কেকেআরের সম্ভাব্য শক্তিশালী একাদশ ঘোষণা

নাইটদের ইনিংসের শুরু করতে চলেছেন সম্ভবত ভেঙ্কটেশ আইয়ার এবং আলেক্স হেলস। শুভমান গিল এবার গুজরাটে। ড্রাফটে টাইটান্সরা আগেই তুলে নিয়েছিল তরুণ তুর্কিকে। এবার ভেঙ্কটেশ আইয়ারের নতুন ওপেনিং পার্টনার হতে চলেছেন ইংরেজ ক্রিকেট তারকা আলেক্স হেলস। বিগব্যাশ লিগ, পাকিস্তান সুপার লিগে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন হেলস। এবার তাঁর সময় আইপিএল মাতানোর।
মিডল অর্ডারে নাইটদের ভরসা হতে চলেছেন শ্রেয়স আইয়ার এবং নীতিশ রানা। শ্রেয়স আইয়ারকে ১২.২৫ কোটি খরচ করে কিনেছে কেকেআর। তিনিই সম্ভবত দলের ক্যাপ্টেন হতে চলেছেন। শ্রেয়স এবং নীতিশ রানা দুজনেই স্পিন ভাল খেলেন। মিডল অর্ডারে দ্রুত রান-ও তুলতে পারবেন দুজনে। ২০১৯/২০, ২০২০/২১ পরপর দুবার শ্রেয়সের নেতৃত্বে দিল্লি প্লে অফে পৌঁছেছিল। নেতৃত্বের সেই ম্যাজিক এবার শ্রেয়স নাইটদের হয়েও তুলে ধরতে পারেন কিনা দেখার। অজিঙ্কা রাহানের মত নামি তারকা স্কোয়াডে থাকলেও, তিনি যে মিডল অর্ডারে নিয়মিত খেলবেন, তা নিশ্চিত করে বলা যায় না।
ডাউন দ্যা অর্ডারে কেকেআরের হয়ে এবার নিয়মিত খেলতে দেখা যেতে পারে উইকেটকিপার ব্যাটসম্যান শেলডন জ্যাকসনকে। স্যাম বিলিংস উইকেটকিপার হিসাবে থাকলেও, চার বিদেশি কম্বিনেশনে তিনি সম্ভবত প্ৰথম এগারোয় বাইরে থাকবেন অধিকাংশ ম্যাচে। সেক্ষেত্রে জ্যাকসনকে কিপ করতে হবে। পাঁচে জ্যাকসনের পরে থাকছেন দুই ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। টি২০ ক্রিকেট, আইপিএলের অন্যতম সেরা দুই পারফর্মার।
পেস বিভাগ কেকেআর এবার একটু পিছিয়ে। তিন পেস তারকা হিসাবে খেলবেন প্যাট কামিন্স, শিবম মাভি এবং উমেশ যাদব। উমেশ জাতীয় দলে টেস্টে নিয়মিত নন। টি২০তে সেভাবে পারফর্ম করতে পারেননি আগে। অন্যদিকে, অনভিজ্ঞ শিবম মাভিকেও খেলাতে হবে নাইটদের। সবমিলিয়ে উমেশ-মাভি জুটি প্যাট কামিন্সকে কতটা সাহায্য করতে পারবেন, তা নিয়ে এখনও সংশয় রয়েছে।
এদিকে, নারিনের স্পিন জুটি হিসাবে প্ৰথম এগারোয় বরুণ চক্রবর্তীর জায়গা পাকা। ৭-এর নিচে ইকোনমি রেট সমেত বরুণ চক্রবর্তী ২০২০-র সংস্করণে ৩৫ উইকেট নিয়েছেন।
কেকেআর গত মরশুমের শুরুটা মোটেই ভাল করতে পারেনি। ভারতীয় পর্বে ৭ ম্যাচের মাত্র ২টোতে জিতেছিল। তবে আমিরশাহি পর্বে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন নাইটরা। টানা ম্যাচ জিতে এলিমিনেটর, কোয়ালিফাইং পর্ব অতিক্রম করে পৌঁছে যায় ফাইনালে। যদিও ধোনির সিএসকের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় নাইটদের, তবুও কেকেআরের দুরন্ত পারফরম্যান্স সকলের মন জয় করে নিয়েছিল। এবারেও কি পারফরম্যান্স দেখিয়ে ধারাবাহিকতা রক্ষা করতে পারবে কেকেআর, সেটাই দেখার।
কেকেআর সম্ভাব্য প্ৰথম একাদশ:আলেক্স হেলস, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার, শেলডন জ্যাকসন, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব, শিবম মাভি
কেকেআর পূর্ণাঙ্গ স্কোয়াড:আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার (রিটেনশন)শ্রেয়স আইয়ার, প্যাট কামিন্স, নীতিশ রানা, শেলডন জ্যাকসন, শিবম মাভি (প্ৰথম দিনের নিলাম)অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, অনুকূল রায়, রসিক দার, বাবা ইন্দ্রজিত, চামিকা করুনারত্নে, অভিজিৎ তোমার, প্ৰথম সিং, অশোক শর্মা, স্যাম বিলিংস, এলেক্স হেলস, টিম সাউদি, রমেশ কুমার, মহম্মদ নবি, উমেশ যাদব এবং আমন খান (দ্বিতীয় দিনের নিলাম)
- হিরো আলমের ‘জানাজা’ আগামীকাল ৫ টায়
- হিরো আলমের ‘জানাজা’ আজ বিকাল ৫ টায়
- পদত্যাগ সময় ঘোষণা করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান, তৃতীয় ওয়ানডে ম্যাচ লাইভ স্কোর এবং ম্যাচ পর্যালোচনা
- এবারের নির্বাচনে অংশ নিতে পারবেন না যারা, জানালেন : অর্থ উপদেষ্টা
- হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ
- ২৫ লক্ষ টাকার বাটন ফোন: প্রযুক্তি নয়, আভিজাত্যই যার মূল আকর্ষণ
- ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সময়সূচি ও ভেন্যু
- ৩৪ বছর পর এমন রেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ
- আজ আকাশে উল্কাবৃষ্টি হবে: বাংলাদেশ থেকে দেখার সেরা সময় ও স্থান
- ওভারটেক করতে গিয়ে বাস উল্টে পুকুরে, আহতের সংখ্যা প্রকাশ
- লাফিয়ে লাফিয়ে বেড়ে গেলো পেয়াজের দাম
- অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন
- দেশের বাজারে স্বর্ণের দাম কমলো
- দারুন সুখবর : প্রবাসী কর্মীদের বেতন নিয়ে নতুন নিয়ম