজ্ঞতাই নেই রমেশের। চমকের মাত্রাটা বাড়ল আরও, যখন ২০ লাখ রুপি ভিত্তিমূল্যতেই এই তারকাকে দলে ভেড়ালো কলকাতা।
কিন্তু কে এই রমেশ কুমার? নিলামের পরেই জানা গেল কলকাতার টাকা খরচের কারণ। পাঞ্জাবের জালালাবাদ থেকে উঠে আসা ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারাইনকে নিজের 'আইডল' মনে করেন।
তাঁর মতে, সুনীলের মতো অ্যাকশনে বল করেন তিনি, তবে বাঁ হাতে। বাঁহাতি এই স্পিনার বল দুদিকে ঘোরাতে পারেন। কাগজে-কলমে নাম রমেশ কুমার হলেও পাঞ্জাবের পাড়ার ক্রিকেটে তাঁর পরিচিতি 'নারাইন জালালাবাদিয়া' নামে। মানে, জালালাবাদের নারাইন!
তবে শুধু বোলিংই নয়, নারাইনের মতো ধুমধাড়াক্কা ব্যাটিংও করতে পারেন এই অলরাউন্ডার। পাড়ার ক্রিকেটে টেনিস বলে ১০ বলে ৫০ রান করার কৃতিত্বও আছে তাঁর। ছক্কা মারাটা খুব প্রিয় কাজ এই ২৩ বছর বয়সীর।
বাবা মুচির কাজ করেন, মা পাড়ায় পাড়ায় প্রসাধনসামগ্রী বিক্রি করে বেড়ান। ছেলে যেহেতু যেহেতু আইপিএলে সুযোগ পেয়েছে মা-বাবাকে কষ্টের সময় আর বেশিদিন কাটাতে হবে না এটা বলে দেওয়াই যায়।
টেনিস বল দিয়ে খেলা টুর্নামেন্টগুলোতে অংশ নিয়েই নিজের ভাগ্য বদলেছেন রমেশ। এসব ম্যাচগুলোয় পাওয়া প্রাইজমানি দিয়ে শেষ করেছেন স্নাতক। পাঞ্জাব রাজ্য ক্যাম্পে ডাক পেয়েছিলেন টেনিস বলে নৈপুণ্য দেখিয়েই। সেখানে দেখা হয় ভারতের হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলা অলরাউন্ডার গুরকিরাত সিং মানের সঙ্গে। মানের পরামর্শেই মিনেরভা ক্রিকেট একাডেমির হয়ে খেলা শুরু করেন। সেখানেও নিজের জাত চিনিয়েছেন।
তাঁর খেলার ভিডিও ফুটেজ সেখান থেকে সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ অভিষেক নায়ারের কাছে পাঠান গুরকিরাত। পরে কলকাতা রমেশকে ট্রায়ালে ডেকে পাঠায়। ট্রায়ালে কলকাতাকে সন্তুষ্ট করতে পেরেছিলেন নিশ্চয়ই, না হলে তাঁর পেছনে ২০ লাখ খরচ করা কেন!এখন রমেশের প্রমাণ করার পালা!
- হিরো আলমের ‘জানাজা’ আগামীকাল ৫ টায়
- হিরো আলমের ‘জানাজা’ আজ বিকাল ৫ টায়
- পদত্যাগ সময় ঘোষণা করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান, তৃতীয় ওয়ানডে ম্যাচ লাইভ স্কোর এবং ম্যাচ পর্যালোচনা
- এবারের নির্বাচনে অংশ নিতে পারবেন না যারা, জানালেন : অর্থ উপদেষ্টা
- হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ
- ২৫ লক্ষ টাকার বাটন ফোন: প্রযুক্তি নয়, আভিজাত্যই যার মূল আকর্ষণ
- ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সময়সূচি ও ভেন্যু
- ৩৪ বছর পর এমন রেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ
- আজ আকাশে উল্কাবৃষ্টি হবে: বাংলাদেশ থেকে দেখার সেরা সময় ও স্থান
- ওভারটেক করতে গিয়ে বাস উল্টে পুকুরে, আহতের সংখ্যা প্রকাশ
- লাফিয়ে লাফিয়ে বেড়ে গেলো পেয়াজের দাম
- অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন
- দেশের বাজারে স্বর্ণের দাম কমলো
- দারুন সুখবর : প্রবাসী কর্মীদের বেতন নিয়ে নতুন নিয়ম